স্টাফ রিপোর্টার:
খুলনা মেডিক্যাল কলেজের একাডেমিক ভবনের প্রশাসনিক ব্লক, গেস্ট হাউজ ও টিচার্স লাউঞ্জ অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এর ১১(২) ধারা মোতাবেক এ ঘোষণা দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ওই সব এলাকায় জনসাধারণের আসা-যাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে সোমাবার (২০ এপ্রিল) এ ঘোষণা দেওয়া হয়েছে। আদেশে আরও বলা হয়েছে উপযুক্ত আদেশ অমান্যকারী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, খুলনা মেডিক্যাল কলেজের একাডেমিক ভবনের প্রশাসনিক ব্লক, গেস্ট হাউজ ও টিচার্স লাউঞ্জে চলাচলকারী তিন চিকিৎসক করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হওয়ার পর জেলা পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটি এ লকডাউনের সিদ্ধান্ত নেয়।