চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের পাশে নিপুণ

4
Spread the love

বিনোদন ডেস্ক

করোনা ভাইরাসের জোরালো থাবায় সারা দুনিয়ায় এখন টালমাটাল অবস্থা। বাংলাদেশেও এ ভাইরাসে আক্রান্ত  ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে সরকার। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। করোনা মোকাবিলায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস-আদালত বন্ধ। পাশাপাশি বন্ধ রয়েছে শপিং মলগুলোও। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। সব ধরনের শুটিং বন্ধ করায় বেশ কষ্টে দিন কাটচ্ছে চলচ্চিত্রের বিভিন্ন  সেক্টরের মানুষ৷ এদিকে তারকারা করোনা নিয়ে নানা পোস্ট দিচ্ছেন তাদের ফেসবুকে। পরামর্শ দিচ্ছেন বাসায় থাকতে ও নিয়ম মেনে চলতে। পাশাপাশি নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অনেকে। সেই কাতারে আছেন চিত্রনায়িকা নিপুণও। কিছুদিন আগে চলচ্চিত্রের মেকাপম্যানদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে ছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার চলচ্চিত্রের স্টিল ক্যামেরাম্যনদের আর্থিক সহায়তা দিলেন। বুধবার শিল্পী সমিতির সাধারণ সস্পাদক জায়েদ খানের কাছে এই আর্থিক সহায়তা তুলে দেন নিপুণ। পাশাপাশি চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের সদস্যদের তালিকা নিয়ে গেছেন যাদের তিনি দীর্ঘ মেয়াদে সহায়তা করবেন। নিপুণ বলেন, চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনে যারা কাজ করেন তাদের অনেকেই এখন ভালো নেই। কারণ চলচ্চিত্রের সব ধরনের কাজ বন্ধ রয়েছে করোনা পরিস্থিতির জন্ঢ়। এই সময় আমার সহযোগিতা যদি সামান্য কাজে লাগে কারো সেটাই হবে বড় পাওয়া। এদিকে এর আগে বনানী এলাকায় করোনায় মাঠে নিযুক্ত পুলিশ কর্মকর্তাদের খাবারের ব্যবস্থাও করেন নিপুণ।