স্টাফ রিপোর্টার:
খুলনা মহানগর পুলিশ গেল ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে খুলনা মহানগরীতে আগত ১৩ জন ব্যক্তিকে চিহ্নিত করে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে পুলিশ।
কেএমপির মুখপাত্র উপ পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, বিভিন্ন জেলা থেকে আগত ব্যক্তিদের মধ্যে খুলনা থানা- ০৩ ( ঢাকা-০১, পিরোজপুর-০১, খুলনা জেলা-০১) সোনাডাঙ্গা থানা-০৩(নোয়াখালী-০২, পিরোজপুর-০১), লবনচরা থানাঃ ০৪( রংপুর-০১, ময়মনসিংহ-০৩), দৌলতপুর থানা-০২ (ঢাকা-০২, আড়ংঘাটা থানাঃ ০১ ( গাজীপুর -০১) মোট- ১৩ জন।