পাইকগাছায় অপহৃত সপ্তম শ্রেণির ছাত্রী ডুমুরিয়া থেকে উদ্ধার : অপহরণকারী গ্রেপ্তার

2
Spread the love


পাইকগাছা প্রতিনিধি


পাইকগাছায় অপহৃত সপ্তম শ্রেণির ছাত্রী ডুমুরিয়া থেকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, ডুমুরিয়া থানার মাগুরাঘোনা গ্রামের আকাম মোড়লের ছেলে ইমদাদুল হক (৩৫) পৌরসভার গোপালপুর গ্রামের মেয়েকে অপহরণ করে। গত ৯ এপ্রিল বিকাল ৫টায় ভিকটিম তার বাড়ীর রাস্তার উপর আসলে ইমদাদুল ও তার সহযোগীরা তাকে মোটরসাইকেলে অপহরণ করে নিয়ে যায়। কয়েকদিন খোঁজার পর না পেয়ে গত রোববার ভিকটিমের পিতা পাইকগাছা থানায় ইমদাদুল হক ও তার ভাই আতাউর রহমানের নামে মামলা করে। পুলিশ সোমবার রাত সাড়ে ৯টায় অপহরণকারীর বাড়ী থেকে স্থানীয় পুলিশের সহায়তায় ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী ইমদাদুলকে গ্রেপ্তার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পেয়েছে বলে পুলিশ রিপোর্টে দেখা যায়। মামলা সূত্রে ও পারিবারিক সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ের আশপাশে প্রায়ই ভিকটিমকে ইমদাদুল উত্যক্ত করত। ওসি এজাজ শফী জানান, এ ঘটনায় মামলার হওয়ার সাথে সাথে দ্রুততার সাথে অপহরণকারীকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

পাইকগাছায় ধর্ষণ মামলার আসামী আটক


পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ধর্ষণ মামলার আসামী ভবেন্দ্রনাথ সরকারকে পুলিশ আটক করেছে। সে পৌরসভার ৪নং ওয়ার্ড সরল গ্রামের মৃত অমূল্য সরদারের ছেলে। তার ডিএনএ প্রোফাইলিং করার জন্য আদালতে আবেদন করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ৯ মার্চ ২০১৯ তারিখে আনুমানিক রাত ১টায় উপজেলার নায়েবখালী গ্রামের বিপ্র সরদারের মেয়ে ধর্ষণের শিকার হয়। প্রকৃতির ডাকে বাইরে আসলে ৩জন ব্যক্তি তাকে পার্শ্ববর্তী গোলবাগানে নিয়ে ধর্ষণ করে। দীর্ঘ খোঁজাখুঁজির পর ভোরে অজ্ঞান অবস্থায় পরিবারের লোকজন গোলবাগানের ভিতর থেকে উদ্ধার করে। এ ঘটনায় ৩জনকে আসামী করে ভিকটিমের পিতা থানায় এজাহার দাখিল করে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে আদালতে পাঠালে ভিকটিম ম্যাজিস্ট্রেটের নিকট ২২ ধারা জবানবন্দিতে স্থানীয় কামরুল গাজী, শংকর সরদার ও ভবেন্দ্রনাথ সরকারের নাম উল্লেখ করে বিস্তারিত বর্ণনা দেন। থানাপুলিশ ভিকটিমকে মেডিকেল রিপোর্ট সংগ্রহের জন্য পাঠালে ভিকটিমের ধর্ষণের আলামত মিলেছে। যা ঢাকা মেডিকেলের ডিএনএ এনালিস্ট ন্যাশনাল ফরেন্সি রিপোর্টে একজন অজ্ঞাত পুরুষের ডিএনএ পাওয়া গেছে। এ কারণে আটক ভবেন্দ্রনাথ সরদারকে ডিএনএ করার জন্য আদালতে পুলিশ আবেদন করেছে। ওসি এজাজ শফী জানান, তিন মাসে পূর্বে এ মামলায় কামরুল গাজী ও গতকাল ভবেনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাইকগাছায় মুক্তিযোদ্ধা শেখ মোবারক হোসেন আর নেই


পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় মুক্তিযোদ্ধা শেখ মোবারক হোসেন (৭০) আর নেই। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি……রাজিউন)। তিনি উপজেলার শিলেমানপুর গ্রামের মৃত শেখ মোজাহার আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। বেলা ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গাড অফ অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, ওসি (তদন্ত) আশরাফুল আলম সহ মুক্তিযোদ্ধাবৃন্দ। মুক্তিযোদ্ধা শেখ মোবারক হোসেন সাবেক ইউপি সদস্য ও পাইকগাছা আইনজীবী সহকারী সমিতির সদস্য ছিলেন। মৃত্যুর আগে মুক্তিযুদ্ধের উপরে “লড়াই করে বিজয় অর্জন” নামে একটি গ্রন্থ প্রকাশ করে।