স্টাফ রিপোর্টার:
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী জাকির হোসেন ও তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন এলাকার ব্যবসায়ীরা। রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারাকপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে চেয়ারম্যানে মাথা ফেটে গেছে।
আহত ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন বলেন, সকালে উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা কমিটির মিটিং ছিল। সেখানে ইউএনও আমাকে ডেকেছিলেন। আমি যেতে রাজি হয়নি। তবে পুলিশ প্রোটেকশন দেয়ার শর্তে বের হই। সকাল ১০টার দিকে ১০ থেকে ১২ জন পুলিশ আমাকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়ার জন্য আসে। বাজারের কাছাকাছি পৌঁছানোর পূর্বেই ব্যবসায়ীরা আমার ওপর হামলা চালায়। এতে আমার মাথা ফেটে যায়। আমার বেশ কয়েকজন সমর্থক আহত হন। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি সামলা দিয়ে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে।
তিনি আরও বলেন, হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এসে আমাকে চিকিৎসা দিয়েছে। আমার সঙ্গে ইউএনও, ওসি, এসিল্যান্ড এসে দেখা করেছেন। এমপি কিছুক্ষণের মধ্যে আসছেন বলে জানিয়েছেন।
বারাকপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আনছার বলেন, চেয়ারম্যানের ওপর বাজারের ব্যবসায়ীরাসহ এলাকার বিক্ষুদ্ধ জনতা হামলা চালিয়েছে। আমার কিছু করার ছিল না। আমি সবাইকে সামলাতে পারিনি। গত শুক্রবার (১৭ এপ্রিল) চেয়ারম্যানসহ তার সমর্থকরা ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়েছিল। তারা আজ চেয়ারম্যানের সর্মথকদের একত্রে দেখে ভেবেছে আবার হামলা চালাতে পারে। এই ভেবে তারা হামলা চালিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (খুলনা দক্ষিণ) জি. এম. আবুল কালাম আজাদ জানান, গত শুক্রবারের ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মামলা করতে বলা হয়েছিল। তবে কোনো পক্ষ থানায় মামলা করেনি। আজ চেয়ারম্যান বের হলে ব্যবসায়ীরা হামলা চালিয়েছে। এ সময় পুলিশ আত্মরক্ষার জন্য তিন রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে। বর্তমানে এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বারাকপুর বাজারে দোকান খোলা রাখায় ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়েছিলেন ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন ও তার সমর্থকরা। এ সময় ৯ জন ব্যবসায়ী আহত হয়েছিলেন। এর মধ্যে দুইজনের মাথা ফেটে গিয়েছিল।