সারা খুলনা অঞ্চলের খবর

14
Spread the love

দেবহাটার ইসলামিয়া ব্রিকসে নারী কর্মচারীকে পিটিয়ে জখম

কে এম রেজাউল করিম দেবহাটা :

সারা দেশে বর্তমানে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত। এসময় সকলকে জনসংগমে না থেকে নিরাপদে বাড়িতে অবস্থান করার কথা বলা হয়েছে। কিন্তু এঅবস্থায় অধিক কর্মচারী নিয়ে চলমান আছে দেবহাটার সখিপুরে মেসার্স ইসলামিয়া ব্রিকসের কাজ। কর্মচারীরা মানছে না কোন সামাজিক দুরত্ব। এখান থেকে ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাসের সংক্রমন। কর্মচারীরা প্রায়ই ব্যস্ত হট্টগোলে। এরই মধ্যে রবিবার সন্ধার পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারী কর্মচারীকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

এঘটনায় আহত দক্ষিণ সখিপুর গ্রামের শেখ আমির হামজার কন্যা আজমিরা খাতুন (২৭) গুরুতর জখম হয়েছেন। আহত আজমিরা খাতুন জানান, আমি দীর্ঘদিন ধরে সখিপুর ভাটায় রাধুনী হিসেবে কাজ করে আসছি। রবিবার রাতে ভাটায় কাজ করা কর্মচারীদের জন্য ভাত রান্না করার পর ভাতের মাড় নেওয়ার জন্য ভাটার শ্রমিক দক্ষিণ সখিপুর গ্রামের শেখ সিদ্দিক হোসেনের পুত্র শেখ তৌহিদ হোসেন লালু আমার উপর ক্ষুব্ধ হয়ে অশ্লীল ভাষায় গালি গালাজ করতে থাকে। এক পর্যায়ে আমি তাকে গালি গালাজ করতে নিষেধ করলে সে আমার উপর আরো ক্ষেপে ওঠে এবং ভাটার মধ্যে বসবাস করা ঘরের হাক দিয়ে আমার মাথায় ও হাতে বাড়ি মেরে গুরুতর জখম করে। এসময় আমি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে ভাটার অন্যান্য কর্মচারীরা আমাকে উদ্ধার করে।

পরে ভাটা কর্তৃপক্ষ নিজেদেরকে বাঁচাতে স্থানীয় এক গ্রাম ডাক্তার নিয়ে এসে সেলাই ও ব্যান্ডেজ করে প্রাথমিক চিকিৎসা করায়। আজমিরা খাতুন আরো বলেন, ভাটা কর্তৃপক্ষের অবহেলা ও উক্ত শেখ তৌহিদ হোসেন লালু প্রভাবশালী হওয়ায় আমি হামলার শিকার হয়েছি। এমনকি আমাকে অসুস্থ অবস্থায় সোমবার সকালে রান্নার কাজ করতে বাধ্য করলে আমার ভাই রমজান আলীকে মারপিটের হুমকি দেয়। আমাকে অন্যায় ভাবে মারপিট করার পরেও এর কোন বিচার নেই। এঘটনায় শেখ তৌহিদ হোসেন লালুর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, সে সময় আমি রাগের বসির্ভূত হয়ে তাকে আঘাত করি। এবিষয়ে ভাটার ম্যানেজার ভাটার ম্যানেজার নিউজটি না করার জন্য অনুরোধ জানান।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের শিরোমণি বাজার পরিদর্শণ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শিরোমণি বাজার পরিদর্শণ ও করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মুলক প্রচারণা করেন। ২০ এপ্রিল সোমবার দুপুর ১২টায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল মুকিম সরকার শিরোমণি বাজারের প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে সামাজিক ও শারিরিক দুরত্ব বজায় রাখার জন্য মুদি দোকান,কাঁচা বাজার , মাছ বাজার, মুরগী ও গোশ পট্টি পরিদর্শণ করেন এবং ক্রেতা বিক্রেতাদের মাঝে সামাজিক ও শারিরিক দুরত্ব বজায় রেখে চলা ফেরার জন্য সবাইকে অবহিত করেন।এসময় চেয়ারম্যানের সাথে ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জিহাদ, পিএস মোন্তাসির মামুন,শিরোমণি কেডিএ মার্কেটের সুপারিন্টেনডেন্ট মোঃ আব্দুল্লাহ আল নাসির বুলবুল, শিরোমণি বাজার বণিক সমিতির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হোসেন, সাইদুল ইসলাম, শেখ জাকির হোসেন, মাহবুবুর রহমান, ইয়াসিন হোসেন, মোঃ মোশারেফ হোসেন, বাবুল হোসেন, সুমন প্রমুখ।

খুলনা জেলা প্রশাসকের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাঃ এর সভাপতি কাজী আমিনুল হক

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাঃ এর সভাপতি কাজী আমিনুল হক প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় ও হতদরীদ্রদের মাঝে ২০ এপ্রিল সোমবার দুপুর ১২টায় মিরেরডাঙ্গা তেতুল তলা চৌধুরীবাড়ী আল আকসা জামে মসজিদের ঈদগাহ ময়দানে সামাজিক ও শারিরিক দুরত্ব বজায় রাখে খুলনা জেলা প্রশাসকের পক্ষে মোঃ আবিদ হোসেন চৌধুরী রিপন ত্রাণ সামগ্রী বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন, সৈয়দ আলী রেজা নান্নু, এফ.এম জাহিদ হাসান জাকির, মোঃ কামাল মুন্সি প্রমুখ। এছাড়া ১৯ এপ্রিল রবিবার বিকালে এযাক্স জুট মিলের ১ম গেটের সামনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সাংবাদিক আনসার আলী গুরুতর অসুস্থ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খানজাহান আলী থানা প্রেসকাবের সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ উত্তরের সভাপতি আলহাজ্ব শেখ আনসার আলী গুরুতর অসুস্থ হয়ে  খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থী। তার আশু রোগ মুক্তি কামনা করেছেন, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হাফেজ সরকার সহ ইউনিটির সকল সদস্যবৃন্দ।

দাকোপের বাজুয়ায় দিনব্যাপী বাজার মনিটরিং, জনসমাগম রোধ ও মোবাইল কোর্ট পরিচালনা

 মোঃ শামীম হোসেন- বাজুয়া থেকে 

বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাবমোঃ হেলাল হোসেন এর তত্বাবোধনে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃআবদুল ওয়াদু”দের নির্দেশনায় নিয়মিত বাজার মনিটরিং ও জনসমাগম রোধ বিষয়ক কার্যক্রমের অংশ হিসেবে আজ ২০ এপ্রিল সোমবার সকাল থেকে উপজেলা নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার ( ভুমি)জনাব মোঃতারিফ–উল- হাসান সেনাবাহিনীর সহোয়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টের উপস্হিত ঠিক পেয়ে সমগম কমতে থাকে। এসময় সামাজিক দুরুত্ব বাজায় না রাখা এবং মোটর সাইকেলের ড্রাইভিং লাইস্নেস সহ অন্যান্য কাগজ পত্র ও হেলমেট না থাকার দরুন উত্তম রায়কে একহাজার জরিমানা করে ভ্রাম্যমান আদালত।এসময় সরকারি খাল ভারাট, মাটি খনন করে জমির শ্রেনী পরিবর্ত্তন করার অপরাধে বানিশন্তার প্রশান্ত মন্ডল কে একহাজার টাকা, বানিশন্তার স্বপন মল্লিক একহাজার টাকা ও উত্তর বানিশন্তার নুরমোহম্মদ খান গং দের দুইহাজার টাকা আর্থিক জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম মোঃতারিফ-উল- হাসান। কোর্ট পরিচালনাকালে উপস্থিত সকলকে বিনা প্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য বলাহয়। অপ্রয়োজনীয় জনসমাগম না করার জন্য সতর্ক করা হয়। অধিকমূল্যে পন্য বিক্রয় না করা এবং সামাজিক দুরত্ব বজায় রেখে কেনা-কাটা করার জন্য বলা হয়। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না বাহির হই। সকলে সচেতন হলেই কেবলমাত্র এই ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।তিনি আরো বলেন করোনার বিস্তার রোধে মেনে চলুন হোম কোয়ারেন্টাইন প্রক্রিয়া। নিজেকে অন্য সবার কাছ থেকে বিচ্ছিন্ন রাখুন,। এছাড়া চড়ানদী অবৈধ্য ভাবে খনন ও দখল কারীদের নোটিশ প্রদান করেছেন নির্বাহ হাকিম ও সহকারী কমিশনার মোঃতারিফ-উলহাসান।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্হিত ছিলেন উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আবু ইউছুপ ভুমি অফিসের নাজির সাইফুল ইসলাম ও থানা পুলিশের অফিসারও সঙ্গীয় ফোর্স। মোবাইল কোর্ট পরিচালনা কালে নির্বাহী হাকিম মোঃতারিফ-উল-হাসান জানান জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

কেশবপুরে সাংবাদিকদের সুরক্ষায় পিপিই দিলেন ডাঃ আবিদ হোসেন মোল্ল্যা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সাংবাদিকরা ঝুঁকিপূর্ণভাবে সংবাদ সংগ্রহ করে উপজেলাবাসীকে তথ্যসেবা প্রদান করে আসছেন। সাংবাদিকদের সুরক্ষায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও বর্তমান ঢাকা বারডেম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও কেশবপুরের আমেনা শাহাদাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ আবিদ হোসেন মোল্ল্যা প্রথম পর্যায়ে কেশবপুরে কর্মরত ১০জন সাংবাদিকের জন্য পিপিই পাঠিয়েছেন। সোমবার সকালে সাংবাদিকদের সুরক্ষায় উক্ত পিপিই হস্তান্তর করেন কেশবপুরের কৃতিসন্তান ডাঃ আবিদ হোসেন মোল্ল্যার ছোটভাই উপজেলার ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্যা। এসময় থানার এস আই তাপস কুমার রায় ও ব্যাবসায়ী শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইতিপূর্বে তিনি ডাক্তার ও নার্স গনের সুরক্ষার জন্য কেশবপুর ও মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ পিচ উন্নত মানের পিপিই প্রদান করেছিলেন।

কেশবপুর সদর ইউনিয়নে অতিদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন অতিদরিদ্রদের মাঝে সরকারী ভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সম্মুখে সোমবার সকালে ২ শত ৭০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাস, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন, ইউপি সদস্য কামরুজ্জামান কামাল, নিমাই চন্দ্র দাস, সিরাজুল ইসলাম, কামাল হোসেন, মৃণাল দাস, নাজমা খানম প্রমুখ।

ফকিরহাটের বেতাগায় মানবিক সহায়তা সংক্রান্ত জরুরী সভা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদে উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মানবিক সহায়তা ও ত্রান বিতরনের জন্য ইউনিয়ন ত্রান কমিটির তালিকা প্রস্তুত সংক্রান্ত জরুরী সভা সোমবার সকাল ১১টায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সচিব এসএম দাউদ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদা, সংরক্ষিত মহিলা সদস্যা রাফেজা বেগম, কামরুন্নাহার নীপা, ইউপি সদস্য আসাদুজ্জামান তুহিন, আলমগীর হোসেন, মোঃ জামাল উদ্দিন ফকির, অসিত দাশ, আজয় বিশ^াস, পুষ্পল দেবনাথ, নির্মলেন্দু দেবনাথ, আঃ রাজ্জাক, সমাজকর্মি আজমিরা বেগম, তরুন কান্তি দাশ, মাওঃ আব্দুল হাই ও ঠাকুরদাস দাশ সহ বিভিন্ন সদস্যবৃন্দ। সভায় স্বচ্ছতার স্বরুপ ওয়ার্ডে ওয়ার্ডে তালিকা প্রস্তুত করার উপর সিধান্ত গ্রহন করা হয়।

ফকিরহাটে ঘোষালা খালের মাটি অবৈধ ভাবে উত্তোলন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের হোগলডাঙ্গা এলাকার সরকারী ঘোষালা খাল থেকে স্বার্থানেশ্বী একটি মহল কর্তৃক অবৈধ ভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। উক্ত মহলটি খাল থেকে মাটি উত্তোলন করে খালের পাড়ে জমা করেছেন যা পরবর্তীতে অন্যত্র সরিয়ে নিয়ে যাবে এমন অভিযোগে স্থানীয়রা বিষয়টি সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার-কে অবগত করেন। অবশেষে স্থানীয় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে মাটি উত্তোলন বন্দ হয়ে গেছে।

সাতক্ষীরায় ভোমরা ইমিগ্রেশন দিয়ে আসা ১৩ বাংলাদেশী কোয়ারেন্টাইন শেষে বাড়িতে ফিরলেন

সাতক্ষীরা প্রতিনিধি

দিনভর ভারতে ঘোজাডাঙ্গা জিরোপয়েন্টে অপেক্ষা শেষে গত ৬ এপ্রিল সন্ধ্যায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে দেশে আসা ১৩ বাংলাদেশি পাসপোর্ট যাত্রী অবশেষে বাড়িতে ফিরলেন। তারা দীর্ঘ ১৪ দিন যুবউন্নয়ন অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে আজ দুপুরে সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল প্রধান মন্ত্রীর দেয়া উপহার খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তাদের হাতে তুলে দেন। পরে তাদের জেলা প্রশাসনের একটি মাইক্রোবাস যোগে তাদের নিজ নিজ বাড়িতে পৌছে দেয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামান, সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত, ডাঃ জয়ন্ত সরকার ও ডাঃ সাইফুল্লাহ আল-কাফি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে আজ আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেয়া হয়েছে।

বেতন না দেওয়ায় ক্রিকেটার সাকিরের কাকড়া হ্যাচারি শ্রমিকদের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি

বেতনের দাবীতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম লিমিটেড নামের কাকড়া হ্যাচারির শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। গত চার মাস ধরে বেতন না পেয়ে বাধ্য হয়ে তারা বিক্ষোভে নেমেছেন বলে জানান শ্রমিকরা।

একাধিকবার সময় নিয়েও বেতন না দেওয়ায় সোমবার সকালে আন্দোলন শুরু করেন দুই শতাধিক শ্রমিক। তবে, সামাজিক দূরত্ব বজায় না রেখে আন্দোলন করায় র‌্যাবের একটি টহল টিম আন্দোলনরত শ্রমিকদের হটিয়ে দেয়।

সাকিব আল হাসাসের হ্যাচারির শ্রমিক মহিদুল ইসলাম জানান, গত চার মাস যাবত তাদের কোনো বেতন দেয়া হয় না। করোনা প্রাদুর্ভাবে কঠিন অবস্থায় তারা দিন কাটাচ্ছে বলে জানান। বাড়িতে তাদের খাবার নেই।

নারী শ্রমিক মনোয়ারা জানান, অসহায় হয়েই সাকিবের কাকড়া ফার্মে কাজ করি। কিন্তু গত ৪ মাস বেতন বন্ধ। করোনা পরিস্থিতিতে ঘরে খাবার নেই। না খেয়ে দিন কাটাচ্ছে তার ছেলে-মেয়েরা।

শ্রমিক রহিমা বেগম জানান, অভাবের তাড়নায় তার হ্যাচারিতে কাজ করি। অথচ তাদের ঠিকমতো বেতন না দেয়ায় তারা খুবই কষ্টে আছে।

স্থানীয় বুড়িগোয়ালীনি ইউনিয়নের ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। ফার্ম কর্তৃপক্ষ বিক্ষোভরত শ্রমিকদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে বেতন পরিশোধ করবেন বলে জানিয়েছেন। তবে, সাকিব আল হাসানের কাকড়া ফার্ম প্রজেক্টের তত্বাবধায়ক সগীর হোসেন পাভেলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি তার ফোনকল রিসিভ করেননি।

কয়রায় ভ্রাম্যামান আদালতে ১৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কয়রা প্রতিনিধি

কয়রায় করোনায় মোকাবেলায় প্রশাসনের নির্দেশনা উপক্ষো করে ব্যবসায়ী প্রতিষ্ঠান দোকান খুলে মালামাল বিক্রির করার অভিযোগে উপজেলার বিভিন্ন এলাকার ১৪ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩৬ হাজার ২ শ টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা ও সহকারি কমিশনার (ভুমি) মোঃ নুর-ই-আলম ছিদ্দিকী এ জরিমানা আদায় করেন।  অভিযানকালে কয়রা থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে কাঁচা বাজার স্থানান্তর

কয়রা প্রতিনিধি

কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়রা সদরের কাঁচা বাজার স্থানান্তর করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রান্ত মোকাবেলাই সামাজিক দুরাত্ব বজায় রাখার জন্য গতকাল ২০ এপ্রিল সকালে সদরে অবস্থিত মনিাবাদ মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী প্রাথমিক  বিদ্যালয়ের মাঠে  কাঁচা বাজার বসানো হয় এবং প্রত্যেক ব্যাক্তিকে সামাজিক দুরাত্ব বজায় রেখে  নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র ক্রয় করার উদ্দেশ্য এ বাজার স্থাপন করা হয়। বাজার পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা সাংবাদিকদের বলেন, সরকারী  নির্দেশনা মোতাবেক সামাজিক দূরাত্ব বজায় রাখতে কাঁচা বাজার স্থানান্তর করা হয়েছে। সকল লোকদের সামাজিক দূরাত্ব বজায় রেখে ক্রয় ও বিক্রয়ের জন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

বাগেরহাট হাসপাতালে চিকিৎসার অবহেলায় এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগে নার্সসহ তিনজনকে মারধর করেছে স্বজনরা

মাসুম হাওলাদার বাগেরহাট .

বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসার অবহেলায় এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগে নার্সসহ তিনজনকে মারধর করে আহত করেছে মৃত্যুর স্বজনরা। এসময় তারা হাসপাতালের নার্সদের একটি কক্ষও ভাংচুর করে। রোববার সন্ধ্যায় বাগেরহাট সদর হাসপাতালে এই হামলার ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে পুলিশ এখনো হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি।

তারা হলেন, বাগেরহাট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিনারা খানম (৫৫) আয়া কমলা বেগম ওরফে কোমেলা (৩৯) ও লাবনি বেগম (৩৭)।

নমিতা রানী পাল শহরের বণিকপট্টি এলাকার মনিমোহন পালের স্ত্রী। বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক কে এম হুমায়ুন কবির বলেন, রোববার বিকেল পাঁচটার দিকে বাগেরহাট  শহরের বণিকপট্টি এলাকার সত্তোর্দ্ধো নমিতা রানী পাল নামে একজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে এখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। কিন্তু তারা খুলনায় না যেয়ে এখানে চিকিৎসার জন্য বললে আমরা তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করি। এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর রোগীর স্বজনরা ক্ষুব্দ হয়ে নার্স ও আয়াদের মারধর ও তাদের একটি কক্ষ ভাংচুর করে চলে যায়। তাদের মারধরে সিনিয়র স্টাফ নার্সের নাক ফেটে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সবাইকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাফ উদ্দিন বলেন হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করে ঘটনাটি  জানালে পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে। তবে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এখনো মামলা দেয়নি। তারা মামলা দিলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শ্রমিক সংকটে বাগেরহাটে ছাত্রলীগ স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছেন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলার কৃষকদের পাশে দাড়ালো সুরক্ষিত কচুয়া কমিটি। এই কমিটির উদ্যোগে উপজেলার গরীব, হত দরিদ্র ও বর্গা চাষীদের পাকা ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগ ও যুবলীগসহ নেতা-কর্মীরা। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ২০ জনের একটি দল কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের কাকার বিলের তিনজন কৃষকের পাকা ধান কাটার মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। এসময়,বাগেরহাট জেলা ছাত্র লীগ সহ-সভাপতি শাহরিয়ার রহমান রাসেল .কচুয়া উপজেলা যুবলীগের সদস্য সরদার আক্তারুজ্জামান অনু, , যুবলীগ নেতা সোয়েব ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে আরও অনেক চাষীর ধান কেটে দেওয়া হবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। এদিকে দেশের এই সংকটের সময় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমে এভাবে ধান কেটে দেওয়ায় খুশি এলাকাবাসী ও কৃষকরা।

কৃষক মনিরুল ইসলাম ও  বাবুল মোল্লা বলেন, ধান কাটার সময় চিন্তিত ছিলাম। হঠাৎ করে সুরক্ষিত কচুয়া কমিটির উদ্যোগে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকমীরা ধান কেটে দেওয়ার কথা বলেন। সকালে এসেই ধান কাটা শুরু করেন। আমি খুবই আনন্দিত। আগে কখও এভাবে দেখেনি। #

ধান কাটতে আসা যুবলীগ ও ছাত্রলীগ নেতারা বলেন, করোনা পরিস্থিতিতে জাতি এক ধরণের ক্রান্তিকাল পার করছেন। এই পরিস্থিতিতে মাঠের বেশিরভাগ কৃষকের ধান পেকে গেছে। শ্রমিক সংকটে চাষীরা ধান কেটে ঘরে ওঠাতে পারছেন না। তাই আমাদের সংসদ সদস্য শেখ তম্ময় ভাইয়ের নির্দেশনায় দলের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে গরীব, হত দরিদ্র ও বর্গা চাষীদের পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এটা চলমান থাকবে।

সুরক্ষিত কচুয়ার প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তম্ময়ের নির্দেশে কচুয়া উপজেলার যেসব কৃষকরা ধান কাটতে শ্রমিক সংকটে ভুগছেন আমরা তাদের তালিকা করেছি। সকালে তালিকা অনুযায়ী ছাত্র লীগ ও যুবলীগের নেতা কর্মীরা অর্থ্যাৎ সুরক্ষিত কচুয়া কমিটির স্বেচ্ছাসেবকরা ধান কাটা শুরু করেছে। পর্যায়ক্রমে উপজেলার সকল অসহায় ও বর্গা চাষীর ধান স্বেচ্ছাসেবকরা কেটে দেওয়া হবে।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রঘুনাথ কর বলেন, বাগেরহাট জেলায় এবছর ৫২ হাজার ৯৩০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। যার লক্ষ্যমাত্রা ২ লাখ ৪৩ হাজার মেট্রিকটন ধান। কিন্তু করোনা পরিস্থিতিতে অনেক কৃষকরা পাকা ধান ঘরে তোলা নিয়ে বেশ সমস্যায় পড়ছে। আমরা দেখছি অনেক সংগঠন কৃষকদের পাকা ধান কেটে দিচ্ছে বিনামূল্যে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকেও কৃষকদের পাকা ধান ঘরে তুলতে লজিস্টিক সাপোর্ট দেওয়া হচ্ছে। এভাবে সবাই এগিয়ে আসলে কৃষকদের কষ্ট লাঘব হবে বলে উল্লেখ করেন তিনি।

বটিয়াঘাটার জলমায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটাঃ

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে সোমবার বেলা ১১টায় করোনা দুর্যোগে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামানের নির্দেশে তৃতীয় দফায় ১০ মেট্রিকটন চাল ১ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে বিতরণ করা হয়। উপজেলা খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন পূর্বক সরকারের দায়িত্ব প্রাপ্ত ৪ জন ট্যাগ অফিসারের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর লোগো সম্বলিত প্যাকেট প্রস্তুত করে সরকারী নির্দেশনা ও সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ট্যাগ কর্মকর্তা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা গৌতম বিশ্বাস, ভূমি সহকারী কর্মকর্তা জগন্নাথ ঘোষ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জীবন রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই খান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিকুজ্জামান আশিক, প্যানেল চেয়ারম্যান বিপ্রদাশ টিকাদার কার্তিক, ইউপি সদস্য নিভানন গোলদার, সুইটি বেগম, ডলি রানী রায়, ইউপি সচিব রুহিদাস কুন্ডুসহ গ্রাম পুলিশ সদস্যবৃন্দ। উল্লেখ্য সরকারী উপহার সামগ্রী বিতরনের পাশাপশি জলমা ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রায় ২৫ মেট্রিকটন চাল করোনা দুর্যোগে কর্মহীন অসহায় মানুষের মাঝে বিতরন করা হয়েছে। এছাড়া জলমা ইউনিয়নের চেয়াম্যান আলহাজ্ব আশিকুজ্জামান তার নিজস্ব তহবিল থেকে সোমবার হোগলাডাঙ্গা ও কৈয়া বাজার বাজার এলাকায় ২ শত ৫০টি পরিবারকে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়। অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে জলমা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং, প্রচারপত্র বিলি ও জীবানু নাশক স্প্রে করা হয়েছে। অপরদিকে বিদেশ ও বিভিন্ন জেলা থেকে আগত নাগরিকদের তালিকা প্রস্তুত পূর্বক প্রশাসন ও এলাকাবসীর সহযোগীতায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করনে সার্বক্ষনিক নজরদারী করা হচ্ছে। এব্যাপারে জলমা ইউনিয়নের চেয়ারম্যান বলেন, ভোটের মাধ্যমে যে দায়িত্ব জনগন আমাকে অর্পন করেছে জীবন দিয়ে হলেও সে দায়িত্ব পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। করোনা দূর্যোগে কর্মহীন মানুষ খাদ্য অভাবে কষ্ট না পায় সে লক্ষ্যে আমার পরিষদের সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের নিয়ে জানগনের পাশে রয়েছি। এছাড়া যে সকল বিত্তবানেরা এই দূর্যোগ কালীন সময়ে কর্মহীন আসহায় মানুষকে ব্যাক্তিগত ভাবে উপহার সামগ্রী দিয়ে সহযোগীতা করছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।

ইসলামী আন্দোলন খুলনা ১৭নং ওয়ার্ডের খাদ্য সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি

সোমবার (২০ এপ্রিল) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার ১৭ নং ওয়ার্য়ড ও নগর সহ প্রচার সম্পাদক মোঃ আ: রশিদের উদ্যোগে   ওয়ার্ডের বিভিন্ন এলাকায় হত দরিদ্র পরিবারের মাঝে পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতী আমানুল্লাহ, নগর সহ প্রচার সম্পাদক মোহাম্মদ আ:রশিদ, বামুকের মোঃ আবুল কালাম, ইসলামী যুব আন্দোলনের মোহাম্মদ আরিফুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন মোঃ হারুন অর রশিদ,  মোঃ হাফিজুর রহমান, মোঃ আসাদুল ইসলাম,  মোঃ মাহবুব, মোঃ হাসান শিকদার প্রমুখ।

শরণখোলায় ফেয়ারপ্রাইসের ডিলার তারেকের লাইসেন্স বাতিল

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ

শরণখোলায় দুঃস্থদের জন্য ফেয়ারপ্রাইসের ১০টাকা কেজি দরের ১৮বস্তা চাল কালোবাজারে বিক্রির ঘটনায় ডিলার তরিকুল ইসলাম তারেকের ডিলারশীপ লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়েছে।

শরণখোলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোঃ সোহেল আকতার জানান, গত ৩ এপ্রিল রাতে তাফালবাড়ী বাজারের একটি গোডাউন থেকে ১০ টাকা কেজি দরের সরকারী ১৮ বস্তা চাল উদ্ধারের ঘটনায়  উর্ধতন কতৃপক্ষের নির্দেশে সোমবার ঐ ডিলারের লাইসেন্স বাতিল করা হয়। পুনঃ ডিলার নিয়োগ না হওয়া পর্যন্ত পার্শ্ববর্তী ডিলার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে তিনি জানান।

গত ৩ এপ্রিল রাতে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন তাফালবাড়ী বাজারের রফিকুল ইসলাম লিটনের গোডাউন থেকে ফেয়ারপ্রাইজের ১৮ বস্তা সরকারী চাল জব্দ করেন। জব্দকৃত চাল ফেয়ারপ্রাইস ডিলার তরিকুল ইসলাম তারেক কালোবাজারে বিক্রি করেন বলে গোডাউন মালিক রফিকুল ইসলাম লিটন মুন্সি জানান।

এ ঘটনায় রায়েন্দা খাদ্য গুদাম কর্মকর্তা সাইফুল ইসলাম বাদী হয়ে ডিলার তারিকুল ইসলাম তারেকসহ আটক রফিকুল ইসলামের নামে শরণখোলা থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ২ তারিখ ০৪/০৪/২০২০।

খুলনা-বাগেরহাটের বিভিন্ন হাসপাতালে মোংলার ছাত্রদের তৈরি ফেসশিল্ড বিতরণ

খুলনাঞ্চল রিপোর্ট

মোংলা থেকে মোঃ নূর আলমঃ করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ রোধে খুলনা-বাগেরহাটের বিভিন্ন হাসপাতালে ২০ এপ্রিল সোমবার দিনব্যাপী মোংলার ছাত্রদের তৈরি ফেস শিল্ড বিনামূল্যে বিতরণ করা হয়। সোমবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল এবং খুলনা সদর হাসপাালের  স্বাস্থ্যকর্মীদের জন্য ফেস শিল্ড বিতরণকালে উপস্থিত ছিলেন শেখ আবু নাসের হাসপাতালের পরিচালক ডাঃ বিধান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ রনি, খুলনা সদর হাসপাতালের ডাঃ মুরাদ, মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, রামপাল উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ্ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, কুয়েট ছাত্র সুমিত চন্দ ও বরিশাল মেডিকেল কলেজ’র ছাত্র খান হেদায়েতুজ্জামান অর্নব। এছাড়াও বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আদদ্বীন হাসপাতালে বিনামূল্যে ফেস শিল্ড হস্তান্তর করা হয়। খুলনা-বাগেরহাট জেলার বিভিন্ন হাসপাতালে সব মিলিয়ে পাঁচ শতাধিক ফেস শিল্ড বিনামূল্যে হস্তান্তর করা হয়। ফেস শিল্ড বিতরণকালে কুয়েট ছাত্র সুমিত চন্দ বলেন করোনা সংক্রমণকালে স্বাস্থ্যকর্মীদের ঝুঁকির কথা বিবেচনা করে মোংলার ছাত্ররা ফেস শিল্ড গুলি প্রস্তুত করেন। প্রস্তুত করার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করেছেন মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, কুয়েট এ্যালামনাই, মোংলার শাহীন সাইফুল্লাহ এবং নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবাসী চিকিৎসক। তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কয়রায় স্ত্রীকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছে আটক স্বামী

কয়রা প্রতিনিধি

কয়রায় গলা টিপে স্ত্রী রহিমা পারভীন খুশি (২০) কে হত্যা করেছে তার স্বামী শরিফুল ইসলাম (২৫)। সাতক্ষীরার আসাশুনি থানা থেকে আটক শরিফুল কয়রা থানায় স্বীকারোক্তি জবানবন্দিতে স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন এবং এ জন্য অন্য কেউ দায়ী নয় বলে পুলিশ কে জানিয়েছেন। ঘটনাটি রবিবার রাত আনুঃ ১২ টার সময় উপজেলার দেয়াড়া গ্রামে সাত্তার সানার বাড়ীতে। এ ঘটনায় নিহত রহিমার পিতা বাদী হয়ে কয়রা থানায় শরিফুল ও তার পিতা সাত্তার সানা কে আসামী করে  হত্যা মামলা করা হয়েছে। সূত্র জানায় স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শরিফুল ঘরে শোয়া অবস্থায় স্ত্রীকে গলা টিপে হত্যা করে। পরে অচেতন অবস্থায় শরিফুল ও তার পিতা এবং অন্যান্য আত্মীয় স্বজন রাত ৩ টায় জায়গীর মহল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করে। পুলিশ জানায় হাসপাতাল থেকে শরিফুল পালিয়ে আশাসুনি থানার বড়ডাল গ্রামে পৌছালে সকালে স্থানীয়রা তাকে আটক করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় আনলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একাই হত্যার দায় স্বীকার করে এবং সোমবার ভোরে লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। জানা গেছে, রহিমার ২ বছরের একটি পুত্র সন্তান আছে। এবং ঘটনার পর থেকে তার সন্তানের কান্না থামছে না বলে আত্মীয়রা জানায়।

বেনাপোলে ৮২ বোতল ফেন্সিডিলসহ বরিশাল সরকারি মডেল স্কুলের শিক্ষক আটক 

বেনাপোল প্রতিনিধিঃ

সোমবার (২০ এপ্রিল) যশোরের বেনাপোল সীমান্তে ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ “বরিশাল সরকারী মডেল স্কুল” এর সহকারী শিক্ষক কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক নজরুল ইসলাম সুমন (৪২) সে বরিশালের মদর উপজেলার মকবুল আহমেদের ছেলে ও বরিশাল সরকারী মডেল স্কুলের সহকারী শিক্ষক। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে সকালে বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা এলাকা থেকে মোটরসাইকেল সহ সুমন নামে একজনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা স্কুল ব্যাগের ভিতর তল্লাশিকালে ৮২ পিচ ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।  আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে  স্বীকার করে তারা ৬ জন বরিশাল থেকে মোটরসাইকেলে করে বেনাপোলে এসে ফেন্সিডিল নিয়ে বরিশাল যাচ্ছিলো। এবং তার সাথে আাসা ৫ সহযোগী ফেন্সিডিল নিয়ে পালিয়ে গেছে এবং তিনি বিজিবি’র কাছে আটক হন। সে আরও স্বীকার করে তার সহযোগীদের মধ্যে একজন আইনজীবি, একজন সরকারী হাসপাতালের ডাক্তর, একজন ব্যাংকার ও দুই জন ব্যবসায়ি।

৪৯ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল সেলিম রেজা জানান, একটি চক্র বরিশাল থেকে বেনাপোলে এসে ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় একজন আটক করা হয়েছে। আটক ও তার সহযোগীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হবে

খুলনার দৌলতপুর বাজার বসবে মহসিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে

তথ্য বিবরণী

খুলনায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিরাপদ সামাজিক ও শারীরিক দূরত্ব ফলপ্রসূভাবে কার্যকর করার জন্য নগরীর ‘দৌলতপুর বাজার’-এর কাঁচামাল (শাক-সবজি ইত্যাদি), মাছ-মাংস এবং ফলের দোকানের স্থান পরিবর্তন করা হয়েছে। খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।  দৌলতপুর বাজারের উল্লিখিত দোকানগুলোর নতুন নির্ধারিত স্থান সরকারি দৌলতপুর মহসিন মাধ্যমিক বিদ্যালয়  মাঠ। এটি ২১ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টা থেকে কার্যকর হবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জনসাধারণকে নতুন নির্ধারিত স্থান থেকে বাজার করার জন্য  খুলনা জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এক সপ্তাহে শৈলকুপায় ৮৪ বাড়ি লকডাউন

ঝিনাইদহ প্রতিনিধি

মহামারী আকারে ছড়িয়ে পড়ায় ঝিনাইদহের শৈলকুপায় ৮৪টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। গত এক সপ্তাহে (রবিবার পর্যন্ত) এ বাড়িগুলো লকডাউন করা হয়েছে। পাশাপাশি সামাজিক দূরত্ব মানতে জনগণকে বাধ্য করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বেড়েছে। পুলিশ বলছে, যারা ঢাকা, নারায়ণগঞ্জ বা করোনা আক্রান্ত বিভাগীয় শহর বা জেলা থেকে পালিয়ে শৈলকুপায় ঢুকছে সেসব বাড়ি নিরাপত্তার স্বার্থে লকডাউন করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে সর্বশেষ তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত শৈলকুপা উপজেলার বিভিন্ন ইউনিয়নে লকডাউন করা বাড়িগুলো হলো– সারুটিয়া ইউনিয়নে ৪টি, মনোহরপুরে ৫টি, বগুড়ায় ৮টি, আবাইপুরে ১০টি, নিত্যানন্দপুরে ১১টি, উমেদপুরে ৫টি, ত্রিবেণীতে ৪টি, মির্জাপুরে ৮টি, দিগনগরে ৫টি, কাঁচেরকোলে ৩টি, দুধসরে ৬টি এবং ফুলহরিতে ১৫টি বাড়ি লকডাউনের আওতায় আনা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদ আল মামুন জানান, এখন পর্যন্ত শৈলকুপায় করোনা রোগী শনাক্ত হয়নি এটা সুখবর। তবে করোনা আক্রান্ত জেলা বা বিভাগীয় শহর থেকে শৈলকুপায় প্রবেশ করলেই হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে বাড়ি লকডাউন করা হচ্ছে। এছাড়া, করোনা সন্দেহে ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে দুজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি রিপোর্টগুলো এখনও হাতে পাওয়া যায়নি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, লকডাউন করা এলাকার বাড়িতে কাউকে প্রবেশ কিংবা বাইরে যেতে দেওয়া হচ্ছে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউনের আওতায়ই থাকতে হবে বাড়ির সদস্যদের। এছাড়া, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শৈলকুপা থানা পুলিশ।

একশ’ টাকা চুরির অপবাদে শিশুকে নির্যাতন

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলায় একশ’ টাকা চুরির অপবাদে সিয়াম নামে ৮ বছরের এক শিশুকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। উপজেলার বিল আকছি গ্রামের রকিবুল সরদারের বিরুদ্ধে এই অভিযোগ। এ ঘটনায় রবিবার (১৯ এপ্রিল) রাতে রকিবুলকে (৩০)  আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার সিয়াম একই গ্রামের দিনমজুর ইউসুফ শিকদারের ছেলে। ইউসুফ শিকদার জানান, রবিবার তার মাদ্রাসাপড়ুয়া ছেলে সিয়াম প্রতিবেশী রফি উদ্দিন সরদারের বাড়ির সামনে আমের গুটি কুড়াতে যায়। এ সময় রফি উদ্দিনের ছেলে রকিবুল একশ’ টাকা চুরির অপবাদ দিয়ে সিয়ামকে ধরে নিয়ে যায়। এরপর ঘরে আটকে রেখে লোহার পাইপ দিয়ে তাকে পেটাতে থাকে। সিয়ামের চিৎকারে সেখানে তারা ছুটে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের চেযারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘শিশুটির বাবা আমাকে ঘটনার পরপরই বিষয়টি জানায়। পরে আমি গিয়ে দেখি শিশুটিকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। বিষযটি আমি সদর থানাকে জানিয়েছি।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, ইউপি চেয়ারম্যান ও নির্যাতিত শিশুটির পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন তিনি। পরে রাত ১১টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত রকিবুলকে আটক করা হয়। এ বিষয়ে মামলাসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চাল চুরি: এক সপ্তাহ গড়িয়ে গেলেও আইনগত ব্যবস্থা গ্রহণে গড়িমসি  

 কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ত্রাণের চুরি ঘটনার এক সপ্তাহ পরও দোষী এক জনপ্রতিনিধির বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দুঃস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি চালসহ নিত্যপণ্য সামগ্রী বিতরণের সময় গত ১৩ এপ্রিল সোমবার সময় স্থানীয় ইউপি মেম্বার শরিফুল ইসলাম ১১টি বস্তা চালসহ অন্যান্য পন্য সামগ্রী আত্মসাত করেন। পরে জনতার তোপের মুখে প্রশাসনের কর্মকর্তারা ত্রাণের ওই চাল উদ্ধার করেন। জানাযায়, ১৩ এপ্রিল সোমবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গরীব-দুঃস্থদের জন্য বরাদ্ধকৃত ত্রাণের চাল বিতরণের সময় ইউপি মেম্বার শরিফুল ইসলাম ১১টি বস্তা ভর্তি চালসহ খাদ্যসামগ্রী চুরির পর সরিয়ে রাখেন। এসময় চাল বিরতণকালে অপেক্ষমান তালিকাভুক্ত ওই এলাকার গরীব-দুঃস্থরা ত্রাণ না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন।

এসময় ইউপি মেম্বার শরিফুল ভুক্তভোগীদের জানান, এবার অল্প বরাদ্ধ এসেছে। আগামীতে বরাদ্ধ আসলে তখন আপনাদের ত্রাণ দেয়া হবে। পরবর্তীতে জনতার তোপের মুখে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আত্মসাতকৃত ১১ বস্তা চাল উদ্ধার করেন। এতে এলাকাবাসী ফুঁসে উঠলেও ঘটনার এক সপ্তাহ পরও চাল চোর শরিফুল মেম্বারের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দুর্নীতিবাজ এ মেম্বারের বিরুদ্ধে শাস্তিমুলক কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী তুলেছে ভুক্তভোগীরা।

উল্লেখ্য, উদ্ধারকৃত ১১টি বস্তার প্রতিটিতে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল ও ১টি সাবান ছিল। ত্রাণ বিতরণ সংশ্লিষ্ট কুমারখালী সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী জানান, ইউপি মেম্বার শরিফুলের নিজ বাড়ি থেকে ত্রাণের সরকারি ১১ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে তিনি কুমারখালীর ইউনওর কাছে তদন্ত রিপোর্ট দাখিল করেন।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান জানান, ঘটনাটি সম্পর্কে রিপোর্ট সম্প্রতি পাওয়ার পর জেলা প্রশাসকের কাছে তা পাঠানো হয়েছে। পরবর্তী করনীয় ও আইনগত ব্যবস্থা জেলা প্রশসক গ্রহণ করবেন বলে তিনি জানান।

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসকের দেহরক্ষী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম খলিল নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের কানাবিলের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম খলিলের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে। তিনি কুষ্টিয়া জেলা প্রশাসকের দেহরক্ষীর দায়িত্ব পালন করছিলেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন পুলিশ সদস্য ইব্রাহিম খলিল। পথিমধ্যে শহরতলীর কানা বিলের মোড় এলাকার উক্ত স্থানে পৌঁছালে একটি পিকাআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।