যশোর অফিস
যশোরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৮০ বস্তা (৪ হাজার
কেজি) সরকারি চাল জব্দ করা হয়েছে। একইসঙ্গে
দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে
যশোর সদরের শানতলা এলাকার পেপসি কোম্পানির ভেতর থেকে ওই চাল জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের
ফজের আলীর ছেলে রাকিব হাসান শাওন (৩২) এবং যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার আবুল
হাসানের ছেলে হাসিবুল হাসান (৩৫)। যশোরের
গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মারুফ আহমেদ জানান, তাদের
কাছে খবর ছিল শানতলা পেপসি কোম্পানির গুদামঘরে কে বা কারা দরিদ্রদের জন্যে
বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের জন্যে গুদামজাত করে রেখেছে।
এই খবর পেয়ে যশোর সদরের সহকারী কমিশনার (এসি ল্যান্ড) সৈয়দ
জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ ও সেনা সদস্যরা সেখানে অভিযান চালান। সেইসময় ঘটনাস্থল থেকে খাদ্য অধিদফতরের সিল মারা ৮০ বস্তা
(প্রতি বস্তায় ৫০ কেজি) চাল জব্দ করা হয়। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, এই আত্মসাৎকারীদের
কাছে আরও চাল আছে। সেগুলো উদ্ধারের জন্যে
অভিযান পরিচালনা করা হচ্ছে।