মাঠে ময়দানের খবর

2
Spread the love

ফিফা থেকে চার কোটি টাকা পাবে বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
মহামারি করোনার প্রভাবে অচল হয়ে পড়েছে বিশ্ব। মাঠে খেলাধুলা নেই। কাব ও ফেডারেশনগুলোর আয়ের পথ বন্ধ। এমন অবস্থায় নিজেদের কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে সবাই।
আর এই মুহূর্তে ফুটবলকে বাঁচাতে সাহায্যের হাত বাঁড়িয়ে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত শুক্রবার ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো ফিফার সদস্য দেশগুলোকে ১৫০ মিলিয়ন ইউএস ডলার অর্থ সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশি অর্থ মূল্যে যা ১ হাজার ২৭৫ কোটি টাকার সমান। ফিফার করোনার তহবিল থেকে অর্থ পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। জানা গেছে, বাফুফের অ্যাকাউন্টে আসবে ফিফার পাঁচ লাখ ডলারের অনুদান। বাংলাদেশি অর্থ মূল্যে যা চার কোটি ২৫ লাখ টাকার মতো।
ফিফার সদস্যভুক্ত মোট ২১১ সদস্যকে এ সহায়তা সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এই সহায়তার পাশাপাশি ফরোয়ার্ড ২.০ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় অন্যান্য সুবিধা পাবে বাফুফে। ফিফা থেকে অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেছেন,‘ফিফা সদস্যভুক্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি অবশ্যই সদস্যভুক্ত দেশগুলোর জন্য ইতিবাচক পদপে। আমরা ফিফার একটি ই-মেইল পেয়েছি। সেখানে অর্থ সংশ্লিষ্ট বিষয়টি উল্লেখ আছে। আশা করছি খুব শিগগিরিই আমরা আনুষ্ঠানিক বার্তা পেয়ে যাবো।’
ফিফা থেকে প্রাপ্ত অর্থ কোন খাতে ব্যয় করা হবে তা এখনও নিশ্চিত নন আবু নাঈম। এরকম কোনো গাইডলাইন এখনও ফিফা থেকে আসেনি।ফিফার আনুষ্ঠানিক বার্তায় এমন কোনো গাইডলাইন দেওয়া হতে পারে বলে তাঁর ধারনা। যদি এরকম কোনো গাইডলাইন না থাকে তাহলে নির্দিষ্ট পরিকল্পনা করে দীর্ঘ সময়ের জন্য ফুটবলের পেছনে এ অর্থ ব্যয় করা হবে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক।
আপাতত খেলা নিয়ে কোনো চিন্তা নেই বাফুফের। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকি বিষয়টি মাথায় রেখে খেলা শুরুর ইচ্ছা দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার।

মেয়েদের ক্রিকেটে কোচিং স্টাফ পরিবর্তনের চিন্তা বিসিবির
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ আঞ্জু জৈনসহ অন্যান্য কোচদের চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। মেয়েদের কোচিং স্টাফের পারফরম্যান্সে সন্তুষ্ট নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য কোচিং স্টাফ পরিবর্তনের চিন্তা করছে বিসিবি।
তবে করোনা পরিস্থিতিতে বিসিবির কোনো ক্রিকেটীয় কর্মকান্ড চালু নয়। এজন্য থেমে আছে নতুন কোচিং স্টাফ নিয়োগের প্রক্রিয়াও। বছরের শুরুতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে মেয়েদের থেকে বড় প্রত্যাশা করেছিল ক্রিকেট বোর্ড। কিন্তু বিশ্বকাপে কোনো ম্যাচই জিততে পারেনি টাইগ্রেসরা। ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে শক্তির লড়াইয়ে পেরে উঠেনি বাংলাদেশ। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপে জয়ের সম্ভাবনা তৈরি করলেও পরাজয়ের বৃত্তে বন্দী থেকেছে। যদিও বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ভালো কিছুর আশা দেখিয়েছিল দল। কিন্তু শেষ পর্যন্ত খালি হাতে ফিরেছে মেয়েরা।
বিসিবির উইমেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল গতকাল রবিবার বলেছেন,‘আমাদের কোনো কার্যক্রম এখন নেই। আমরা আমাদের কোচিং স্টাফদের নিয়েও ভাবছি। তাদের পারফরম্যান্স মূল্যায়ন করছি। আশানুরূপ নয় অবশ্যই। পাশাপাশি বিশ্বকাপের ব্যর্থতাও খুঁজে বের করছি। করোনার কারণে সব কিছুই থেমে আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের বসতে হবে।’ আগামী বছর আছে ওয়ানডে বিশ্বকাপ। ২০২১ ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে বাছাই পর্ব উৎরাতে হবে। জুলাইয়ে শ্রীলঙ্কায় বসবে বাছাই পর্ব। কিন্তু করোনার কারণে মেয়েদের সকল কার্যক্রম বন্ধ। এরই মধ্যে প্রিমিয়ার লিগ পিছিয়ে দেওয়া হয়েছে, স্থগিত হয়েছে জাতীয় লিগ। সব মিলিয়ে করোনার ধাক্কায় ছেলেদের ক্রিকেটের থেকে মেয়েদের ক্রিকেটেই বেশি তি হয়েছে। শফিউল আলম চৌধুরী নাদেল সেই কথাই বললেন,‘হ্যাঁ আমাদের ক্রিকেট বেশিই পিছিয়ে গেল। অনুশীলন বন্ধ হয়ে গেল। জুলাইয়ে বাছাই পর্ব আছে সেগুলো কি হবে বোঝা যাচ্ছে না। হুট করে যদি আয়োজন করে, অনুশীলনের পর্যাপ্ত সময় না পেলেও সমস্যা হবে। সব মিলিয়ে করোনায় কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।’
দ্বিপাকি দুটি সফরও পড়েছে অনিশ্চিয়তায়। মে মাসে বাংলাদেশে আসার কথা ছিল শ্রীলঙ্কা ক্রিকেট দলের এবং ভারতে যেত বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে সফরগুলো হচ্ছে না বিসিবি ধরেই নিয়েছে। ২০২১ সালে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ এবং এ বছর সেপ্টেম্বরে এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা। বৈশ্বিক ও মহাদেশীয় দুটি টুর্নামেন্ট হয় কিনা তা সময়ই বলে দেবে।

প্রিমিয়ার লিগ নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের জেরে বন্ধ হয়ে আছে দেশের সবধরনের ক্রীড়াযজ্ঞ। এমন সময় চলতি বছরের ফুটবল লিগের ভাগ্য নির্ধারণে বাফুফের সঙ্গে অনলাইনে বৈঠকে বসেছিল কাবগুলো। সেখানে এ বছর লিগ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বেশির ভাগ কাব। বাফুফে জানায়, শিগগিরই জানানো হবে প্রিমিয়ার লিগ হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।
করোনায় বন্ধ সারা বিশ্বের সবধরনের প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচ। তার আঁচ লেগেছে বাংলাদেশেও। মার্চের পর আর মাঠে গড়ায়নি পেশাদার ফুটবল। ছুটিতে নিজ নিজ বাসায় শীত নিদ্রায় ফুটবলাররা। তবে কাবগুলোতে অনেকটা বন্দী জীবন পার করছেন বিদেশি ফুটবলাররা। এমন অবস্থায় কবে নাগাদ বিপিএল মাঠে গড়াবে। আদৌ মাঠে গড়াবে কিনা এই নিয়ে ১৩টি কাব গুলোর সঙ্গে অনলাইনে বৈঠকে বসেছিল অভিভাবক সংস্থা বাফুফে। বৈঠকে কাবগুলো জানায় প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোটা অনেকটাই অনিশ্চিত। আর্থিক ভাবে তিগ্রস্ত কাব গুলোর মাঠে খেলা চালানো, বিদেশি ফুটবলারদের বেতন ও দেশি ফুটবলারদের চুক্তির টাকা দেয়াটা এখন অনেকটাই শঙ্কার মুখে। তাই সব মতামত শুনে শিগগিরই লিগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানালেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।

ব্যাটের চেয়েও আমার কাছে প্রিয় হচ্ছে দেশের মানুষ : সাকিব
ক্রীড়া প্রতিবেদক
২০১৯ ক্রিকেট বিশ্বকাপ, ইংরেজদের মাটিতে বিশ্বকে জয় করার মিশনে বাংলাদেশ ক্রিকেট দল। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সাফল্যের সর্বোচ্চটা দেখার আশায় প্রস্তুত দল। প্রস্তুত দলের প্রধান সেনাপতি সাকিব আল হাসানও। ব্যাট-বল হাতে দলের সেরা তারকার থেকে প্রত্যাশা সবচেয়ে বেশি। তবে সাকিব সেই প্রত্যাশাকেও ছাড়িয়ে গেলেন। বল হাতে ১১ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ২ শতক ও ৫ ফিফটিতে করেছেন ৬০৬ রান।
বিশ্বের মাত্র পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে ছুঁয়েছেন ৬০০ এর ল্যান্ডমার্ক। আর ইংল্যান্ড বিশ্বকাপে সাকিবের করা প্রতিটি রান এসেছে ‘এসজি’ ব্র্যান্ডের একটি ব্যাট দিয়ে। সাকিবের ভাষায় নিজের ‘সবচেয়ে প্রিয় ব্যাট’। বিশ্বকাপে নিজের এই ব্যাটটাকে তলোয়ার বানিয়ে প্রতিপরে বোলারদের করেছেন কচুকাটা। এবার সেই ব্যাট তুলে দিয়েছিলেন নিলামে, করোনা যুদ্ধে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য।

রেফারি বাবুর জার্সির মুল্যে ৫ লাখ ৫৫ হাজার টাকা
ক্রীড়া প্রতিবেদক
সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু করোনাভাইরাসের তিগ্রস্থদের সাহায্যের জন্য যে ঐতিহাসিক জার্সিটি নিলামে ওঠানোর ঘোষণা দিয়েছেন, এখনও পর্যন্ত তার দাম উঠেছে ৫ লাখ ৫৫ হাজার টাকা। সাতীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠু এই মূল্যে জার্সিটি ক্রয়ের আগ্রহের কথা জানিয়েছেন রেফারি তৈয়ব হাসান বাবুকে।
বিকেলে সাতীরা থেকে সাবেক এ ফিফা রেফারি জানিয়েছেন, ‘আমি জার্সিটি নিলামে ওঠানোর ঘোষণা দেয়ার পরই ফোনে নাছিম ফারুক খান মিঠু ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন। দুপুরে তার ছেলে এসে আমার সাথে দেখা করে বলে গিয়েছেন ৫ লাখ ৫৫ হাজার টাকায় জার্সিটি তারা কিনবেন।’ এর আগে শেখ তানজিম কালাম তমাল নামের সাতীরার এক তরুণ ব্যবসায়ী জার্সিটি ২ লাখ টাকায় কেনার ঘোষণা দিয়েছিলেন। যা ছিল জার্সিটির নিলামের ভিত্তিমূল্য।

করোনাকালে পাইলটদের ‘রমজান উপহার’
ক্রীড়া প্রতিবেদক
করোনা মোকাবিলায় বর্তমান ক্রিকেটাররা একজোট হয়েছেন। বসে নেই সাবেকরাও। সাবেক ক্রিকেটারদের খেলুড়ে মঞ্চ মাস্টার ক্রিকেট কার্নিভাল (এমসিসি) এমন উদ্যোগ নিয়েছে রাজশাহীতে। যাদের বিতরণেও থাকছে অভিনবত্ব। বিতরণের খাদ্যসামগ্রীকে বলা হচ্ছে ‘রমজান উপহার।’
এমসিসির উদ্যোগে রাজশাহীর অসহায় মানুষদের এভাবে উপহার বিতরণ করছেন রাজশাহীর সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটসহ অন্যান্যরা। রমজান মাস উপলে পুরো মাসব্যাপী রাজশাহীর ক্রীড়াঙ্গনের অস্বচ্ছল মানুষের এমন উপহার পৌঁছে দেবেন ক্রিকেটাররা। গত দুই দিন ধরে রাজশাহীতে সাবেক অস্বচ্ছল ক্রিকেটারদের মাঝে রমজানের উপহার তুলে দিয়েছে এমসিসি। এই দুই দিনে প্রায় ৬০ জন সাবেক ক্রিকেটারদের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি ছোলা, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ কেজি তেল, ২ কেজি পেঁয়াজ, ৪ কেজি আলু, ১টি সাবান ও ১ কেজি লবন তুলে দেন।

বিশ্বকাপের মেডেল হারিয়ে ফেলেছেন আর্চার
ক্রীড়া প্রতিবেদক
গত বিশ্বকাপ জিতে যে ব্যক্তিগত সোনার পদকটি পেয়েছেন জোফরা আর্চার, সেটি হারিয়ে ফেলেছেন। তন্ন তন্ন করে খুঁজেছেন, এখনও খুঁজছেন, কিন্তু পাননি। সম্প্রতি বাসা বদল করার সময়েই কোনওভাবে হারিয়ে গেছে মেডেলটি।
গত গ্রীষ্মে ইংল্যান্ডের একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক বনে যাওয়ার আগে আর্চার ছিলেন অপরিচিতির বৃত্তে। সেভাবে কেউ চিনতোই না বার্বাডিয়ান বংশোদ্ভুত ফাস্ট বোলারকে। বিশ্বকাপ জয়ের পর আর্চার ঘরে ঘরে উচ্চারিত এক নাম। হবে নাই বা কেন? ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছেন ২৩.০৫ গড়ে বোলিং করে। তারওপর ইংল্যান্ড যে মহানাটকীয় ফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে পারলো, তাতে তো তারও অনেক অবদান। স্নায়ুয়ী সময়ে কী অসাধারণভাবেই না সুপার ওভারটা করেছেন তিনি! তাকে যে সুপারওভারটা করতে হবে এটি আর্চার জানতে পারেন অনেক পরে, ‘ওখানে যাওয়া এবং ওয়ার্মআপ করার আগ পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম না আমাকেই ওটা করতে হবে। তবে তার মানে এই নয় যে আমি অনিচ্ছুক ছিলাম। আমি আসলে ভাবতে পারিনি যে দায়িত্বটা আমাকেই নিতে হবে, কারণ দলে মাত্রই ঢোকার আগে স্কোয়াডের মধ্যে সবচেয়ে কম ক্রিকেট খেলেছি আমি। তাছাড়া ওটাই ছিল টুর্নামেন্টের একমাত্র সুপার ওভার, যে জন্য ঠিকমতো পরিকল্পনা করতে পারিনি। ব্যাপারটি আসলে ঘটে গেছে।’

অবশেষে ফুটবল মৌসুম স্থগিত করেছে তাজিকিস্তান
ক্রীড়া প্রতিবেদক
যে কয়টি দেশ এখনও করোনাভাইরাসে আক্রান্ত হয়নি, তার মধ্যে অন্যতম তাজিকিস্তান। চীনের সঙ্গে সীমান্ত থাকার পরেও সংক্রমণের কোনও ঝামেলা ছাড়া দেশটিতে এতদিন চলেছে ঘরোয়া ফুটবল লিগগুলি। কিন্তু পূর্বসতর্কতামূলক অংশ হিসেবে দেশটির সরকার অবশেষে ফুটবল মৌসুম স্থগিতের ঘোষণা দিয়েছে। এই স্থগিতাদেশ চলবে ১০ মে পর্যন্ত।
তাজিক ফুটবল ফেডারেশন বলেছে, আজ সোমবার থেকে চালু হচ্ছে এই স্থগিতাদেশ। তবে গতকাল রবিবারের ম্যাচগুলি যথারীতি অনুষ্ঠিত হবে, থাকবে না কোনও দর্শক। কোনও সংক্রমণ না ঘটলেও আগের ম্যাচগুলিও দর্শক ছাড়াই মাঠে গড়িয়েছে দেশটিতে। আচমকা এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। সম্প্রতি দেশটিতে নিউমোনিয়া ও সন্দেহজনক সোয়াইন ফু বেড়ে যাওয়াতেই উদ্বেগ বেড়েছে। এই কারণে শনিবার থেকে দুই সপ্তাহ স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। মজুদ ঠিক রাখতে নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন খাদ্যশস্য রফতানি।

গুঞ্জন উড়িয়ে ফেরার প্রস্তুতি রোনালদোর
ক্রীড়া প্রতিবেদক
জুভেন্টাসে তিনি বেশ ভালোই আছেন। তবু ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে টানাটানি। করোনাভাইরাসের আর্থিক তির কারণে জুভেন্টাস সামনের মৌসুমে আর পর্তুগিজ যুবরাজকে রাখতে পারবে না, এমন গুঞ্জন বাতাসে ছড়িয়ে পড়ার পরই রোনালদোকে নিতে উঠেপড়ে লেগেছে অন্য কাবগুলো।
শোনা যাচ্ছে, সামনের মৌসুমে পুরোনো ঘর রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন রোনালদো। আবার আরেক সাবেক কাব ম্যানচেস্টার ইউনাইটেডের কথাও শোনা যাচ্ছে। আসলে কোথায় যাবেন রোনালদো। পর্তুগিজ তারকা উড়িয়ে দিলেন সব সম্ভাবনাকেই। ইতালিয়ান সংবাদপত্র ‘টুটোস্পোর্ট’ এর দাবি, অন্য কোনো কাবে নয়, জুভেন্টাসেই থেকে যাওয়ার ইচ্ছে পোষণ করেছেন রোনালদো এবং সেটা তার দুই বছরের চুক্তি থাকা পর্যন্তই।

লকডাউনের মাঝেও অনুশীলন চলবে আর্সেনালে
ক্রীড়া প্রতিবেদক
আর্সেনালের জন্যই দ্রুত স্থগিত হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। আর সেই দলটিই কি না লকডাউনের মাঝে চালু করতে যাচ্ছে অনুশীলন। এমন তথ্যই দিচ্ছে ইএসপিএন। বলা হচ্ছে, আগামী সপ্তাহে সরকারি লকডাউনের মাঝেও অনুশীলন শুরু করবে আর্সেনাল খেলোয়াড়েরা।
ইংল্যান্ডে ফুটবল বন্ধ আছে ১৩ মার্চ থেকে। এর ফলে প্রিমিয়ার লিগে প্রথম কাব হিসেবে গানাররাই অনুশলীন চালু করতে যাচ্ছে। অবশ্য সেটি হতে যাচ্ছে কঠোর শর্ত মেনে। প্রয়োজনীয় স্বাস্থ্য সুরা মেনে অনুশীলন করবে আর্সেনাল। এরই মধ্যে সব ব্যবস্থাও নেওয়া হয়েছে। অনুশীলনের সময় খেলোয়াড়েরা ব্যক্তিগতভাবে মাঠে যাবেন, সেই সময় মাঠের বাকি সব স্থাপনাই বন্ধ থাকবে। সেশন শেষ করে দ্রুত বাড়িতে ফিরে আসবেন তারা। সাধারণত অনুশীলনেই গোসল অথবা লাঞ্চ করার নিয়ম থাকে। এই সময়ে তারা সব কিছু সারবেন বাড়িতে গিয়ে।

মানবতার ডাকে জেমস অ্যান্ডারসন
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস যেন গোটা বিশ্বকেই এক সুতোয় গেঁথে দিয়েছে। গৃহবন্দী মানুষ। অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াই! প্রাণঘাতী এই ভাইরাসের আক্রমণে দিশেহারা সবাই। ঠিক এ সময়ে থমকে আছে সবকিছু। বন্ধ খেলার মাঠও। সব মিলিয়ে নিম্নবিত্ত মানুষেরা রয়েছেন বিপাকে। মানবতার ডাকে সেই আর্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। তাদেরই একজন জেমস অ্যান্ডারসন।
ইংল্যান্ডের এই ক্রিকেটারের সতীর্থ জস বাটলার তার বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলেছেন। সেই অর্থ স্থানীয় হাসপাতালের সরঞ্জাম কেনায় ব্যয় করেছেন। পেসার জেমস অ্যান্ডারসনও অনুসরণ করছেন সতীর্থকে। দণি আফ্রিকার কেপটাউনে খেলা সর্বশেষ টেস্ট ম্যাচের অটোগ্রাফ করা জার্সি, ব্যাট এবং উইকেট এবার নিলামে তুলছেন তিনি। দেশটির হয়ে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী পেসার বিক্রীত অর্থ দেবেন করোনা তহবিলে।

দ্রুত খেলায় ফেরার এজেন্ডা নিয়ে বৈঠকে যুক্তরাজ্য
ক্রীড়া প্রতিবেদক
মহামারী করোনাভাইরাস প্রতিরোধে চেষ্টার কমতি নেই যুক্তরাজ্যের। এই ভাইরাসের বিরুদ্ধে জয়ী হতে এবং লকডাউন পরিস্থিতি স্বাভাবিক করতে নানাবিধ পরিকল্পনায় ব্যস্ত ব্রিটিশ সরকার। তারই অংশ হিসেবে ইংল্যান্ড সরকার দেশটিতে স্থগিত হয়ে পড়া খেলাগুলো ফের শুরুর উদ্যোগের জন্য কার্যকর ব্যবস্থা নিচ্ছে। চলতি সপ্তাহে বৃটেনের ক্রীড়াঙ্গনের সিনিয়র মেডিকেল পরিচালকরা বৈঠকে বসছেন।
এই বৈঠকটি হবে কয়েক দফার। সার্বিক দিক-পরিস্থিতি বিবেচনা করে তারা কবে নাগাদ মাঠের খেলা ফের শুরু করা যায় সেই পরিকল্পনার কথা জানাবেন। জানা গেছে সবকিছু যদি ঠিকঠাক মতো এগোয় তাহলে সপ্তাহ খানেকের মধ্যেই ইংল্যান্ডে স্থগিত হয়ে পড়া খেলাগুলো মাঠে ফিরবে। বৃটেনের প্রধান মেডিকেল কর্মকর্তাও এই বৈঠকে অংশ নেবেন। নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠক শেষে নেওয়া পরিকল্পনার কথা তারা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে জানাবেন।

২৪ ঘণ্টায় ১ লাখ মাস্ক বিক্রি করলো মিউনিখ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের বিপে লড়াই করছে পুরো বিশ্ব। এ লড়াইয়ে জন্য আর্থিক সহায়তা করতে নিজেদের কাবের রঙ লালের সঙ্গে মিল রেখে তৈরী করা ১ লাখ মাস্ক বিক্রি করলো বুন্দেসলিগার দল বায়ার্ন মিউনিখ। ২৪ ঘণ্টায় ১ লাখ মাস্ক বিক্রি করেছে বায়ার্ন মিউনিখ। আর্থিক সহায়তার জন্য সাধারন জনগনের সাড়া দেখে মুগ্ধ কাবটি।
এক বিবৃতিতে কাবের প থেকে জানানো হয়, ‘এবার আর্থিক সহায়তার জন্য আমরা মাস্ক বিক্রি করেছি। নিজেদের জন্য নয়। সকলের সাড়া দেখে আমরা অভিভুত। আশা করছি, এভাবে আরো অর্থ সংগ্রহ করতে পারবো আমরা’। কিছুদিন আগে কাবের লোকসান কমাতে নিজেদের জার্সি বিক্রি করেছিলো বায়ার্ন মিউনিখ। এবার মাস্ক বিক্রি করলো তারা। শিশুদের জন্য প্রতিটি মাস্ক ৫ দশমিক ৯৫ ইউরোয় বিক্রি করা হয়। আর বড়দের জন্য প্রতিটি মাস্ক বিক্রি হয় ৬ দশমিক ৯৫ ইউরোতে।

ইংল্যান্ডের সিরিজ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া
ক্রীড়া প্রতিবেদক
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ মানেই এক অন্যরকম উত্তেজনা। ক্রিকেটের মাঠে সব সময় এই দুই দল চিরপ্রতিদ্বন্দ্বী। মাঝেমধ্যে এই দুই দলের মধ্যকার ‘অ্যাশেজ’ সিরিজকে তুলনা করা হয় বিশ্বকাপের সঙ্গে।
করোনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ আছে সব ধরণের খেলাধুলা। সংকটময় এই পরিস্থিতিতে ইংল্যান্ডে সব ধরনের পেশাদার ক্রিকেট জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে। সময়সাপেে এই সময়সীমা আরও বাড়তে পারে। তাই দেশটির ক্রিকেট বোর্ড (ইসিবি) উক্তি পরিস্থিতির ফলে তাদের ভবিষ্যৎ নিয়ে আছে শঙ্কায়। এমন পরিস্থিতিতে ইসিবির পাশে এসে দাঁড়িয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনটাই জানিয়েছেন ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন। তার ভাষ্যমতে স্থগিত থাকা মৌসুম শেষ করতে একাধিক প্রস্তাব পাচ্ছেন তারা। গুঞ্জন চলছে, আবুধাবি থেকেও এসেছে প্রস্তাব।

ক্রিকেট পিচ ২০গজ করার প্রস্তাব রমিজের
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের প্রকোপে ক্রিকেটের নিয়মে বদল আনার কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। কারণ, কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে ক্রিকেট যখনই শুরু হোক না কেন, বলে থুতু লাগানোর অভ্যাসে পরিবর্তন আসা প্রায় নিশ্চিত।
বলের পালিশের জন্য শুধু থুতু নয়, ঘাম ব্যবহারের েেত্রও হয়তো জারি হবে নিষেধাজ্ঞা। আইসিসি বিকল্প হিসেবে আম্পায়ারের তত্ত্বাবধানে বল-বিকৃতি ঘটানাকে আইনসিদ্ধ করতে পারে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও এখন ধারাভাষ্যকার রমিজ রাজার অবশ্য অন্য প্রস্তাব রয়েছে।
রমিজ রাজা বলেছেন, ‘এখন আর ক্রিকেটাররা বলে থুতু বা গাম লাগাতে পারবে না। তার মানে বল পালিশ করতে সমস্যা হবে। পরিণতি, রিভার্স সুইং করা যাবে না। ফলে, টেস্ট ক্রিকেটের আকর্ষণ কমবে। কারণ, টেস্টে রিভার্স সুইং একজন পেসারের অস্ত্রাগারের খুব গুরুত্বপূর্ণ অস্ত্র। রিভার্স সুইং না থাকলে ব্যাট ও বলের ভারসাম্য নষ্ট হবে। এ েেত্র পিচের সাইজ কমানোর কথা ভাবা হতে পারে। ২২ গজ নয়, পিচকে হয়তো করে দেওয়া হলো ২০গজের। এতে ব্যাটিং সহজ হবে না।’ অর্থাৎ, বোলারদের সুবিধা কেড়ে নেয়ার পাল্টা হিসেবে ব্যাটসম্যানদের চাপে ফেলতে পিচের মাপ কমানোর পরামর্শ থাকছে রমিজের তরফে।

লকডাউনে পার্টি করলেন এভারটন ফরোয়ার্ড
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র হাতিয়ার এখন সামাজিক দূরত্ব বজায় রাখা। প্রতিষেধক আবিষ্কারের আগ পর্যন্ত এই দূরত্বের বিধান মেনে চললেই কেবল কিছুটা দমিয়ে রাখা যাবে এই মহামারীকে। বিশ্বজুড়ে তাই এখন লকডাউন চলছে, যাতে সামাজিক দূরত্বের বিধান মেনে নিতে সবাইকে বাধ্য করা যায়। কিন্তু কিসের কী! ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের এই আইন বোঝাতে গিয়ে কাবগুলোর গলদঘর্ম অবস্থা। এবার লকডাউনের মাঝে বহিরাগত অতিথিদের সাথে নিয়ে হাউস পার্টি করে সমালোচনার মুখে পড়েছেন এভারটন ফরোয়ার্ড ময়সে কিন।
ইংল্যান্ডের চেশায়ারে নিজের অ্যাপার্টমেন্টে তার পার্টির ছবি স্ন্যাপচ্যাটে ছড়িয়ে পড়ার পরই ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে প্রশ্ন ওঠে। খোদ তার কাব এভারটন কিনের আচরনে উষ্মা প্রকাশ করে বিবৃতি দিয়েছে, “করোনাভাইরাসের সময় সরকার এবং কাবের নিয়ম ভঙ্গ করেছেন এভারটনের একজন ফার্স্ট টিম খেলোয়াড়, আমরা বিষয়টিতে বিস্মিত হয়েছি। এ ধরনের কাজ কাবের কাছে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য, এটি সেই খেলোয়াড়কে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে।” গার্ডিয়ানের মতে, কিনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নিতে পারে কাব কর্তৃপ।