এতটা ভাগ্যবান হবো ভাবিনি: শ্রদ্ধা

4
Spread the love

 বিনোদন ডেস্ক

২০১৩ সালে মুক্তি পায় মহিত সুরি পরিচালিত আশিকি টু’ সিনেমাটি। যার মধ্য দিয়ে অভিষেক হয় শ্রদ্ধা কাপুর ও আদিত্য কাপুরের। প্রথম সিনেমা দিয়েই তাক লাগিয়ে দেন তারা। সেই বছরের বক্স অফিসে সুপারহিট সিনেমার তালিকায় চলে আসে। শুধু সিনেমা নয়, সিনেমার গানগুলোও বেশ জনপ্রিয়তা পায়। এরপর আর ক্যারিয়ারে পেছনে তাকাতে হয়নি কাউকে। যদিও শ্রদ্ধার অভিনয় নিয়ে শুরুর দিকে বেশ সমালোচনা হয়েছে। তবে গত কয়েক বছরে সেটিও পার করেছেন শ্রদ্ধা। বাবা শক্তি কাপুর বলিউডের অভিনেতা হলেও নিজের অভিনয় দিয়েই জায়গা করে নিয়েছেন শ্রদ্ধা। ‘আশিকি টু’ সিনেমার ৭ বছর পূর্ণ হলো। এই উপলক্ষে শ্রদ্ধার ভক্তরা একটি ছবির কোলাজ করে পোস্টার বানিয়ে পাঠিয়েছে শ্রদ্ধাকে। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সবাইকে ভালোবাসা জানান নায়িকা। শ্রদ্ধা বলেন, ‘এতটা ভাগ্যবান হবো ভাবিনি। ৭ বছর ক্যারিয়ারের খুব বেশি সময় না। এখনও অনেক পথ হাঁটা বাকি। কিন্তু এই সময়ে ভক্তদের যে ভালোবাসা আমি পেয়েছি তাতে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবান মনে হচ্ছে। সবার ভালোবাসা আগলে রাখার চেষ্টা করবো। আরও ভালো সিনেমা করতে চাই।’