করোনা: কয়রার আদিবাসি মুন্ডা সম্প্রদায় ও মৌয়ালদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

5
Spread the love

স্টাফ রিপোর্টার:

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ কর্মহীন অসহায় মানুষের সাহায্য করার জন্য কয়রা উপজেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষক মন্ডলীদের অনুদানে গঠিত বেসরকারি মানবিক সহয়তা সেবা কর্মসুচীর উদ্যোগে ও কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা অফিসার্স কল্যান ক্লাবের সার্বিক তত্ববধানে উপজেলার কয়রা সদর ৬ নং কয়রা ও উত্তর বেদকাশি ইউনিয়নের ১শ’ ৫০ টি আদিবাসি মুন্ডা, মাহাতো ও মৌয়াল পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও ৫শ’ গ্রাম সয়াবিন তৈল বিতরণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ৬নং কয়রা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ও বিকালে উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন, কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মোঃ নুর-ই আলম ছিদ্দিকী, কয়রার থানার ওসি (তদন্ত) এস এম শাহাদাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানী, কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, ইউআরসি নাজমুল হুদা, উপজেলা মৎস্য অফিসার এস এম আলাউদ্দিন আহমেদ, সহকারি শিক্ষা কর্মকর্তা মিরাজুল সালেকিন, কাশিয়াবাদ পুলিশ ক্যাম্পের আইসি টিপু সুলতান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, যুবলীগ নেতা শামীম সরকার, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদল, যুবলীগ নেতা আকরামুল ইসলাম, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, গনেশ মন্ডল, রেজাউল করিম, আবু হাসান, সুলতানা মিলি, নিলিমা চক্রবর্তী, সাবেক ছাত্রলীগ নেতা আছাফুর রহমান, ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম রাজু, মামুন কবির প্রমুখ।