স্টাফ রিপোর্টার:
দেশব্যাপী করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে দেশের জনগনকে নিরাপত্তার চাদরে মোড়াতে দিবানিশি অকান্ত পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। দেশের বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো, অসহায় ও দরিদ্রের ঘরে ঘরে ত্রাণ পৌছানোসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। ইলেক্ট্রনিক্স দোকান, মুদি দোকান, জুতার দোকান ও কসমেটিক্স দোকান খোলা রাখার জন্য ম্যাজিষ্ট্রেট কর্তৃক ঊনিশ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।
নৌ কন্টিনজেন্ট ২৯০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করে। এসময় ১০০টি লিফলেট বিতরণ করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ব্যতীত সরকারের নির্দেশনা অনুযায়ী অন্য সকল প্রকার দোকান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। অন্যদিকে নৌ কন্টিনজেন্ট মংলা জনসচেতনতা বৃদ্ধির ল্েয দিগরাজ বাজার, মিঠাখালী, বুড়িরডাঙ্গা, মাকরদন, সুন্দরবন, এবং মংলা বন্দর এলাকায় টহল পরিচালনা করে ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তায় করে। এ সময় দোকান খোলা রাখার জন্য ও মটরসাইকেল চালকের নিকট হইতে ম্যাজিষ্ট্রেট কর্তৃক একহাজার চারশত পঞ্চাশ টাকা জরিমানা করা হয়।
কন্টিনজেন্ট সুন্দরবন, মিঠাখালী, বুড়িরডাঙ্গা ইউনিয়নে ৩৫৮ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা করে। এসময় জনসচেতনতামূলক ১৫০টি লিফলেট বিতরণ করা হয়। এছাড়া নৌ ঘাঁটি সোলাম কর্তৃক জিরোপয়েন্ট, সোনাডাঙ্গা ও গলামারি এলাকায় ঘরহীন ছিন্নমূল মানুষের মাঝে ১০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।