স্টাফ রিপোর্টার:
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন উর্দ্ধগতি উদ্বেগ প্রকাশ করে গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, গত দুই সপ্তাহে চাল ডাল আদাসহ নিত্যপ্রয়োজনীয় পন্য-দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নি¤œবিত্ত মানুষের দিশেহারা হয়ে পড়েছে। এব্যাপারে সরকারের বাস্তবসম্মত কঠোর পদক্ষেপ না থাকায়, করোনা ভাইরাস সংক্রমন রোধে গৃহবন্দী মানুষ দুঃশ্চিন্তা ও হতাশায় ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন দেখছে। প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মহামারীতে যখন দেশের মানুষ কর্মহীন তখন অতিসাধারণভাবেই দু’মুঠো খেয়ে বেঁচে থাকাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। সে কারণে মানুষ ঘর থেকে লকডাউন ভেঙ্গে রাস্তায় নেমে পড়ছে।
বিবৃতিতে আরও বলা হয়, নি¤œ আয়ের মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী অপ্রতুল। মোট জনসংখ্যার ৫শতাংশ ত্রাণ বিতরণে সরকারি দলের দলপ্রীতি, গত দশদিনে দেশময় রিলিফ চুরির হিড়িক জনগনকে বিক্ষুব্ধ করে তুলেছে। কর্মহীন মানুষের হাহাকার ও বোকা কান্না পরিবেশকে ভারাক্রান্ত করে তুলেছে। দেশে খাদ্য সংকট নেই, ঘরে ঘরে খাবার পৌঁছে যাবে, সবাই সরকার ঘোষিত প্রণোদনার সুফল পাবে সরকারের এই আশ্বাসে জনগন আশ্বস্ত হতে পারছে না।
খুলনা মহানগর বিএনপি মনে করে-
ক. ভোগ্যপন্য সরবরাহ সবার ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। সে জন্য সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় থেকে কার্যক্রম শুরু করতে হবে।
খ. সকল আমদানীকারকদের প্রণোদনা আওতায় এনে আমদানী শুল্ক কমিয়ে মূল্য স্থিতিশীল রাখার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ছোট ছোট আমদানীকারকদের সরকারকে আর্থিক সহায়তা দিতে হবে।
গ. স্থাহনীয় উৎপাদিত কৃষি ও কারখানা পন্য-দ্রব্যের মধ্যস্বত্তভোগীদের দমন করে বাজার নিয়ন্ত্রণের কার্যকর পদক্ষেপ নিতে হবে। তবে কৃষক ও উৎপাদকের ন্যায্যমূল নিশ্চিত করতে হবে।
ঘ. ভোগ্য পন্য পরিবহনের ক্ষেত্রে পরিবহন ভাড়াখাতে বৃদ্ধি না হয় সে জন্য তাদেরও প্রণোদনার মধ্যে এনে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য কমিয়ে যানবাহন বেশী মালামাল পরিবহনের অনুমতি দিতে হবে। পথে পথে ও ফেরীঘাটে চাঁদা আদায় বন্ধ করতে হবে।
ঙ. ভোগ্য পন্য মূল্যবৃদ্ধি রোধে প্রশাসন দিয়ে বাজার ব্যবস্থাপনা জোরদার করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ করোনা যুদ্ধে জাতীয় সংকট মোকাবিলায় একলা চলো নীতি পরিহার করে সমন্বিত প্রয়াস চালাতে সরকারের প্রতি আহবান জানিয়ে বিএনপি মহাসচিবের দেয়া প্রস্তাবকে স্বাগত জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধী দলকে দোষারোপ করার রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদুভাই, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, আব্দুল জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্য তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ