করোনা মোকাবেলায় বরগুনা ও মংলায় নৌবাহিনীর জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

2
Spread the love

খবর বজ্ঞিপ্তি:


বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। বরগুনা জেলার সদর, আমতলী, পাথরঘাটা, বামনা, বেতাগী এবং তালতলী উপজেলার বিভিন্ন স্থানে ২০০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে এবং জেলার বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, একান্ত প্রয়োজনে বাড়ীর বাহিরে অবস্থানের েেত্র মুখে মাস্ক পরিধানের জন্য নির্দেশনা প্রদান এবং অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ব্যতিত অন্য সকল প্রকার দোকান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। নৌ কন্টিনজেন্ট মংলা সামাজিক জনসচেতনতা বৃদ্ধির ল্েয সুন্দরবন ইউনিয়ন পরিষদ এলাকায় টহল অব্যাহত রেখেছে।
এছাড়া নৌ ঘাঁটি মংলা, দিগরাজ বাজার, মংলা ফেরিঘাট এবং আশেপাশের এলাকায় টহল পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে এবং করোনা ভাইরাস প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন লিফলেট বিতরণ করে। কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে পটুয়াখালীস্থ নৌ ঘাঁটি শের-ই-বাংলা কর্তৃক কলাপাড়া উপজেলার উত্তর লালুয়া এলাকায় ২০০ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও ৬০টি পরিবারের মাঝে নগদ পাঁচশত টাকা করে বিতরণ করা হয়। নৌবাহিনী নিজস্ব তহবিল হতে সাধারণ হতদরিদ্রের সহায়তার পাশাপাশি নৌবাহিনীতে কর্মরত অসামরিক দরিদ্র সদস্যদেরও সহায়তা প্রদান করে আসছে।