খুলনা মেডিকেলের আরও দুই চিকিৎসক করোনা আক্রান্ত

1
Spread the love

স্টাফ রিপোর্টার:

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আরও দুই চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার ২০১ টি নমুনা পরীক্ষা করে ওই দুই চিকিৎসক করোনা পজেটিভ চিহ্নিত করা হয়।

খুমেকের ফ্রু কণারের মুখপাত্র ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, করোনা পজেটিভ চিকিৎসকদের মধ্যে একজন গ্যাস্ট্রোন্ট্রোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং অপরজন শিশু বিভাগের সহকারী অধ্যাপক। তারা দুইজনই গত ১০ এপ্রিল ঢাকা থেকে খুলনায় এসেছেন এবং গেষ্ট হাউজে থাকেন।

তিনি জানান, খুলনায় এখন পর্যন্ত সর্বমোট ৮২৮টি নমুনা পরীক্ষা হয়েছে যার মধ্যে ৭ জনের করোনা সনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনা মেডিকেলের তিনজন চিকিৎসক রয়েছেন। উল্লেখ্য, শনিবারের পরীক্ষায় খুমেকের ইউরোলজি বিভাগের একজন সহকারী অধ্যাপক করোনা পজেটিভ সনাক্ত হন।