বটিয়াঘাটায় কৃষকের ধান কেটে ঘরে পৌছে দিলো ছাত্রদল নেতা-কর্মীরা

1
Spread the love


বটিয়াঘাটা প্রতিনিধি:


দেশের বর্তমান করনা পরিস্থিতি করনে সারাদেশ লকডাউন এর জন্য শ্রমিক সংকট থাকায় খুলনায় কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ২৩ এপ্রিল খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝিনাইখালি গ্রামে অসহায় কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন মহানগর ছাত্রদল নেতা কর্মীরা। স্থানীয় কৃষক মাসুদুল শেখ বলেন,পরিবহন বন্ধ হওয়ায় দিনমজুরের সংকট দেখা দেওয়ায় মজুরিও বেড়ে গেছে। আমার তিন বিঘা জমির ধান পেকেছে অথচ অতিরিক্ত খরচ বহন করে মজুরি দেওয়ার সামর্থ্য নেই। ছাত্রদলের ছেলেরা আমার জমির ধান কেটে দেওয়ায় খুব উপকার হল। সবাই যদি এভাবে আমাদের পাশে দাড়ায় তাহলে আমরা বড় রকমের ক্ষতির হাত হতে রক্ষা পাবো।
ছাত্রদল নেতা ইস্তি বলেন, এটা আহামরি কোন বিষয় নয়, আমরা আদর্শিক রাজনীতি করি। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালবাসার প্রতিক বাংলাদেশের পাকা ধান নষ্ট হবে কেবল শ্রমিক না পাওয়ার কারনে। এটা ছাত্রদল নেতৃবন্দ বেঁচে থাকতে হতে পারেনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পায়ে হেটে গ্রাম থেকে গ্রামে খাল খনন তরে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে অবদান রেখেছিলেন।ধানের শীষের প্রতি তীব্র ভালবাসা আমাদের ফসলের জমিতে শ্রম দিতে আসতে বাধ্য করেছে। আমরা ধান কাটার পর মাড়াই করতে সাহায্য করব ও কৃষকের বাড়িতে ফসল পৌছে দিবো।


উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় অসহায় কৃষকরা লোকবল না থাকায় বিপাকে পড়েছিলো। কিভাবে ধান কাটবে, বাড়ি নিবে, মাড়াই করবে কোথা হতে অর্থ । সংস্থান পাবে তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলো। এমনই এক ক্রান্তিলগ্নে অসহায় হয়ে পড়া কৃষকদের পাশে দাঁড়ানোয় গ্রামের কৃষকরা একটু হলেও আশার আলো দেখতে পাচ্ছেন। ধান কাটার কার্যক্রমে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর ছাত্রদল এর যুগ্ম সাধারণ সম্পাদক ইস্তিয়াক আহমেদ ইস্তি, রাজু আহমেদ, মিরাজ শাহীন শুভ, ফজলে রাব্বি রাহুল, হাফিজুর রহমান, তামিম আহমেদ সহ অনেকে।