চিত্রায় ভাসছে খালি বোতল!

6
Spread the love

নড়াইল প্রতিনিধি

নড়াইলের চিত্রা নদী থেকে টিসিবি’র সিলযুক্ত শতাধিক তেলের খালি বোতল উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে বোতল ভাসতে দেখে শহরের রূপগঞ্জ-পংকবিলা খেয়া ঘাটের মাঝিরা সেগুলো উদ্ধার করেন।

নাম প্রকাশ না করার শর্তে শহরের কয়েকজন বাসিন্দা বলেন, আসন্ন রমজানে নায্যমূল্যে বিক্রির জন্য আনা টিসিবির তেল কালোবাজারে বিক্রি করে খালি বোতল চিত্রা নদীতে ফেলে দিয়েছে।

জানা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে নড়াইল সদর,  লোহাগড়া এবং কালিয়ার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে টিসিবির সয়াবিন তেল, ছোলা ও চিনি বিক্রির অপরাধে বেশ কয়েকজনকে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের জেল জরিমানা করেন।

আটক ও জেল জরিমানার ভয়ে অবৈধভাবে কিনে কোনও ব্যবসায়ী টিসিবির ৫ লিটার এবং ২ লিটারের ক্যান থেকে তেল বের করে ড্রামে রেখে খালি বোতল পানিতে ফেলে দিয়েছে।

এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন বলেন, এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।