ঝিনাইদহে প্রথম ২ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত

1
Spread the love

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে প্রথম ২ জন করোনা আক্রান্ত রোগীর সনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছে।

ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, গত ২২ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার জন্য ২৯ জনের নমুনা পাঠানো হয়। তার মধ্যে আজ সকাল ১০ টায় ১৯ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ২ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। তারা হলো  ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার এক নারী। তিনি গত ২০ এপ্রিল ঢাকা থেকে এসেছে। অপরজন পুরুষ আক্রান্ত রোগীর বাড়ি কালীগঞ্জ উপজেলার মোল্যাডাঙ্গা গ্রামে। সে ফরিদপুর থেকে বাড়িতে এসেছিল তিনি আরো বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঝিনাইদহে জেলা বিএনপির সদস্য সচিবের ত্রান সামগ্রী বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-

করোনা প্রভাবে অসহায় হয়ে পড়া নি¤œ আয়ের মানুষের মাঝে ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব ও ঝিনাইদহ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. এম এ মজিদ ত্রান সামগ্রী বিতরণ করেছেন। শনিবার সকালে শহরের বিসিক শিল্পী নগরী এলাকায় ঝিনাইদহ সদর ও হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৫ হাজার মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সামাজিক দুরত্ব বজায় রেখে আগতদের হাতে চাল, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এসময় জেলা বিএনপির আহবায়ক এসএম মশিয়ূর রহমান, যুগ্ম- আহবায়ক আক্তারুজ্জামান, কামালা আজাদ পান্নু, আব্দুল মজিদ, জেলা আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন আলম, বিএনপি নেতা নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম পিন্টু সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।