মাঠে ময়দানের খবর

4
Spread the love

করোনায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঢাকা লিগ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে সব খেলায় কার্যত ফুলস্টপ পড়ে গিয়েছে। করোনার ধাক্কায় বল গড়াচ্ছে না কোনো মাঠেই। এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা লিগ।
গত ১৫মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠেছিল ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ স্পন্সর্ড বাই ওয়ালটন’ এর। এরপর লিগের প্রথম রাউন্ডের খেলা হয়েছিল ঠিকঠাক মতো। তবে দ্বিতীয় রাউন্ডের আগে করোনার থাবা। বন্ধ হয়ে যায় লিগ। এবার মহামারি করোনার প্রভাব প্রতিদিন বেড়ে যাওয়ায় লিগ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে বাধ্য হল ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। গতকাল বুধবার দুপুরে সিসিডিএমের সমন্বয়ক আমিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘করোনায় ঢাকা লিগ স্থগিত করতে বাধ্য হচ্ছি। এখন জীবন বাঁচানো ফরজ। খেলাধুলা নিয়ে কোনো চিন্তা ভাবনাই করছি না। লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো। এ মৌসুমে লিগ শুরু করা যাবে কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চিয়তা। পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেই অপোয় থাকবো অবশ্যই।’ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর এবারই প্রথম লিগ শুরু হয়ে বন্ধ হলো। এর আগে এমনটা হয়নি কখনোই। হয়তো ক্রিকেট মৌসুমে লিগ-ই হয়নি। কিন্তু লিগ মাঠে গড়ানোর পর বন্ধ হওয়ার ঘটনা এবারই প্রথম।
জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে শুরু হয়েছিল ঢাকা লিগ। এবার পুরো আসরে পাওয়া যেত জাতীয় দলের ক্রিকেটারদের। ফলে মাঠের লড়াইয়ে বাড়তি রোমাঞ্চ ও উত্তেজনা ছড়াত। ঢাকার কাবগুলোর লড়াই মানেই অন্যরকম আমেজ। গ্যালারিতে হুই-হুল্লোড় আর পারফর্ম করার অদৃশ্য চাপ। এখানে পান থেকে চুন খসলেই শুনতে হয় দুয়োধ্বনি! আবার দলকে জেতালে, পারফর্ম করলে পাওয়া যায় রাজকীয় আতিথ্য।

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো আইপিএল
ক্রীড়া প্রতিবেদক
নির্ধারণ হলো এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভাগ্য। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো আইপিএল। গত ২৯মার্চ শুরু হওয়ার কথা ছিল ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ আইপিএল। কিন্তু করোনায় আইপিএল পিছিয়ে দেওয়া হয় ১৫ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি উন্নতি না হওয়ায় পরিবর্তিত সূচিতেও লিগ শুরু করতে পারেনি আয়োজকরা। এবার আসল নতুন সিদ্ধান্ত।
বিসিসিআই অনির্দিষ্টকালের জন্য লিগ স্থগিত করেছে। বিসিসিআই বলছে, ভারত সরকার আগামী ৩ মে পর্যন্ত তৃতীয় দফায় লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ফলে এর আগে লিগ শুরু করা সম্ভব না। তৃতীয় দফা লকডাউনের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটিই নিশ্চিত নয়। কারণ দিনকে দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এ সময়ে খেলার মাঠের থেকে ঘরে থাকা নিরাপদ। সেজন্য আইপিএল নিয়ে কোনো আলাচনা করতে চাইছেন না বিসিসিআই কর্মকর্তারা। ফ্রাঞ্চাইজিদের দিক থেকে কোজ ডোরে ম্যাচ আয়োজনের প্রস্তাব রাখা হয়েছিল। কিন্তু সেটিই ফিরিয়ে দিয়েছে আয়োজকরা। ফলে এ মৌসুমে আইপিএল হবে কিনা তা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। মাঝে শোনা গিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেলে সেই সময়ে আইপিএল করার চিন্তা বিসিসিআই কর্মকর্তাদের। তবে সেই ভাবনা এখনও আলোচনার টেবিলে ওঠেনি বলে জানিয়েছে বিসিসিআই।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস প্রতিকার করতে সরকার বন্ধ করে দিয়েছে সবকিছু। অনেক এলাকা করা হয়েছে লকডাউন। দিনমজুর ও খেটেখাওয়া মানুষগুলো পড়েছে বেকায়দায়। সরকার তাদের সাহায্য করতে নিয়েছে নানা উদ্যোগ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিদিন সাহায্য যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।
প্রধানমন্ত্রীর এই ত্রাণ তহবিলে প্রতিদিন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয় অর্থ দিয়ে আসছে। গতকাল বুধবার কয়েকটি মন্ত্রণালয় তাদের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান করেছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। যার মধ্যে আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এ মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন দফতর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেও এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল দিয়েছেন তার এক মাসের বেতন।

অ্যাথলেট সামিউলের পাশে তামিম
ক্রীড়া প্রতিবেদক
বিজেএমসির চুক্তিবদ্ধ অ্যাথলেট ছিলেন সামিউল ইসলাম। কিন্তু হঠাৎই চাকরি চলে যায় তার। অ্যাথলেটিকসের পাশাপাশি ফুটবলে খেপ খেলেও সংসার চালাতেন তিনি। কিন্তু করোনার প্রকোপে সেটাও বন্ধ হয়ে যায়। এককথায় অনেক কষ্টে চলছিল সামিউলের পরিবার। সেই খবর শুনে বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
গত বছর জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হয়েছিলেন সামিউল। বর্তমান পরিস্থিতিতে গত মঙ্গলবার তামিম নিজেই সামিউলকে ফোন দেন। জানতে চান তার পরিবারের কথা। পরিবার চালাতে কেমন খরচ হয়, সেটা জেনে সামিউলের পরিবারের তিন মাসের খরচ দিয়েছেন তামিম।

বাগেরহাটের মানুষের পাশে রুবেল
ক্রীড়া প্রতিবেদক
করোনাকাল রুখতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন ক্রিকেটাররা। কঠিন এই সময়ে যে যার জায়গা থেকে সাহায্য করার চেষ্টা করছেন। পেসার রুবেল হোসেন মিরপুরের অসহায়দের সাহায্য করার পাশাপাশি বাগেরহাটের মানুষের পাশেও দাঁড়িয়েছেন। নিজ জেলায় ২০টি ইনফ্রারেড থার্মোমিটার পাঠিয়েছেন জাতীয় দলের এই পেসার। গতকাল বুধবার বাগেরহাটের ডিসি ও এসপির সঙ্গে স্থানীয় চেয়ারম্যান রুবেলের পাঠানো ইনফ্রারেড থার্মোমিটার বিতরণ করেছেন।
রুবেল বলেছেন, ‘আমার জন্মস্থান বাগেরহাট জেলায় ২০টি ইনফ্রারেড থার্মোমিটার পাঠিয়েছি। বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে উপজেলা পরিষদসহ প্রয়োজনীয় জায়গাতে আমাদের চেয়ারম্যান, ডিসি, এসপি স্যাররা এগুলো বিতরণ করেছেন।’ নিজ জেলার জন্য কিছু করতে পেরে দারুণ তৃপ্ত রুবেল, ‘বাগেরহাটের সন্তান হিসেবে আমার কিছু দায়িত্ব আছে। ত্রাণ সামগ্রী সবাই দিচ্ছে। আমি তন্ময় ভাইয়ের (বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়) সঙ্গে আলোচনা করে এই ধরনের কিছু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বগুড়া মেডিক্যালে পিপিই দিলেন মুশফিক
ক্রীড়া প্রতিবেদক
আর্থিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্য সুরাতেও নজর দিচ্ছেন ক্রিকেটাররা। নিজ জেলায় বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০ পিপিই, হ্যান্ড গ্লাভস ও মাস্ক দিয়েছেন মুশফিকুর রহিম। অবশ্য কয়েকদিন আগে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে দুস্থদের জন্য আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি।
মুশফিকের এই মহৎ উদ্যোগের কথাটি জানিয়েছেন তার বাবা মাহবুব হামিদ। তিনি বলেছেন, ‘আমার ছেলে আমাকে কিছুই জানায়নি। তবে স্থানীয় প্রতিনিধিদের ফোনের মাধ্যমে বিষয়টি জানতে পারি। তারা আমাকে আসতে বলেছিলেন। আমি বলেছি, আপনার এগুলো সুষ্ঠুভাবে বণ্টন করুন।’
লকডাউনের মধ্যেও কারাতে চ্যাম্পিয়নশিপ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে স্থবির হয়ে আছে গোটা ক্রীড়াঙ্গন। বন্ধ হচ্ছে একের পর এক ইভেন্ট। ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ইভেন্ট অলিম্পিক পিছিয়ে গেছে পাক্কা এক বছর। এছাড়া ইউরো, কোপা আমেরিকা, উইম্বলডন, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, বিভিন্ন দেশের ঘরোয়া লিগ স্থগিত হয়েছে। আন্তর্জাতিক একাধিক সূচি প- হয়েছে। ঘরোয়া ক্রিকেটের সবথেকে বড় ইভেন্ট আইপিএলও পিছিয়েছে। নতুন করে কোনো সূচিই নির্ধারণ হয়নি।
করোনার প্রাদুর্ভাবে পৃথিবীর অধিকাংশ দেশেই চলছে লকডাউন। সতর্কতায় ভারতের অবস্থাও তাই। কিন্তু লকডাউনের ভেতরে ভারতে হয়ে গেল কারাতে চ্যাম্পিয়নশিপ। সামাজিক যোগাযোগ মাধ্যম স্কাইপির সাহায্য নিয়ে কারাতে চ্যাম্পিয়নশিপ আয়োজন করে গজুকাই তাকুজি কানবুকান।

জুন পর্যন্ত সকল টুর্নামেন্ট স্থগিত করল এএফসি
ক্রীড়া প্রতিবেদক
বৈশ্বিক করোনা মহামারির তা-বে জুন পর্যন্ত সকল ফুটবল ম্যাচ ও প্রতিযোগিতা স্থগিত ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। মঙ্গলবার এ সিদ্ধান্ত জানিয়েছে সংস্থাটির পরিচালনা পর্ষদ।
করোনার প্রভাবে গত ফেব্রুয়ারির পর থেকেই স্থবির হয়ে পড়েছে এশিয়ার ফুটবল। নয়াদিল্লি, দোহা, দুবাই এবং কুয়ালালামপুরে দফায় দফায় জরুরি সভার পর মার্চ আর এপ্রিলের সব ম্যাচ স্থগিত করা হয়। এখন পরের দুই মাসের জন্যও ফুটবল বন্ধ রাখার সিদ্ধান্ত হলো। চলতি প্রতিরোধমূলক ব্যবস্থা এবং বিভিন্ন দেশের সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞায় পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত মে এবং জুন মাসের সকল ম্যাচ ও প্রতিযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এএফসি।

কোচ জেমি ডে-কে নতুন প্রস্তাব
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবলের প্রধান কোচ ইংল্যান্ডের জেমি ডে’র সঙ্গে বাফুফের চুক্তির দ্বিতীয় বছরের মেয়াদ শেষ হবে ১৫ মে। ২০১৮ সালে প্রথম তিনি বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন। এক বছর পর আবার চুক্তি বাড়িয়েছে দুই প। তৃতীয় মেয়াদে এ ইংলিশম্যানের সঙ্গে চুক্তি বাড়াতে চায় বাফুফে। কোচ জেমি ডেও বাংলাদেশে আরো কাজ করতে ইচ্ছুক।
কিন্তু করোনাভাইরাসের কারণে সব ধরনের ফুটবল এখন বন্ধ। কবে জাতীয় দলের কার্যক্রম শুরু হবে তাও অনিশ্চিত। যে কারণে জেমি ডেকে নতুন করে নিয়োগ দিলেও একটা শর্ত দিয়েছে বাফুফে। সে শর্ত নতুন চুক্তির কার্যকাল শুরু হবে ১৬ আগস্ট থেকে। কারণ, এই তিন মাসে কোনো ফুটবল হওয়ার সম্ভাবনা নেই। একজন কোচকে বসিয়ে বেতন দেয়ারও মানে নেই।

আলজেরিয়ায় চিকিৎসা সরঞ্জামাদি পাঠালেন জিদান
ক্রীড়া প্রতিবেদক
তার জন্ম ফ্রান্সে। ফরাসি ফুটবলার হিসেবেই নাম ডাক কুড়িয়েছেন। এখন ফুটবল কোচ হিসেবেও ভীষণ সমাদৃত। তবে জিনেদিন জিদানের পরিবার একটা সময় ছিল আলজেরিয়ায়।
আলজেরিয়ার বেজাইয়া প্রদেশ থেকেই ফ্রান্সে এসে বসতি গড়ে জিদানের পরিবার। করোনার এই দুঃসময়ে মাতৃভূমির কথা ভুলেননি রিয়াল মাদ্রিদ কোচ। নিজের দাতব্য সংস্থার মাধ্যমে বেজাইয়া প্রদেশের একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদি পাঠিয়েছেন সাবেক ফরাসি ফুটবলার। দাতব্য সংস্থাটি চালান জিদান ও তার বাবা। সংস্থার প থেকে বেজাইজা প্রদেশে প্রয়োজনীয় কিট, ভেন্টিলেটর, মনিটর এবং অন্যান্য মেডিকেল সরঞ্জামাদি কিনে দিয়েছেন তারা।

ফিক্সারদের শাস্তির পক্ষে পিসিবি
ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তান ক্রিকেটে বর্তমানে সবচেয়ে বড় বিতর্ক ফিক্সিং ও ফিক্সারদের ঘিরে। ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পাওয়া শারজিল খানকে সময়ের আগে ফেরানো, পাকিস্তান সুপার লিগে খেলতে দেওয়া, এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে বেশ। হালের মোহাম্মদ হাফিজ থেকে শুরু করে কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ সবাই সরব এ নিয়ে।
মিঁয়াদাদ তো শাস্তি হিসেবে ফাঁসির দাবিও করেছেন। তবে বিপরীত অবস্থানে থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডর (পিসিবি) প্রধান নির্বাহি ওয়াশিম খান বলেছেন, ‘এ বিষয়ে যা দেখার পিসিবি দেখবে।’ এরপর দেশটির সাবেক উইকেটরক ব্যাটসম্যান রশিদ লতিফ দাবি জানিয়েছেন, ফিক্সারদের জাতীয় অপরাধী হিসেবে গণ্য করে নতুন আইন প্রণয়নের জন্য। এবার এই প্রস্তাব নিয়ে সিরিয়াস অবস্থানে পিসিবি। বোর্ডের চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, ফিক্সারদের অপরাধী হিসেবে গণ্য করে নতুন আইন পাশের জন্য সরকারের সঙ্গে কথা বলেছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিট নয় বর্তমান চ্যাম্পিয়নরা
ক্রীড়া প্রতিবেদক
আজ বিশ্বের এ মহাদেশে ও পরশু আরেক মহাদেশে। তিন দিনের ব্যবধানে বিশ্বের দুই প্রান্তে খেলার অভিজ্ঞতাও আছে একজনের। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ডরা টি-টোয়েন্টির পোস্টারবয়। শুধু ঘরোয়া ক্রিকেটে তাদের সাফল্য সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক মঞ্চেও তাদের সাফল্য ঈর্ষণীয়। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ছয় বিশ্বকাপের দুটি গেছে তাদের ঘরে। এছাড়া ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা পেয়েছে একবার করে।
সীমিত পরিসরের সংপ্তিতম ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ বরাবরই হট ফেভারিট। কিন্তু এ বছরের অস্ট্রেলিয়া বিশ্বকাপে তাদের ফেভারিট মানতে নারাজ দলটির নির্বাচক কমিটির প্রধান রজার হার্পার। সম্প্রতি এক রেডিও অনুষ্ঠানে যোগ দিয়ে হার্পার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই এবারের বিশ্বকাপে অপ্রতিরোধ্য ফেভারিটের তালিকায় থাকবে না।’ তাঁর ভাষ্য, ‘আপনাকে বাস্তববাদী হতে হবে। হ্যাঁ আমরা বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু আমরা বিশ্বের এক নম্বর দল নই। এটা কি প্রমাণ করে না যে, বিশ্বকাপের পর আমাদের ধারাবাহিক অবনতি হয়েছে।’

লিভারপুলের ফুটবলারদের জন্য এ কেমন উদ্যোগ
ক্রীড়া প্রতিবেদক
করোনার কারণে বন্ধ হয়ে আছে খেলাধুলা। ইংলিশ প্রিমিয়ার লিগও মাঠে নেই প্রায় দেড় মাসের মতো। আবার কবে খেলা ফিরবে সেটা জানেন না কেউ। খেলোয়াড়, কোচ সবাই আছেন ঘরে বন্দি হয়ে।
আর এই একঘেয়েমি কাটাতে ঘরে থাকা ফুটবলারদের জন্য অনলাইন কনফারেন্সের ব্যবস্থা করেছে লিভারপুলের কোচ ইয়ুর্গেন কপ। অনলাইন কনফারেন্স সফটওয়্যার জুমের মাধ্যমে এই ব্যবস্থা করেছেন তিনি। দলের খেলোয়াড়দের সঙ্গে রাখছেন যোগাযোগ। এই ভিডিও কনফারেন্সকে স্বাভাবিক ট্রেনিং সেশনের মতোই গুরুত্ব দিচ্ছেন তিনি। যে কারণে কেউ এতে দেরি করলেই তাকে গুনতে হবে জরিমানা। লিভারপুলের এই অনলাইন সেশন সাধারণত শুরু হয় সকাল ১০টা থেকে। তার আগে সাড়ে ৯টা থেকেই চ্যাট ওপেন করে দেয়া হয় সবার জন্য। ত্রিশ মিনিটের মধ্যে সবাই যোগ দিলে শুরু হয় আলোচনা।

৩১৭৭ কোটি টাকায় বিক্রি হচ্ছে নিউক্যাসল ইউনাইটেড
ক্রীড়া প্রতিবেদক
প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেড বিক্রি হয়ে যাচ্ছে। ইতিমধ্যে কাবটির বর্তমান মালিক মাইক অ্যাশলে নতুন চুক্তির কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন। কাবটির নতুন মালিক হতে যাচ্ছেন আমান্ডা স্ট্যাভেলি।
জানা যায়, ২০০৭ সালে মাইক অ্যাশলে কাবটি কিনে নেন। অবশেষে ১৩ বছর পর ৩০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বিক্রি করছেন কাবটি। বাংলাদেশি অর্থমূল্যে যা ৩১৭৭ কোটি টাকার সমান। ইতিমধ্যে দু’পরে মধ্যে ৩১ পৃষ্ঠার একটা চুক্তিপত্র স্বার হয়ে গেছে।

সিরি আ’র স্থগিতাদেশের মেয়াদও বাড়লো
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতেই। ইউরোপিয়ান ফুটবল লিগগুলির মধ্যেও সবার আগে বন্ধ হয়ে গেছে সিরি আ। যে স্থগিতাদেশের মেয়াদ ছিল ১৩ এপ্রিল পর্যন্ত। সরকারি লকডাউনের মেয়াদ বাড়ায় এই লিগ স্থগিতের মেয়াদও বাড়লো ৩ মে পর্যন্ত।
লিগ স্থগিত থাকায় করোনার প্রভাব পড়েছে খেলোয়াড়, কোচ ও কাবগুলির ওপর। বলা হচ্ছে, মৌসুম যদি শেষ না করা যায়, তাহলে ৩ ভাগের এক ভাগ বেতন কাটা যাবে রোনালদোদের। শেষ করা গেলে সেেেত্র বেতন কাটা যাবে ৬ ভাগের একভাগ। যাতে করে করোনাকালে আর্থিক সঙ্কট মোকাবিলা করতে পারে কাবগুলো। যদিও পেশাদার ফুটবলারদের সংগঠন এই বেতন কর্তণের সিদ্ধান্তকে লজ্জাজনক বলেছে।
অবশ্য এই লিগ শেষ করা যাবে কিনা এ নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খোদ ফিওরেন্তিনা ও তোরিনোর মালিকেরা বলছেন, লিগ হয়তো শেষ করা যাবে না। তবে ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান গাব্রিয়েল গ্রাভিনা বলছেন, মৌসুম শেষ না করাটা হবে অন্যায়।