মালয়েশিয়ায় লকডাউন বাড়িয়ে ১২ মে পর্যন্ত ঘোষণা

1
Spread the love

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া থেকে:


করোনা ভাইরাস মোকাবেলায় মালয়েশিয়ায় চলমান নিয়ন্ত্রণ আদেশ মুভমেন্ট কন্ট্রোল অডার (এমসিও) চতুর্থবারের মতো বাড়িয়ে আগামী ১২ মে পর্যন্ত ঘোষণা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী তান শ্রি মহিউদ্দিন ইয়াসিন এই ঘোষণা দেন। সেই সাথে পরবর্তি করনীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের (কেকেএম) তথ্যের ভিত্তিতে তিনি দেখতে পেয়েছেন যে কভিড -১৯ প্রাদুর্ভাব রোধে এখনও প্রচেষ্টা চালিয়ে যাওয়া দরকার।এই সময়ের মধ্যে, সরকার পরবর্তী পদক্ষেপগুলি নির্ধারণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরবাহিত সর্বশেষ তথ্যের মূল্যায়ন করবে। তবে, কোভিড -১৯  উল্লেখযোগ্য হ্রাস যদি অব্যাহত থাকে, তবে সরকার ধীরে ধীরে সামাজিক খাতসহ বেশ কয়েকটি খাতের উপর নিয়ন্ত্রণ ত্যাগ করতে পারে।”এটি আরও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে সক্ষম করার জন্য। জাতীয় সুরক্ষা কাউন্সিল এ বিষয়ে একটি বিস্তৃত পরিকল্পনা প্রণয়ন করছে,” তিনি বলেছিলেন। এসময় তিনি সবাইকে ধৈর্য ধারণের জন্য বলেন। উল্লেখ্য গত ১৮ মার্চ থেকে মালয়েশিয়ায় শুরু বিধিনিষেধ আরোপ মুভমেন্ট কন্ট্রোল অডার (এমসিও) শেষ হওয়ার কথা ছিল চলতি মাসের ২৮ এপ্রিল। কিন্তু করোনা ভাইরাস মোকাবেলায় ফের বিধিনিষেধ বাড়িয়ে আগামী ১২ মে পর্যন্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন।