খুলনায় নৌবাহিনীর জনসচেতনতামূলক র‌্যালি ও ত্রাণ বিতরণ

18
Spread the love


স্টাফ রিপোর্টার:


দেশব্যাপী করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে খুলনা জেলার বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো, অসহায় ও দরিদ্রের ঘরে ঘরে ত্রাণ পৌছানোসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। নৌ ঘাঁটি তিতুমীর কর্তৃক রয়েল মোড় হতে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন সোগান লেখা ব্যানার হাতে র‌্যালি এবং ফায়ার ট্রাকের মাধ্যমে রাস্তায় জীবাণুনাশক স্প্রে করা হয়। র‌্যালিটি রয়েল মোড় হতে রূপসা ঘাট বাস স্ট্যান্ডে শেষ হয়।

এফআইএস খুলনা কর্তৃক স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের মাঝে নৌবাহিনীর প হতে পিপিই বিতরণ করা হয়। বিএন স্কুল এন্ড কলেজ খুলনা এর নিজস্ব ব্যবস্থাপনায় মুজগুন্নীর বাস্তুহারা কলোনী এলাকায় বসবাসরত ৭০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

বিএসও খুলনা কর্তৃক শহরের বিভিন্ন স্থানে ঘরহীন ছিন্নমূল মানুষের মাঝে ৫০০ প্যাকেট রান্না করা খাবার রাতে বিতরণ করা হয়। অপরদিকে নৌ কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে।

বরগুনা নৌ কন্টিনজেন্ট ১৬০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করে। এসময় ১০০টি লিফলেট বিতরণ করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ব্যতীত সরকারের নির্দেশনা অনুযায়ী অন্য সকল প্রকার দোকান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। অন্যদিকে নৌ মংলা জনসচেতনতা বৃদ্ধির ল্েয দিগরাজ বজার, চিলা, সোনাইতলা, চাঁদপাই, বুড়িরডাঙ্গা, আপাবাড়ি এবং মংলা বন্দর এলাকায় টহল পরিচালনা করে। কন্টিনজেন্ট চাঁদপাই, চিলা, সোনাইতলা, ইউনিয়নে ২৩০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা করে। এসময় জনসচেতনতামূলক ১০০টি লিফলেট বিতরণ করা হয়।