বিনোদন ডেস্ক:
চল্লিশ প্লাস বয়স। নেহায়েতই যেন সংখ্যা! সুস্মিতা সেন এখনও ফিটনেসে হাসতে হাসতে ছক্কা হাঁকাতে পারেন। এই যেমন তার বিশেষ যোগাভ্যাস ভঙ্গি। পায়ের আঙুলের ওপর ভর দিয়ে গোটা শরীর ভেঙেচুরে শূন্যে ভাসছে। তিনি অবিচল! এই ছবি সম্প্রতি নেট বিশ্বকে হতবাক করেছে। তার থেকেই প্রশ্ন উঠে এসেছে, বয়স কি নেহায়েতই সংখ্যা প্রাক্তন বিশ্বসুন্দরীর কাছে? সুস্মিতা অবশ্য স্বীকার করেছেন, বহু অভ্যাসের পর তিনি এই বিশেষ যোগ অভ্যাস করেছেন। আগে খালি পড়ে যেতেন। এখন সোশ্যালে এই তাক লাগানো ছবি আসতেই ভাইরাল ফের নায়িকা। সুস্মিতা পাশাপাশি তার অনুরাগীদেরও চ্যালেঞ্জ ছুঁড়েছেন এই মুদ্রা বা ভঙ্গি করে দেখানোর। সবাই একবাক্যে প্রশংসা করেছে সুস্মিতার এই ফিটনেসের। নায়িকা ক্যাপশনে জানিয়েছেন, এই যোগ একসময় তার কাছে চ্যালেঞ্জ ছিল। আজ তিনি সবাইকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। লকডাউনে সুস্মিতার সোশ্যাল ডায়েরি রীতিমতো ভাইরাল হচ্ছে। সবাই শরীরের প্রতি যতœ নেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছেন তাকে। গত বছর মে মাসে সুস্মিতা সেন মিস ইউনিভার্স প্রতিযোগিতা জয়ের ২৫ বছর উদযাপন করেন। বিবি নাম্বার ওয়ান, ডু নট ডিস্টার্ব, ম্যায় হুঁ না, ম্যায়নে প্যার কিউঁ কিয়া এবং তুমকো না ভুল পায়েঙ্গের মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। তাকে শেষ দেখা গেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি ‘নির্বাক’ এ। খুব তাড়াতাড়িই তাকে দেখা যাবে ওয়েব সিরিজ ‘আর্যা’ তে।