শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ায় চলমান মুভমেন্ট কন্ট্রোল অডার এমসিও (লকডাউন) অমান্য করায় এক বাংলাদেশিকে এক মাসের জেল দিয়েছে দেশটির আদালত। বুধবার মালয়েশিয়ার তেরেংগানুর একটি আদালতে নিজের দোষ স্বীকার করায় বিজ্ঞ আদালত বাংলাদেশি নাগরিক সহিদ উল্লাহকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। এসময় অবৈধভাবে সেদেশে অবস্থান করায় তার বিরুদ্ধে ইমিগ্রেশন আইনে অভিযোগ গঠনের জন্য আগামী ৩ মে ফের দিন ধার্য করেছে আদালত। আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল রাত সাড়ে দশটায় রুম থেকে বের হয়ে বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে কেন এত রাতে বাইরে জিজ্ঞাসাবাদে কোন সঠিক উত্তর দিতে পারেনি। এসময় পুলিশ তার বৈধতার নথিপত্র দেখাতে চাইলে সে তার কাছে কোন বৈধ কাগজ ছিল না। এসময় চলমান মুভমেন্ট কন্ট্রোল অডার এমসিও ও অবৈধভাবে অবস্থান করার কারণে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য চলমান মুভমেন্ট কন্ট্রোল অডার (এমসিও) র সময় যদি কোন অবৈধ অভিবাসী অমান্য করে তাহলে তার বিরুদ্ধে ইমিগ্রেশন আইনেও বিচার করা হবে বলে জানিয়েছেন সিনিয়র মন্ত্রী (সিকিউরিটি) দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব।