খুলনাঞ্চল ডেস্ক:
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতজুড়ে লকডাউন। লকডাউনের এমন সময় অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে গরীব মানুষের যেন কোন সমস্যায় পড়তে না হয় এ জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি। সোমবার এক চিঠির মাধ্যমে মোদিকে এমন হুঁশিয়ারি দেন সোনিয়া। তবে এসময় কম দামে খাদ্যশস্য দেওয়ার সরকারি কার্যক্রমকে স্বাগত জানান তিনি। চিঠিতে তিনি বলেন, ‘আমি আশা করি আপনি ভাল আছেন। দেশের লক্ষ লক্ষ মানুষ বিপুল খাদ্য সঙ্কটের মুখে পড়েছেন। মহামারি মোকাবিলা করতে দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে। বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহর সিদ্ধান্ত অর্থাৎ জন প্রতি ৫ কেজি খাদ্যশস্য এপ্রিল-জুনের জন্য সরবরাহের সিদ্ধান্তকে স্বাগত জানাই। সোনিয়া গান্ধি আরও লিখেছেন, আরও তিন মাস অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় খাদ্য সুরক্ষা আইন তথা এনএফসিএ মেনে জনপ্রতি ১০ কেজি খাদ্যশস্য দেওয়া হোক। তবে যাদের কাছে এনএফসিএ কার্ড নেই তাদের ছয় মাসের জন্য সেই সুবিধা দেওয়া হোক। এর ফলে সকলেরই খাবারের জোগান বজায় থাকবে। পরামর্শের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদিকে হুশিয়ারি দিয়ে বলেন, মহামারির বিরুদ্ধে লড়াই করার সময় কেউ যেন ক্ষুধার্ত না থাকে এটা নিশ্চিত করতে হবে।
গত ২৪ ঘণ্টায় দেশে ৩২৪ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মৃত্যু হয়েছে ৫১ জনের। দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ৯,৩৫২ জন।এনডিটিভি।