প্রিমিয়ার লিগের ভাগ্য নির্ধারণে ভিডিও কনফারেন্স
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ কবে মাঠে গড়াবে? নাকি আদৌ আর শুরু হবে না- এ নিয়ে ঘোর অনিশ্চয়তায় কাবগুলো। করোনাভাইরাস কবে দূর হবে, কবে খেলা শুরু করা সম্ভব হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও।
ফিফা প্রদত্ত কিছু গাইডলাইন কাবগুলোকে প্রেরণ করে মতামত চেয়েছিল বাফুফে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩ কাবের মাত্র ৭টি তাদের লিখিত মতামত দিয়েছে। ৬ কাব এখনই কোনো মতামত দিতে নারাজ। তারা আরো আলোচনার মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত নেয়ার প।ে
এ অবস্থায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ কমিটি সভা ডেকেছে আজ শনিবার সকাল সাড়ে ১১টায়। এই প্রথম বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিংবা ফেডারেশনের কোনো স্ট্যান্ডিং কমিটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা করতে যাচ্ছে। এ সভায় কমিটি সিদ্ধান্ত নেবে কি হবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ভাগ্য। প্রফেশনাল লিগ কমিটি ১৯ সদস্যের। এর মধ্যে ১৩ জন কাব প্রতিনিধি, বাকি ৬ জন নিরপে সদস্য। এর বাইরে সভায় উপস্থিত থাকেন কম্পিটিশন কমিটির ৩ জন, একজন করে ফিন্যান্স, মিডিয়া ও রেফারিজ কমিটির প্রতিনিধি। সব মিলিয়ে প্রফেশনাল লিগ কমিটির সভায় ২৫-২৬ জন মানুষের সমাগম। যে কারণে, বাফুফে কমিটির সভায় সদস্যদের উপস্থিতির পরিবর্তে ভিডিও কনফারেন্সে করার নির্দেশনা দিয়েছে।
ভিডিও কনফারেন্সের জন্য টেকনোলজির সাপোর্ট নিশ্চিত করতে বাফুফের সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ। জুম সফটওয়্যারের মাধ্যমে কমিটির সদস্য ও প্রয়োজনীয় অন্যদের সংযুক্ত করা হবে। যারা কমিটির সদস্য তাদের কাছে রাতেই ভিডিও কনফারেন্সে সংযুক্ত হওয়ার লিংক ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। মোবাইলসেটে ইন্টারনেট থাকলেই সদস্যরা এই ভিডিও কনফারেন্সে সংযুক্ত হতে পারবেন। তবে কোনো সদস্য চাইলে বাফুফে ভবনে উপস্থিত থেকে সভায় সংযুক্ত হতে পারবেন। প্রফেশনাল লিগ কমিটি বাফুফে ভবন থেকে কনফারেন্সে সংযুক্ত হওয়ার প্রয়োজনী ব্যবস্থাও রাখবে।
সীমাবদ্ধতা পেরিয়ে খুলনা বিকেএসপির এগিয়ে চলা
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের একমাত্র সরকারি ক্রীড়া শিা প্রতিষ্ঠান বিকেএসপি। সেই প্রতিষ্ঠান থেকে বের হয়েছেন ক্রীড়াঙ্গনের একাধিক তারকা। যারা দেশের পতাকা তুলে ধরেছেন বিশ্বমঞ্চে।
ক্রীড়ার মানোন্নয়ন, পর্যাপ্ত ক্রীড়া অবকাঠামোগত সুবিধাদি এবং সঠিক প্রশিণের ল্েয বাংলাদেশ সরকার ১৯৭৪ সালে ‘বাংলাদেশ ইন্সটিটিউট অব স্পোর্টস (বিআইএস) প্রতিষ্ঠার পরিকল্পনা করে। এরপর ১৯৮৩ সালে যার নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ ক্রীড়া শিা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ১৯৮৬ সালের ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর থেকেই বিকেএসপি সর্বোচ্চ একাগ্রতার সাথে উচ্চমানের খেলোয়াড় তৈরির কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাভারে মূল বিকেএসপির বাইরেও পাঁচটি আঞ্চলিক প্রশিণ কেন্দ্র রয়েছে প্রতিষ্ঠানটির। সেগুলো হলো বরিশাল, চট্টগ্রাম, দিনাজপুর, খুলনা ও সিলেটে।
শহর থেকে ১৮ কিলোমিটার পশ্চিমে, আফিল গেট এলাকায় সবুজের আচ্ছাদনে দাঁড়িয়ে আছে খুলনা বিকেএসপি। ১৩ একর জমির উপর চারতলা একটি ভবন, ৫২ ক বিশিষ্ট একটি ট্রেনিং হোস্টেল, একটি জিমনেশিয়াম, একটি করে ক্রিকেট ও ফুটবল মাঠ, চারতলা বিশিষ্ট দুই ইউনিটের একটি অফিসার্স কোয়ার্টার ও একটি স্টাফ কোয়ার্টার ভবন মিলিয়ে খুলনা বিকেএসপি। ২০০৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়। চার বছরে শেষ হয় বিকেএসপির অবকাঠামো নির্মাণ কাজ। তবে একাডেমি ও প্রশিণ কার্যক্রম শুরু করতে লেগে যায় আরও দুই বছর। যাত্রা শুরু হয় ফুটবল ডিসিপ্লিন দিয়ে। এরপর সেখানে যুক্ত হয় টেবিল টেনিস। সর্বশেষ, মাত্র দুই বছর আগে, ২০১৮ সালে খুলনা বিকেএসপিতে চালু হয় ক্রিকেট ডিসিপ্লিন।
নগরীর একমাত্র বিকেএসপি নানা সীমাবদ্ধতার মধ্যেও নতুন খেলোয়াড় তৈরীতে অবদান রেখে আসছে দারুণভাবে। প্রায় এক দশকেরও বেশী সময় ধরে এই প্রতিষ্ঠান থেকে প্রশিণ নিয়ে বয়স ভিত্তিক ও মূল জাতীয় দলে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন প্রতিভাধর ফুটবলার। বর্তমানে ফুটবল, ক্রিকেট ও টেবিল টেনিস এই তিনটি ডিসিপ্লিনে খুলনা বিকেএসপিতে মোট প্রশিণার্থী আছেন ৮০ জন। যারা খেলাধুলার পাশাপাশি পড়াশুনাও চালিয়ে যাচ্ছেন। অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা আছে এখানে।
আজ থেকে ইফতার দেবে বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বের অন্যান্য দেশের মত করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে বাংলাদেশেও। যার কারনে অসহায় হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ। গত ২৭ মার্চ থেকে দুস্থ মানুষদের ‘একবেলা খাবার’ দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু হওয়ায় খাবারটা ইফতারির আগেই দেয়া হবে।
গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বিষয়টি জানান। তিনি বলেন, কোভিড-১৯ সংক্রমণের শুরুতেই অসহায় হয়ে পড়েছেন মতিঝিল পাড়ার শ্রমজীবী মানুষ। তাই বাফুফের উদ্যোগে প্রতিদিন ৩০০ এর মত দুস্থ মানুষকে খাবার পরিবেশন করা হয়ে আসছে। তবে আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু হওয়ায়। আর দুপুরে খাবার দেয়া হবে না। তার পরিবর্তে বিকেল সাড়ে ৫টায় ইফতারের আগে দেয়া হবে’। তিনি আরো বলেন, আমরা প্রতিদিন ৩০০ মানুষকে খাবার দিতাম কিন্তু দিনে দিনে মানুষ বেড়েই চলেছে। তাই সামনে থেকে এর পরিমাণ আরো বাড়ানো হবে। পুরো রমজান জুড়েই এইভাবেই চলবে খাদ্য পরিবেশন’।
অসহায়দের পাশে উত্তরা বারিধার কাব
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বের অন্যান্য দেশের মত করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশেও। সব কিছু বন্ধ থাকায় অসহায় হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ। সবাই যে যার জায়গা থেকে চেষ্টা করছে এ সব মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে। গত ২৭ মার্চ থেকে অসহায় মানুষদের ‘একবেলা খাবার’ দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার তাদের দেখানো পথে হাঁটলেন প্রিমিয়ার ফুটবল লিগের কাব উত্তরা বারিধারা।
গতকাল শুক্রবার গুলশান -২ কালাচাঁদপুরে কাব ভবনের সামনে উত্তরা বারিধারা কাবের সহ সভাপতি জাকির হোসেন বাবুল অসহায়দের হাতে খাদ্য সমাগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন কাবের আরেক সহ সভাপতি মোশিবুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, টিম ম্যানেজার নূর হোসেন, এসিস্ট ম্যানেজার হাবিবুর রহমান ও ক্যাপ্টেন সুমন প্রমুখ।
জার্সি নিলামে তুলতে চান টিপু
ক্রীড়া প্রতিবেদক
ম্যাচে গোল না হলেই কোচের চোখ চলে যেতো ডাগআউটে বসা শাহাজউদ্দিন টিপুর ওপর। ইশারা দিতেন মাঠে নামার প্রস্তুতি নিতে। টিপু নামতেন, গোল করতেন, ম্যাচ জেতাতেন।
বদলি হিসেবে মাঠে নেমে গোল করে করে ঢাকার ফুটবলের এক সময়ের এই স্ট্রাইকারের নামের সঙ্গে লেগে যায় ‘সুপার সাব’ তকমা। এই টিপুর একমাত্র গোলেই ১৯৯৯ সালে কাঠমান্ডু সাফ গেমস ফুটবলের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। পরে ফাইনালে আলফাজের গোলে নেপালকে হারিয়ে বাংলাদেশ ফুটবলে প্রথম স্বর্ণ জেতে সাফ গেমসে। এবার শাহজউদ্দিন টিপু তার ১৯ নম্বর জার্সিটি নিলামে ওঠানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
২০০ অসহায় কোচের পাশে দাঁড়ালেন রুহুল আমিন
ক্রীড়া প্রতিবেদক
করোনভাইরাসের কারণে আর্থিক সংকটে পড়েছেন দেশের অনেক ফুটবল কোচ। এই অসহায় হয়ে পড়া দুস্থ কোচদের সহায়তা করার জন্য একটি তহবিল গঠণের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব এবং বাংলাদেশ ফুটবল কাবস অ্যাসোসিয়েশনের (বিএফসিএ) সভাপতি তরফদার মো. রুহল আমিন।
সেই তহবিল থেকে ইতিমধ্যে তিনি সারা দেশের জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) মাধ্যমে ২০০ অসহায় ফুটবল কোচকে সহায়তা দিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে এক ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন তিনি। ভিডিও বার্তায় তরফদার মো. রুহুল আমিন বলেছেন, গত সপ্তাহে আমি প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়েছিলাম। প্রধানমন্ত্রীকে বলে এসেছি ফুটবলার তৈরির যারা কারিগর আছেন, কোচ আছেন, দুস্থ খেলোয়াড় যারা আছেন তাদের জন্য আমাদের উদ্যোগে একটা আর্থিক ফান্ড গঠন করছি। এই পর্যায়ে দেশের বিত্তশালি আরো যারা আছেন আমি আহ্বান জানাব, আপনাদের হাতকে একটু প্রসারিত করুন। ক্রীড়াঙ্গনে আমাদের যারা দুস্থ কোচ, অভাবি খেলোয়াড় আছেন, সংগঠক আছেন তাদেরকে একটু সার্পোট দিন। তাদেরকে সার্পোট দিলে বাংলাদেশের ফুটবল, বাংলাদেশের ক্রীড়াঙ্গন সুস্থ থাকবে। করোনার পরপর সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশকে গড়তে হবে। সমৃদ্ধশালী দেশ গড়তে ক্রীড়াঙ্গনকে সুস্থ রাখতেই হবে। এছাড়া কোনো বিকল্প নাই।’
দ্বিতীয়বার বাবা হলেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক
এ মাসেই ইন্সটাগ্রামে একটি ছবি দিয়ে আগাম তথ্যটা দিয়েছিলেন সাকিব আল হাসান। আবার বাবা হতে যাচ্ছেন। অবশেষে সুখবরটা জানা গেলো গতকাল শুক্রবার। দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।
গত মাসেই সন্তানসম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে যুক্তরাষ্ট্র উড়ে যান সাকিব। তিনি বর্তমানে দেশের বাইরে থাকায় এই সুখবরটা জানিয়েছেন তার মা শিরিন রেজা। তিনি বলেছেন, ‘গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে খবরটা পেয়েছি। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।’
গিনেস বুকে চতুর্থবার নাম তুললেন মাগুরার মাহমুদুল
ক্রীড়া প্রতিবেদক
মাগুরার সেই মাহমুদুল হাসানের কথা মনে আছে? ফুটবল নিয়ে অদ্ভুত সব কারিকুরি করে পরিচিত অর্জন করেছেন ১৮ বছরের এই তরুণ। এক-দুই বার নয়, মোট চার বার তার নাম উঠেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। এবার এক মিনিটে সবচেয়ে বেশি বার ঘাড়ের ওপর ফুটবল নাচিয়ে ও ধরে চতুর্থবারের মতো গিনেস বুকে নাম তুলেছেন মাহমুদুল।
মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের ম্যাকাট্রনিক্স বিভাগে ডিপ্লোমা প্রকৌশলের ছাত্র মাহামুদুলের বাড়ি মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামে। বাবা সোহেল রানা অবসরপ্রাপ্ত সেনাসদস্য। মা মঞ্জুয়ারা খানম গৃহিণী। বৃহস্পতিবার রাতে চতুর্থবারের মতো গিনেজ বুকের স্বীকৃতি পান তিনি। এবার মাহমুদুল এক মিনিটে ৬৬ বার ফুটবল ঘাড়ের ওপর ফুটবল নাচিয়ে এই রেকর্ড গড়েছেন। এর আগেও তিনবার গিনেজ বুকে নাম তুলেছেন মাহমুদুল। সেগুলো হলো- গত বছর আগস্টে এক মিনিটে সবচেয়ে বেশি বার ঘাড়ের ওপর বাস্কেটবল নাচিয়ে রেকর্ড, একই বছরের এপ্রিলে এক মিনিটে দুই হাতের মধ্যে সবচেয়ে বেশি ১৪৪ বার বাস্কেটবল ঘুরিয়ে রেকর্ড এবং ২০১৮ সালে এক মিনিটে সবচেয়ে বেশি ১৩৪ বার বাহুর ওপরে ফুটবল ঘুরিয়ে রেকর্ডের মালিক হন তিনি।
ইতিহাস গড়া সোনার পদক নিলামে তুলতে চান আসিফ
ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া সামগ্রী নিলামে ওঠানোর চল ছিল না বাংলাদেশে। করোনাভাইরাসের কল্যাণে সেই সংস্কৃতিও চালু হয়ে গেছে এখন। করোনার কারণে দুস্থদের সহায়তায় সাকিব আল হাসান যেমন নিলামে তুলেছেন তার বিশ্বকাপ ব্যাট। এই তালিকায় যোগ দিতে চেয়েছেন আরও অনেকেই।
২০০২ সালে কমনওয়েলথ গেমসে বাংলাদেশের হয়ে সোনার পদক জিতেছিলেন শ্যুটার আসিফ। ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে এটাই দেশের হয়ে প্রথম ও একমাত্র কোনও পদক জয়। এখন পর্যন্ত আর কেউ এমন পদক জিততে পারেনি। ১৮ বছর আগে ম্যানচেস্টার গেমসে জেতা এই পদকটি তাই ঐতিহাসিক বিবেচনায় অমূল্য-ই। কিন্তু করোনা মোকাবিলায় নিজের সাধ্যমতো চেষ্টা করতেই আসিফ নিলামে তুলতে চাইছেন এই পদক। যাতে তিগ্রস্ত মানুষের সাহায্যে অবদান রাখতে পারেন।
বাতিলই হয়ে গেলো ইউরোপিয়ান অ্যাথলেটিকস
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে বাকি ক্রীড়া ইভেন্টগুলো হয় স্থগিত রয়েছে, না হয় পেছানো হয়েছে। কিন্তু চলমান পরিস্থিতিতে একেবারে বাতিল-ই হয়ে গেছে ইউরোপিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। বৃহস্পতিবার আয়োজকরা জানিয়েছে এমন তথ্য। আগামী আগস্টেই ফ্রান্সের প্যারিসে হওয়ার কথা ছিল এই চ্যাম্পিয়নশিপ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ইভেন্টটি বাতিল হলো। করোনা পরিস্থিতিতে জটিল আকার ধারণ করেছে ক্রীড়া সূচি। ইউরোপিয়ান অ্যাথলেটিকসের এই আসরটি হওয়ার কথা ছিল এই বছরের টোকিও অলিম্পিকের পর, আগস্টে। কিন্তু টোকিও অলিম্পিক পেছানো হয়েছে এক বছর। আবার ২০২২ সালে ইউরোপিয়ান অ্যাথলেটিকসের পরবর্তী আসরটি হওয়ার কথা মিউনিখে। ফলে এই বছর বাতিল করা ইভেন্টটি আর পরের কোনও সূচিতে অনুষ্ঠিত হচ্ছে না।
আইপিএলের জন্য এশিয়া কাপ পেছাবে না
ক্রীড়া প্রতিবেদক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের জন্য এশিয়া কাপের সূচিতে কোনো পরিবর্তন হবে না। সাফ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান। তাঁর বিশ্বাস, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেপ্টেম্বরেই সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজন করতে পারবে।
করোনাভাইরাসের কারণে ভারতে আয়োজন করা সম্ভব হচ্ছে না আইপিএল। বিসিসিআই এরই মধ্যে ভারতের মাটিতে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। তবে আইপিএলের সূচি নষ্ট করতে চায় না আয়োজকরা। যে করেই হোক মাঠে রাখতে যায় বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ। দেশের বাইরে আয়োজনের প্রস্তাব করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেলে তখন আইপিএল আয়োজনের সম্ভাবনা আছে। আবার এশিয়া কাপ পিছিয়ে আইপিএল আয়োজনের প্রস্তাবও এসেছে। কিন্তু এবারের এশিয়া কাপের আয়োজক পিসিবি নিজেদের অবস্থানে অটল। পরিস্থিতি স্বাভাবিক হলে সেপ্টেম্বরেই এশিয়া কাপ চায় তারা। ওয়াসিম খান বলেছেন,‘আমরা আমাদের অবস্থান পরিস্কার। যদি স্বাস্থ্যগত কোনো ঝুঁকি না থাকে তাহলে সেপ্টেম্বরেই এশিয়া কাপ হবে। আইপিএলের জানালার জন্য আমরা কোনোভাবেই এশিয়া কাপ পেছাব না।’
বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার ভাবনা নেই
ক্রীড়া প্রতিবেদক
টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশাবাদী অস্ট্রেলিয়া। শুধু অস্ট্রেলিয়া-ই নয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আশা করছে যথাসময়ে অস্ট্রেলিয়ায় বসবে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এজন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অপরিবর্তিত রেখেছে আইসিসি। ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজনের সূচি রয়েছে।
গতকাল বৃহস্পতিবার আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি ও আইসিসির সদস্যভুক্ত ১২টি দেশ ও তিনটি সহযোগী দেশের প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন। করোনাভাইরাসের প্রভাবে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব কিনা তা নিয়ে ছিল দীর্ঘ আলোচনা। নিজেদের ভেতরে আলোচনার পর প্রত্যেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশাবাদী।
মিটিং শেষে আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি জানিয়েছেন, শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ নয় আগামী বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সূচিও এখন পর্যন্ত অপরিবর্তিত।
জুলাই পর্যন্ত ক্রিকেট বন্ধ ইংল্যান্ডে
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটের জনক ইংল্যান্ডেই ক্রিকেট খেলা বন্ধ করা দেওয়া হয়েছে জুলাই পর্যন্ত। আগামী ১জুলাইয়ের আগে ইংল্যান্ড এবং ওয়েলসে কোনো ধরনের পেশাদার ক্রিকেট মাঠে গড়াবে না জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
করোনার ভাইরাসের প্রকোপ না কমায় বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। তারা জানিয়েছে, সরকার ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনে এবং ব্রডকাস্ট পার্টনারদের সঙ্গে কথা বলে ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচগুলোর সূচি পুনরায় ঠিক করা হবে। ইসিবির এমন সিদ্ধান্তে স্থগিত হয়ে গেছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ। আগামী ৪ জুন থেকে ইংলিশদের মাটিতে তিন ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা ছিল। পিছিয়ে গেছে ইংল্যান্ডের নারী দলের ভারতের বিপে সিরিজও। এছাড়া কাউন্টি চ্যাম্পিয়নশিপের নয় রাউন্ডের খেলা বাতিল হয়ে গেছে। জুনে ভাইটালিটি ব্লাস্টের যে ম্যাচগুলো ছিল সেগুলোও পিছিয়ে গেছে।
আবার কবে মাঠ নামতে পারব জানা নেই : নেইমার
ক্রীড়া প্রতিবেদক
বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র ঘরে বসে থাকতে ফুটবল খেলার জন্য অস্থির হয়ে উঠেছেন। আবার কবে মাঠে নামতে পারবেন, তা জানা না থাকায় রীতিমতো উদ্বিগ্ন এ ব্রাজিলিয়ান তারকা।
করোনাভাইরাসের কারণে লকডাউনের সময়টায় নিজের ফিটনেস নিয়েই কাজ করছেন নেইমার। দীর্ঘদিনের ফিজিক্যাল ট্রেইনার রিকার্ডো রোজা এ কাজে নেইমারকে সার্বণিক সহায়তা করছেন। তবে তাতেও মানসিক দিক থেকে খুব একটা ভালো অবস্থায় নেই নেইমার। তিনি বলেন, ‘আবার কবে খেলতে পারব তা জানা নেই। এ জিনিসটা আমাকে উদ্বিগ্ন করছে। আমি খেলা মিস করি, প্রতিযোগিতাটা মিস করি, কাবের পরিবেশ, পিএসজির সতীর্থদের মিস করি। ফুটবলের জন্য এটা অনেক লম্বা সময়।’
করোনাই আইসিসিতে মেয়াদ বাড়াচ্ছে মনোহরের
ক্রীড়া প্রতিবেদক
শশাঙ্ক মনোহর তৃতীয় দফায় (দুই বছর মেয়াদ) আর আইসিসির সভাপতি পদে আসতে চাইছেন না বলেই মোটামুটি জানে ক্রিকেট বিশ্ব। তার উত্তরসূরি হিসেবে সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান কলিন গ্রেভসের নাম।
সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে আইসিসির এক বোর্ড সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘এটি নিশ্চিত যে মনোহর যাচ্ছেন। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জুনে খুব সম্ভবত বোর্ড মিটিং হবে না। আর সেজন্যই সম্ভবত আরও দুই মাস তিনি (মনোহর) থেকে যাচ্ছেন। আগস্টেই হয়তো আইসিসি নতুন একজন চেয়ারম্যান পাবে।’ আইসিসি বোর্ড রুমের রাজনীতি সম্পর্কে যাদের একটু ধারণা আছে তারা জানেন, এমন পরিস্থিতিতে প্রধান টেস্ট খেলুড়ে দেশগুলোর সমর্থনই গ্রেভসের জন্য সুবিধার। ভারত হয়তো সরাসরি গ্রেভসকে সমর্থন করে না, তবে ধারণা করা যায় মনোহরের চেয়ে গ্রেভসের সঙ্গেই ভারতের ক্রিকেটীয় সম্পর্কটা ভালো হবে।
মেয়েদের দায়িত্ব ছাড়বেন ফিল নেভিল
ক্রীড়া প্রতিবেদক
দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ইংল্যান্ডের জাতীয় নারী ফুটবল দলের কোচ ফিল নেভিল। তবে এখনই নয়। কোচের পদ থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন ২০২১ সালের জুলাইয়ে। চুক্তির মেয়াদ শেষে।
চলতি বছর টোকিও অলিম্পিকে গ্রেট ব্রিটেন দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল নেভিলের। ২০২১ সালে ঘরের মাঠে উইমেনস ইউরোতে তার অধীনেই খেলার কথা ছিল লায়নেসদের। কিন্তু করোনাভাইরাস সঙ্কটের কারণে দুটি টুর্নামেন্টই এক বছরের জন্য পিছিয়ে গেছে। ফুটবল অ্যাসোসিয়েশনের ইচ্ছা ছিল ফিল নেভিল লায়নেসদের শুধু ইউরোতেই নয় কোচিং করাবেন ২০২৩ বিশ্বকাপেও। কিন্তু সেটা আর হচ্ছে না। চাকরিটাই ছেড়ে দিতে যাচ্ছেন ইংল্যান্ডের রণভাগের সাবেক এই ফুটবলার।
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ স্থগিত
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের দাপটের কারণে ইংল্যান্ড ও ওয়েলসে সব ধরনের ক্রিকেট স্থগিত করা হয়েছিল ২৮ মে পর্যন্ত। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতির দেখা নেই। উল্টো সঙ্কট দিন দিন ঘনীভূত হচ্ছে। ঠিক এ কারণেই ক্রিকেট স্থগিতের মেয়াদ ১ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপে ইংল্যান্ডের হোম টেস্ট সিরিজ স্থগিত হয়ে গেল। তিন ম্যাচের এই ক্রিকেট সিরিজ শুরু হওয়ার কথা ছিল ৪ জুন।
ভারতের বিপে ইংল্যান্ডের মেয়েদের সীমিত ওভারের সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ জুন থেকে। বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে এই ক্রিকেট সিরিজও এখন পিছিয়ে গেল। তবে ঘরোয়া টুর্নামেন্টগুলো এখনো বাতিল করা হয়নি। দ্য হান্ড্রেড টুর্নামেন্টের অভিষেক আসরের ভাগ্য নির্ধারণ করতে বুধবার বৈঠকে বসবে ইসিবি। ১৭ জুলাই থেকে শুরু হওয়ার কথা ঘরোয়া এই টুর্নামেন্ট। ইংল্যান্ড ও ওয়েলসে ঘরোয়া মৌসুম শুরু হওয়ার সূচি ছিল ১২ এপ্রিল। ফলে ঘরোয়া প্রথম শ্রেণি ও সীমিত ওভারের ক্রিকেটের জন্য নতুন করে সূচি ঠিক করতে হবে এখন ইসিবি-কে।
টেস্ট চ্যাম্পিয়নশিপ পেছাতে চায় বিসিসিআই
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে ওলট-পালট হয়ে যাওয়ায় নতুন করে সূচি সাজিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। এ মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও দেশটির বোর্ডের পে আইসিসিকে জানানো হয়েছে, পুরো সূচি নতুন করে সাজালে তাদের কোনো আপত্তি থাকবে না।
কোনো সিদ্ধান্ত নেয়া ছাড়াই বৃহস্পতিবার শেষ হয়েছে আইসিসির সদস্য দেশগুলোর প্রধান নির্বাহীদের সভা। কনফারেন্স কলের মাধ্যমে সভায় আইসিসি ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ২০২১ সালের ফেব্রুয়ারিতে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্তই নেয়া হয়নি। প্রতি মাসে অবস্থার পর্যালোচনার ব্যাপারে অবশ্য একমত হয়েছে সব বোর্ডই। সভায় একমাত্র দেশ হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপ পিছিয়ে দেবার পে নিজেদের মতের কথা জানিয়েছে ভারত। বিসিসিআইয়ের প থেকে জানানো হয়েছে, সাধারণ অবস্থা ফিরে আসা না পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের কোনো মানেই হয় না।