খুলনাঞ্চল ডেস্ক
২০১৯ সালে রেকর্ড ১৮৪ জনের মৃত্যুদ- কার্যকর হয়েছে সৌদি আরবে। বিশ্বজুড়ে মৃত্যুদন্ডের বিরোধিতার মধ্যেই দেশটিতে বেড়েই চলেছে মৃত্যুদ-ের সংখ্যা। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। গত বছর ইরাকেও মৃত্যুদ- দ্বিগুণ বেড়ে ১০০ তে পৌঁছেছে। ২৫১ জনের প্রাণদ- দিয়ে গত বছর চীনের পর দ্বিতীয় স্থানে ইরান। তবে বিশ্বজুড়ে টানা চতুর্থ বছরের প্রাণদ-ের সংখ্যা কমেছে। গত বছর ২০১৮ সালের চেয়ে ৫ শতাংশ কম মৃত্যুদ- কার্যকর হয়েছে বিশ্বে। গত বছর গোটা বিশ্বে মৃত্যুদ- হয়েছে ৬৫৭ জনের। গত এক দশকে এটাই সর্বনিম্ন বলে জানিয়েছে অ্যামনেস্টি। অবশ্য মানবাধিকার সংস্থাগুলো চীনকে বাদ দিয়েই তালিকা তৈরি করেছে। কারণ চীন এ তথ্য গোপন রাখে, অনুমান করা হয় দেশটিতে হাজারের মতো প্রাণদ- হয় প্রতি বছর। এছাড়া মৃত্যুর শাস্তির তথ্য গোপন রাখে ইরান, উত্তর কোরিয়া ও ভিয়েতনাম। অ্যামনেস্টির গবেষণা বিভাগের ঊর্ধ্বতন পরিচালক কেয়ার আলগার বলেছেন, সৌদি আরবে মৃত্যুদ-ের হার বেড়ে যাওয়াটা উদ্বেগজনক। গত বছর ১৭৮ জন পুরুষ ও ৬ নারীর প্রাণদ- দেয় দেশটি। আগের বছর যা ছিল ১৪৯।