খবর বিজ্ঞপ্তি:
করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকারি নির্দেশে কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকা কয়রার আমাদী ইউনিয়নের দৈনিক আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। গত সোমবার দুপুরে আমাদী ইউনিয়নে দুইশ’ কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশীদ, কয়রা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, আমাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী গাইন, আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল দাশ, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জালাল ঢালী, প্রধান শিক্ষক উৎপল কুমার, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, জিয়াউর রহমান জুয়েল, জেলা ছাত্রলীগ নেতা শেখ মোঃ শাকিল প্রমুখ।