হুসাইন ইমাম সবুজ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে নতুন করে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১ জনে। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আজ মারা গেছে একজন। মৃত বাদল মন্ডলের বাড়ী সদর উপজেলার হরিদাসপুর গ্রামে। এনিয়ে কোরানা উপসর্গ নিয়ে জেলায় মোট ৪ জনের মৃত্যু হল।
আজ কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ূম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছনে।
তারা জানান, গত ১৫ এপ্রিল আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর’এ পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার রাতে তাদের পরীক্ষার ফলাফলে পজেটিভ আসে। এর মধ্যে কাশিয়ানী সদর ইউনিয়ন একজন, সাজাইল ইউনিয়নে দুইজন ও মহেশপুর ইউনিয়নে একজন রয়েছেন।
এরা সবাই করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে এলাকায় আসেন। আক্রান্ত ব্যক্তিদের আইসোলেসনে নেওয়া হয়েছে। তাদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ আগে জেলায় ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্য, সদর উপজেলায় ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন ও কোটালীপাড়া উপজেলায় একজন ছিলেন।