চৌগাছায় করোনাকে পুঁজি করে জীবাণুনাশক স্প্রে মেশিনের ড্রামে ফেন্সিডিল পাচার, আটক ১

4
Spread the love

 চৌগাছা (যশোর) প্রতিনিধি:

যশোরের চৌগাছায় করোনা ভাইরাসকে পুঁজি করে জীবাণুনাশক স্প্রে মেশিনের ড্রামে করে ফেন্সিডিল পাচারের সময় সোহেল রানা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে চৌগাছা থানার এসআই শাহিনুর রহমান উপজেলার খড়িঞ্চা গ্রাম থেকে তাকে আটক করেন। আটক সোহেল ঝিকরগাছা থানার জয়রামপুর গ্রামের ইমামুল হোসেনের ছেলে।

এসআই শাহিনুর রহমান জানান, ওই গ্রামে একটি স্প্রে মেশিন নিয়ে ঘুরে বেড়াতে দেখে পুলিশ তাকে সন্দেহ করেন। এসময় তার কাছে থাকা জীবাণুনাশক স্প্রে মেশিনের ড্রাম তল্লাশি করে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সে এই মাদক যশোরে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।