সারা খুলনা অঞ্চলের খবর

15
Spread the love

পৌর ৭ নং ওয়ার্ডের কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইটাগাছা বৌ বাজারে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

সরকারি বরাদ্ধকৃত ও সাতক্ষীরা পৌরসভার নিজস্ব বরাদ্ধকৃত অর্থায়ণে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের ৬৫০ পরিবারের মধ্যে ১৮৫ পরিবারের মধ্যে বিতরন করা হয়। পর্যায়ক্রমে বাকি পরিবারের মাঝে বিতরন করা হবে।

প্রতিটি পরিবারকে ৫ কেজি চাাল, আলু ৩ কেজি, ডাল ১ কেজি ও হাত ধোয়ার জন্য ১টি করে সাবান দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, ইটাগাছা পুলিশ ফাঁড়ির আইসি ফরিদ হোসেন, এএসআই দুলাল চন্দ্র ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের

সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ন সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আনারুল ইসলাম এতিম, আবুল কালাম, যুবলীগ নেতা ফজলু ঢালী, নাজির হোসেন প্রমুখ।

ফকিরহাটে ভ্রাম্যমান আদালতে ১৮ চালক-কে জরিমানা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ১৮টি মটরসাইকেল মালিককে জরিমানা করেছেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা। শনিবার দুপুর ১২টায় ফকিরহাট বিশ্বরোড মোড়ে অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেড না থাকা সহ সামাজিক দুরত্ব বজায় না রাখায় ১৮টি মটরসাইকেল মালিককে মোট ৮হাজার ৯শত টাকা জরিমানা করেন। এসময় এএসআই তন্ময় কুমার, ভ্রাম্যমান আদালতের পেশকার শেখ রুস্তুম আলীসহ সংগীয় ফোর্স উপস্থিত ছিলেন।

ফকিরহাটে জনশুন্য পরিবেশে আট্টাকী শীতলা মন্দিরে পূজা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের আনুমানিক দুইশত বছরের ঐতিহ্যবাহী আট্টাকী সর্বজনীন শীতলা মন্দিরে বাৎসরিক শ্রী শ্রী শীতলা পূজা অনুষ্ঠিত হয়েছে। তবে এবার করোনা সংক্রমণের প্রভাবে মন্দির এলাকা ছিলনা দর্শনার্থী ও ভক্তবৃন্দদের ভীড়। অল্প কয়েকজনের উপস্থিতিতে শনিবার বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি ডাঃ অরবিন্দ পাল (মনি) জানান, এবার করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে কোন রকমে জনসমাগম না ঘটিয়ে শুধুমাত্র বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, প্রতি বছর দূর-দুরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ও ভক্তবৃন্দদের আগমনে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও হিন্দু ধর্মীয় ভাবগাম্ভীর্জের মধ্য দিয়ে শীতলা পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এ উপলক্ষে মন্দির কমিটির বিশাল মেলার ধর্মীয় মেলার আয়োজন করেন। মেলায় দূর-দুরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দ ও দর্শনার্থীর আগমন ঘটে। এছাড়াও পূজা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনায় দরিদ্রদের মাঝে

খাদ্য সামগ্রি বিতরণ

খবর বিজ্ঞপ্তি

খুলনায় দিনমজুর শ্রেণীর ১৫০টি পরিবারকে এক সপ্তাহের খাদ্য সামগ্রি দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা মো. নূর আলম মিয়া। আজ শনিবার দুপুরে খুলনার রূপসা উপজেলার মিল্কি দেয়াড়া গ্রামে তার নিজ বাড়ির আশপাশের নি¤œ আয়ের ১৫০টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রি দেয়া হয়। খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ ও সাবান। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অসামাজিক কার্যকলাপ ও মাদকের ছোবল থেকে কেশবপুরের বেলকাটি গ্রামকে রক্ষার দাবী

কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥

অসামাজিক কার্যকলাপ ও মাদকের ছোবল থেকে কেশবপুরের বেলকাটি গ্রামকে রক্ষার দাবী করা হয়েছে। কেশবপুর উপজেলার বেলকাটি গ্রামের ৬২ জন স্বাক্ষরিত লিখিত সূত্রে জানাগেছে, উপজেলার বেলকাটি গ্রামের সেলিনা খাতুনের বাড়িতে দীর্ঘদিন যাবৎ অসামাজিক কার্যাকলাপ চলে আসছিল। সাথে সাথে মাদকের রমরমা আসরও বসে। যার ফলে এলাকার উঠতি বয়সের যুব সমাজ ধ্বংশের দারপ্রান্তে পৌছেয়েছে। শিক্ষার্থীদের লেখা-পড়াও চরমভাবে বিঘিœত হচ্ছে। সেলিনা খাতুন অসামাজিক কার্যকলাপ ও মাদকের রমরমা আসর বসিয়ে অঘাত সম্পদের মালিক হয়েছে। অসামাজিক কার্যকলাপ ও মাদকের ছোবল থেকে রক্ষা পেতে গত ৩১ মার্চ বেলকাটি ও সাগরদত্তকাটি ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ খলিল মোড়লের সভাপতিত্বে বেলকাটি গ্রামবাসির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে অসামাজিক কার্যকলাপ ও মাদকের ছোবল থেকে রেহাই পেতে উপজেলা প্রশাসনের নিকট আবেদন করার  সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  এব্যাপারে সেলিনা খাতুন তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবী করেন।

কেশবপুরে ওড়নায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মহত্যা

আলমগীর হোসেন, কেশবপুর (যশোর) থেকে ॥

কেশবপুরের বসুন্তিয়া গ্রামে ওড়নায় ফাঁস দিয়ে মাহফুজা খাতুন (১৬) নামে এক ছাত্রী আগ্নহত্যা করেছে। জানাগেছে, উপজেলার বসুন্তিয়া গ্রামের আফছার আলী সরদারের মেয়ে মাহফুজা খাতুন  শনিবার সকালে মা-বাবার সাথে টুকিটাকি কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে আড়ার সাথে ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মাহফুজা খাতুন  মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২০ সালের এস এস সি পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা দিয়েছে। মাহফুজা খাতুনের মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানসহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

কেশবপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানার এস আই মেহেদী হাসান ও এ এস আই আব্দুস সালাম সঙ্গীয় ফোঁস নিয়ে শনিবার সকলে যশোর- সাতীরা সড়কের পাশে বাদুড়িয়া মোড় থেকে মটরভ্যানে ৭ টি প্যাকেটে মোড়ানো ৭ কেজি গাঁজাসহ ২ জনকে হাতেনাতে আটক করে। আটক ব্যক্তিরা হলেন পাঁটকেলঘাটা থানার কুমিরা গ্রামের মৃত মতলেব আলী মোড়লের ছেলে আমিরুল ইসলাম (৩৮) ও ফরিদপুর জেলার আলোয়া কান্দি গ্রামের আব্দুর বর মুন্সির ছেলে সেকেন্দার আলী (৪২)। এ ব্যাপারে আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

যশোরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী আরিফ বিহারিকে নিয়ে পরিবারের নাটক!

যশোর অফিস

যশোর  শহরের মোল্লাপাড়ার  শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী আরিফ বিহারি এখন কোথায় এপ্রশ্ন যশোর ও ঝিনাইদহবাসীর? একই সাথে জনমনে সংশয়, হঠাৎ লোকচুর আড়ালে গিয়ে আরিফ আবার কোনো নতুন খুন-খারাবি ঘটাবে না তো? রীতিমতো পরিবারের প থেকে তাকে রার জন্য নানামুখি মিথ্যাচার চালানো হচ্ছে।

পারিবারিকভাবে দাবি করা হচ্ছে, আরিফকে অপহরণ করা হয়েছে। যার সত্যতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে এলাকাবাসী ও সচেতন নাগরিকদের মধ্যে। তার পরিবারের বিভ্রান্তিকর বক্তব্যে এ প্রশ্ন আসাটাও অনেকটা স্বাভাবিক, কারণ একেক সময় একেক বক্তব্য দিয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে ভূল বুঝিয়ে অন্ধকারে ঠেলে দিচ্ছে। এতে জনমনেও বিভিন্ন সন্দেহ ঘনীভূত হচ্ছে। যারা পেশাদার অস্ত্র ব্যবসায়ী আরিফের পূর্বের কর্মকান্ড ও সন্ত্রাসী কার্যকলাপ সম্পর্কে জানে তারা সবাই ধারণা করছেন এর পেছনে আবার কোনো রহস্য লুকিয়ে নেই তো? এসব প্রশ্নের কোনো কিছুই অবান্তর নয়। কারণ আরিফ পারিবারিক ভাবেই অস্ত্র ব্যবসা ও চুক্তিভিত্তিক খুন-খারাবির সাথে জড়িত। যশোরের জনপ্রিয় আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন হত্যা, হাফিজুর হত্যাসহ মাদক, অস্ত্র চোরাচালানসহ প্রায় ১০/১২টি মামলার আসামী দুর্ধর্ষ আরিফ। অন্যদিকে তার ভাই শাকিল নিজে একাধিক অস্ত্র মামলার আসামী ও সন্ত্রাসী। সর্বশেষ ২০১৯ সালের নভেম্বরে ঝিনাইদহের কালীগঞ্জে শাকিল অস্ত্রের চালান নিয়ে গ্রেফতার হয় র‌্যাবের হাতে। ছোট ভাই সানী বিহারী তার বড় ভাইদের মাথা উঁচুই করে রেখেছে। এমন কোন অপরাধ নেই যার সাথে সানির সম্পৃক্ততা নেই। সর্বশেষ গত মার্চ মাসে ছিনতাই মামলায় গ্রেফতার হয় সানি। কোনো অজানা রহস্যের কারণে গ্রেফতারের ২দিন পরেই সে জামিনে বেরিয়ে আসে। এরকম একটি সন্ত্রাসী পরিবারের কান্ডারি শীর্ষ সন্ত্রাসী আরিফ বিহারী হঠাৎ করেই অপহৃত হবে এটা বিশ্বাস করতে পারছেন না এলাকাবাসী। ইতিপূর্বে ঢাকাও অস্ত্রের চালানসহ র‌্যাবের হাতে ধরা পড়েছিল সন্ত্রাসী আরিফ।

কাজেই আরিফকে কেন্দ্র করে তার পরিবার মিথ্যাচার করছে এই সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। গত ২৩ মার্চ যশোরে এক সংবাদ সম্মেলনে আরিফের পরিবার দাবী করে তারা আরিফের অপহরণের বিষয়ে থানায় জিডি করেছে অথচ থানা এ বিষয়ে কিছুই জানে না এবং সে রকম কোনো অভিযোগও তারা পাননি। আবার বলা হয়, যশোর অভিমুখে পিরোজপুর কালারহাট নামক জায়গায় অপহরনকারীরা তাদের নামিয়ে দিয়ে আরিফকে তুলে নিয়ে যায়। একই সাথে বলা হয় কালীগঞ্জ থানা এলাকায় প্রাণী সম্পদ অফিসের সামনে থেকে আরিফকে তুলে নেয়া হয়। ঘটনা একটা হলে ঘটনার স্থান দুইটা  হয় কিভাবে এ নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আবার কালারহাটে তাদের নামিয়ে দিলে তারা থানায় ফোন করেন আবার একই সাথে তারা অভিযোগ করেন অপহরণকারীরা তাদের সবার ফোন নিয়ে যায়। ঐ মুহূর্তে তাদের ফোন না থাকলে তারা সাথে সাথে কিভাবে থানায় জানালেন যা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। এসব পরস্পর বিরোধী বক্তব্যই সন্ত্রাসী আরিফের অপহরণের বিষয়টি নাটক বলে প্রমান করে।

অনুসন্ধানে জানা যায়, পিরোজপুর কালারহাট মেইন রোডের পাশে একটি গাড়ি আগে থেকেই এসে অপো করছিল। আর কিছুণ পর পুলিশও আসে, কিন্তু কাউকে কেউ তুলে নিয়ে গেছে এরকম কোনো কিছু দেখেনি এলাকাবাসী।

এদিকে শীর্ষ সন্ত্রাসী আরিফের ঘনিষ্ঠজনদের বরাতে জানা যায়, এধরনের ঘটনা নতুন কিছুই না। প্রায়ই ১০/১২ জন লোক নিয়ে শাকিলের সাথে জেলে দেখা করতে যাওয়া, গ্রেফতারের পরপরই সানিকে মোটা অংকের টাকার বিনিময়ে জামিনে মুক্ত করা, সংবাদ সম্মেলনে অস্ত্র ব্যবসায়ী ভাই শাকিলের সাথে দেখা করার বিষয়টি লুকানো সব কিছুই সাঁজানো নাটকের ইংগিত বহন করে। এর আগেও প্রশাসনকে বোকা বানানোর জন্য এধরনের একাধিক নাটক করেছে আরিফের পরিবার।

তাই প্রশ্ন দেখা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে অন্ধকারে রেখে কোনো অসৎ উদ্দেশ্য হাসিল করার লইে তার পরিবার এখন টালমাটাল।

এলাকাবাসীর আশংকা এবার কাকে টার্গেট করেছে আরিফ? কোন মায়ের বুক খালি করবে সন্ত্রাসী আরিফ ও তার দল? এনিয়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন এলাকাবাসী। এব্যাপারে প্রশাসনের আশু হস্তপে কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

যশোরে প্রতিবন্ধী কিশোরী চার মাসের অন্ত:সত্ত্বা :লম্পট গ্রেপ্তার

যশোর অফিস

এবার যশোওে এক ভিক্ষুকের প্রতিবন্ধী কিশোরী (১৭) চার মাসের অন্ত:সত্ত্বা হওয়ার ঘটনায় পুলিশ রানা নামে এক লম্পটকে গ্রেপ্তার করেছে। সে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আকতার হোসেনের ছেলে। শনিবার কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পুলিশ জানায়, প্রতিবন্ধী ওই কিশোরী রানার বাড়িতে ভাড়া থাকে। প্রতিবন্দী কিশোরীর বাবা মা দু’জনে ভিক্ষা করে সংসার চালায়। দিনের অধিকাংশ সময় বাবা মা ভিক্ষা করে বেড়ানোর ফলে প্রতিবন্ধী কিশোরী বাড়িতে একা থাকে। রানা তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক মাস আগে থেকে ধর্ষণ করে আসছিল। ওই কিশোরী শারীরিক পরিবর্তন হওয়ায় তার মা জিজ্ঞাসাবাদ করে। এসময় রানা তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে বলে জানায়। এরপর তারা রানাকে বিয়ের জন্য বললে তাদেরকে মারপিটের হুমকি দেয়। এ ঘটনায় শুক্রবার প্রতিবন্ধীর পরিবার থেকে থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ শুক্রবার রাতে লম্পট রানাকে আটক করে।  কোতয়ালি থানার এসআই মাহাবুব আলম লম্পট রানাকে আটক করার কথা স্বীকার করে বলেছেন, এ ঘটনায় মামলা হয়েছে। শনিবার কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

যশোরে এক এমপি ও জেলা আ’লীগ সম্পাদক

কর্তৃক গরিবদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

যশোর অফিস

যশোরে করোনার প্রভাবে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। শনিবারও যশোরের বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়েও যশোরে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। অনেকে বাড়ি বাড়ি গিয়েও খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন।

শনিবার সকাল ১১টায় যশোর চৌগাছা ও ঝিকরগাছায় কর্মহীন দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে স্থানীয় এমপি ডা. মেজর জেনারেল (অব) নাসির উদ্দিন। তিনি দুই উপজেলায় মোট আড়াই হাজার প্যাকেট খাদ্য সহায়তা প্রদান করেন। এর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, লবন, সাবান। এদিকে যশোরের ৮টি উপজেলার ১০ হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পৌছে দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। শনিবার সকালে তার দেয়া খাদ্য সামগ্রী ট্রাকে করে ৮টি উপজেলাতে পাঠানো হয়। সংকট অব্যাহত থাকলে এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম তেল, ১ কেজি আলু ও ৫০০ গ্রাম পেঁয়াজ। এ খাদ্য সামগ্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে বলে জানাগেছে।

যশোরে করোনা প্রতিরোধে জাগপা’র মাস্ক বিতরণ

যশোর অফিস

করোনা ভাইরাস মোকাবেলায় সচেতন করার ল্েয শুক্রবার বিকালে যশোর শহরের ষষ্ঠীতলাপাড়া বিপি রোড মোড়ে কয়েকশ শিশু, কিশোর, যুবক, বৃদ্ধদের মাস্ক বিতরণ করা হয়েছে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত এ মাস্ক বিতরণ করেন। এসময় অমিত বলেন, করোনা ভাইরাস আজ পৃথিবী জুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এ সময় সকলতে সচেতন হওয়ার আহবান জানিয়ে সরকারের নীতি মেনে চলার আহবান করেন তিনি। একই সাথে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন।

যশোরে ৪শতাধিক নারী পুরুষের মাঝে ত্রান বিতরণ

যশোর অফিস

শনিবার ৪ এপ্রিল সকালে যশোর শহরের লালদিঘির পূর্ব এলাকায় চার শতাধিক কর্মজীবী নারী পুরুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

যশোর শহরের পৌর বাজারএলাকার ব্যবসায়ী মাহমুদুল হাসান এর নিজ উদ্যোগে সকালে শহরের লালদিঘীর পূর্বপাড় এলাকায় একান্ত খেঁটে খাওয়া দিন আনা দিন খাওয়া কর্মজীবি ৪ শতাধিক নারী পুরুষের মাঝে চাল আলু পিয়াজ তৈল বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন, মহিদুল ইসলাম রাব্বী, সাইদুল ইসলাম সাব্বির, মঈনুল ইসলাম ইরফান, আলআমিন, বিপ্লব হোসেন, শাহবুদ্দিন আহমেদ প্রমুখ।

যশোর হৈবতপুর গ্রাম থেকে ইজিবাইক চুরির তিনপর উদ্ধার : ৩ চোর গ্রেপ্তার

খুলনাঞ্চল রিপোর্ট

সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের কাজী নজরুল ইসলাম কলেজের পার্শ্ব থেকে ইজিবাইক চুরি করার অভিযোগে তিন চোর গ্রেফতার হয়েছে। এ সময় তাদের দখল হতে দু’টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত চোরেরা হচ্ছে,যশোর শহরের আরবপুর খোয়ারাস্তা এলাকার আব্দুল খালেকের ছেলে রবিউল ইসলাম সহোদর সিদ্দিকুর রহমান ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা বর্তমানে আরবপুর খোয়ার রাস্তার মোড়ের বসবাসকারী দাউদ হোসেনের ছেলে সিরাজ। এঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের কাজী নজরুল ইসলাম কলেজের পার্শ্বে লিয়কত আলী নিজে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। গত ১ এপ্রিল দুপুরে লিয়াকত আলী তার ইজিবাইক বাড়িতে রেখে খাবারের জন্য পার্শ্বে যায়। সংঘবদ্ধ চোরেরা লিয়াকত আলীর বাড়ি হতে তার ইজিবাইক চুরি করে সটকে পড়ে। পরে লিয়াকত আলী বিভিন্ন স্থানে খোঁজা খুজির এক পর্যায় শুক্রবার বিকেলে শহরের স্টেডিয়াম পাড়া এলাকায় তার ইজিবাইকের সন্ধান পেয়ে কোতয়ালি মডেল থানা পুলিশকে জানালে পুলিশ  দু’টি ইজিবাইক উদ্ধার  করে। এ সময় চোর চক্রের সক্রিয় সদস্য সিরাজ, রবিউল ইসলাম ও সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে ইজিবাইক চুরির অভিযোগে মামলা দায়ের রুজু করে আদালতে সোপর্দ করা হয়।

মণিরামপুরে গৃহবন্দি ৭৫০ পরিবারের পাশে প্রবাসী জসীম

যশোর অফিস

মালয়শিয়ায় প্রবাস জীবনযাপন করছেন যশোরের মণিরামপুর উপজেলার ইত্যা গ্রামের জসীম উদ্দীন। করোনা ঝুঁকির মধ্যে প্রবাসে বসেই মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের ১৫ গ্রামের কর্মহীন গৃহবন্দি ৭৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। পরিবারের স্বজনদের মাধ্যমে এলাকার কর্মহীন দরিদ্র মানুষের তালিকা করে তিনদিন ধরে প্রত্যেকটি পরিবারে চাল-ডাল-তেল পৌছে দেওয়া হচ্ছে।

গতকাল শনিবার দুপুরে ইত্যা গ্রামের ঋষিপাড়া মন্দিরের পাশে দ্বিতীয়দিনের মত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ঋষিপাড়ার ৬৩ পরিবারের সদস্যদের মধ্যে সাত কেজি চাল, এক কেজি ডাল ও আধা কেজি ভোজ্যতেলের একটি করে প্যাকেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাশিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আহাদ আলী, পুলিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুর রাজ্জাক, প্রবাসী জসীম উদ্দীনের বাবা মো. জয়নাল মোড়ল, জসিমের ভাই মো. মহিউদ্দীন প্রমুখ।

ত্রাণের প্যাকেট পেয়ে ঋষিপাড়ার বাসিন্দা রেখা রানী বলেন, ‘আমি ইত্যা বাজার পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করি। দোকানদারেরা কিছু পয়সাকড়ি দেয়। তাতেই আমার ৫ জনের সংসার চলে। কিন্তু ১০/১২ দিন ধরে বাজার বন্ধ। কোন কাজ নেই। না খেয়ে মরছি। এই প্রথম কেউ ত্রাণ সহয়তার খাবার দিলো। এতে কমপক্ষে তিনদিন চলবে।’

ভ্যানচালক বেত কুমার দাস বলেন, ‘বাইরে মানুষজন নেই। ভাড়াও হচ্ছে না। এজন্য ১০দিন ধরে বাড়ি থেকে ভ্যান বের করিনি। ঘরে খাবার নেই। জসীমের দেওয়া চাল-ডালে তিনদিন সংসার চলানো যাবে। আমিও এই প্রথম কোন খাদ্য সহায়তা পেলাম।’

‘প্রবাসী জসীম উদ্দীনের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ’ এমন লেখা ব্যানার একটি পিকাপের সামনে লাগিয়ে গত শুক্রবার থেকে গ্রামে গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আজ রোববার বিতরণ কাজ শেষ করা হচ্ছে। গত দুইদিনে ৬২৫টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।   

মালয়শিয়া প্রবাসী জসীম উদ্দীন মুঠোফোনে বলেন, ‘১৯ বছর ধরে আমি মালয়শিয়ায় আছি। বিদেশে থাকলেও কিন্তু মন পড়ে থাকে গ্রামে। এলাকার মানুষের যে কোন সংকটে আমি এগিয়ে যাই। করোনাভাইরাস প্রতিরোধে সারা বিশ্বের মত বাংলাদেশেও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে সরকার দোকান-পাট, বাজার, পরিবহন সবকিছু বন্ধ রাখার আহবান জানিয়েছে। এতে দরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। মানবেতর দিনযাপন করছেন তারা। যে কারণে আমার পরিবারের সদস্যদের মাধ্যমে ইউনিয়নের ১৫টি গ্রামের কর্মহীন দরিদ্র মানুষের তালিকা তৈরি করে প্রত্যেকটি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দেওয়ার ব্যবস্থা করেছি। প্রবাসে থাকলে দেশমাতৃকার জন্যে বোধ হয় বেশি মন কাঁদে।’

কাশিমনগর ইউপি চেয়ারম্যান জিএম আহাদ আলী বলেন, ‘সরকারি বরাদ্দ আসছে একাবারেই সীমিত। আমার ইউনিয়নে সরকারি বরাদ্দের চাল এ পর্যন্ত মাত্র ২০টি পরিবারে দেওয়া সম্ভব হয়েছে। জসীম উদ্দীনের মত মানুষ এগিয়ে না এলে জাতির এই ক্রান্তিকালে দুর্যোগ মোকাবেলা করা সরকারের একার পক্ষে অত্যন্ত কঠিন। জসীমের পক্ষে ইউনিয়নের ১৫টি গ্রামের ৭৫০টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। দরিদ্র পরিবারের তালিকা তৈরি করতে স্থানীয় ইউপি সদস্যদের কাজে লাগানো হয়েছে। যে কারণে অত্যন্ত সুচারুভাবে ত্রাণ সামগ্রী বিতরণ কাজ চলছে।’

কয়রায় এমপি বাবুর পক্ষে জীবানু নাশক পানি স্প্রে

কয়রা প্রতিনিধি

কয়রা উপজেলার বিভিন্ন সড়কে কয়রা পাইকগাছার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবুর পক্ষে ট্রাকে করে রাস্তাজুড়ে জীবানু নাশক পানি স্প্রে করা হচ্ছে। শনিবার সকাল ১১ টায় আমাদী ইউনিয়নের নাকশা মসজিদকুড় সড়কে জীবানু নাশক পানি স্প্রে করতে দেখা গেছে। এসময় পথচারি জুলফিক্কার বলেন, মসজিদকুড় নাকশা রাস্তাটি সংস্কারের জন্য খোয়া বিছানো হয় কিন্তু কাজ বন্ধ থাকায় রাস্তায় গাড়ি ঘোড়া চললে এত পরিমাণ ধুলাবালি উড়ে যে আমরা রাস্তায় বের হতে পারি না এমনকি বাড়ী ঘরে ধুলার প্রলেপ পড়ে গেছে। বিগত ২ দিন এমপি বাবুর দেয়া ব্লিচিং পাউডার দিয়ে কৃষকলীগ নেতা শাহিনুর ট্রাকে করে পানি স্প্রে করায় জীবানু মুক্ত হচ্ছে এছাড়া ধুলাবালি উড়ছে না সেজন্য আমরা রাস্তার বের হতে পারছি। স্থানীয় ডাক্তার মুনছুর আলী বলেন, রাস্তার ধুলাবালির কারনে বিগত ১ বছরে আমি যে কাশির ঔষধ বিক্রি করেছি, আর গত ১ মাসে সেই পরিমাণ ঔষধ বিক্রি হয়েছে। এজন্য এমপি সাহেবের এ জনসেবা উদ্যোগকে ধন্যবাদ জানাই এবং তার জন্য দোয়া করি সাথে সাথে কৃষকলীগ নেতা শাহিনুর রহমানকে ধন্যবাদ জানাই যে তিনি এমপি সাহেবের পক্ষে সম্পূর্ণ আমাদী ইউনিয়ননে বিভিন্ন সড়কে জীবানু নাশক পানি স্প্রে করছেন। কৃষকলীগ নেতা শাহিন বলেন, আমি এমপি সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন যাতে করে নাকশা মসজিদকুড়ের মানুষ ধুলাবালির হাত থেকে রক্ষা পেতে পারে সে জন্য প্রতিদিন একবার করে নাকশা মসজিদকুড় রোডে পানি দিচ্ছি এবং বিভিন্ন সড়কে জীবানু নাশক পানি স্প্রে করছি।

নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্যসামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন শ্রমজীবী মানুষের সাহায্যার্থে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শনিবার নগরীর বিভিন্ন ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। সকাল ৮টায় সিটি মেয়র নগরীর ২৮নং ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ডের দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। পরে তিনি পৃথক পৃথকভাবে বিআইডিসি রোডস্থ আওয়ামীলীগ কার্যালয়সহ নগরীর ১৫, ১০, ১, ২, ২৫, ৭, ২৬, ১৬ ও ৬ নং ওয়ার্ড এলাকার কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আওতায় গতকাল শুক্রবার ১২টি ওয়ার্ড এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক ওয়ার্ড এলাকার ৩’শ পরিবারের মাঝে ১০ কেজি চাউল ও ১ কেজি করে ডাল, আলু, পেয়াজ ও লবন বিতরণ করা হচ্ছে।

খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, দৌলতপুর থানা আওয়ামীলীগের সভাপতি শেখ সৈয়দ আলী, মহানগর আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোমাদ্দার, কেসিসি’র প্যানেল মেয়র মো: আমিনুল ইসলাম মুন্না, মো: আলী আকবর টিপু, মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর আজমল আহমেদ তপন, এস এম খুরশীদ আহম্মেদ টোনা, শেখ আব্দুর রাজ্জাক, মো: সাইফুল ইসলাম, মো: সুলতান মাহমুদ পিন্টু, মো: গোলাম মাওলা শানু, মো: আনিছুর রহমান বিশ্বাষ, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, ইমাম হাসান চৌধুরী ময়না, সংরক্ষিত আসনের কউন্সিলর পারভীন আক্তার, সাবেক কাউন্সিলর আলহাজ্ব শেখ মজনুসহ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগর ভবনে খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে সাবান বিতরণ করেন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ৭৭ হাজার ২’শ ৬টি পরিবারের প্রত্যেককে ৫টি করে ৩লক্ষ ৮৬ হাজার ৩০টি সাবান বিতরণ করা হচ্ছে। খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফাসহ অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

৫-১১ এপ্রিল থেকে খুলনায় পত্রিকা বিলি বন্ধ রাখার সিদ্ধান্ত হকার্স ইউনিয়নের

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

৫ এপ্রিল রবিবার থেকে ১১ এপ্রিল শনিবার পর্যন্ত খুলনায় পত্রিকা বিলি বন্টন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা সংবাদ পত্র হকার্স ইউনিয়ন। ইউনিয়নের সভাপতি সরদার আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম তালুকদার সাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ঐ পত্রে বলা হয় করোনা ভাইরাসের জন্য পাঠক আর পত্রিকা নিতে চাচ্ছে না এবং পত্রিকার বিলও পরিশোধ করছে না। তা ছাড়া তারাও সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় পত্রিকা বিলি করতে গিয়ে অনেকটা আতংকিত। অনেক পাঠকও পত্রিকা নিয়ে তাদের বাড়িতে এবং অনেক অফিসে ঢুকতে দিচ্ছে না। সার্বিক দিক বিবেচনা করে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত পত্রিকা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পূর্বেও ২ দফা পত্রিকা বিলি বন্ধ রাখা হয়  ২৭ থেকে ৩১ মার্চ এবং ১ থেকে ৪এপ্রিল পর্যন্ত । পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত খুলনায় সকল পত্রিকা বিলি বন্ধ থাকবে এবং খুলনা জেলা সংবাদ পত্র হকার্স ইউনিয়নের সকল সদস্যকে সতর্কভাবে নিজ নিজ গৃহে অবস্থান করতে বলা হলো।

কাজী ফায়েজ মাহমুদ এর উদ্যোগে মুজগুন্নীতে খাদ্য সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি

নগরীর মুজগুন্নী এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) খালিশপুর থানা আওয়ামী লীগ এর সহ-সভাপতি কাজী ফায়েজ মাহমুদ মুজগুন্নী বাসস্ট্যান্ড মোড়ের বস্তিতে শতাধিত পরিবারের মাঝে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে মাস্ক ব্যবহার ও অপ্রয়োজনে বাসার বাহিরে না যাওয়ার পরামর্শ দেন। খাদ্য সামগ্রী বিতরণে আরও উপস্থিত ছিলেন, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনি সহ স্থানীয় পর্যায়ের রাজনৈতিক কর্মীবৃন্দ। কাজী ফায়েজ মাহমুদ এর উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

ডুমুরিয়ায় অসহায় মহিলার হাত ভেঙ্গে দিল প্রতিপক্ষ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় প্রতিপক্ষের  পিটুনিতে হাত ভেঙ্গে গিয়েছে সুখজান  বেগম (৪০) নামের স্বামী পরিত্যক্ত অসহায় এক মহিলার। আহত মহিলা উপজেলার কুলবাড়িয়া এলাকার খোকন মোল্যার পরিত্যক্ত স্ত্রী।এ ঘটনা থানায় একটি  মামলা হয়েছে। মামলার বিবরনী সূত্রে জানা  যায়। ঘটনার  দিন গত ২৫মার্চ সন্ধ্যায় সুখজান  বেগম ও তার ছেলে আলামিন মোল্যা কঁাঁঠালতলা বাজারে যাওয়ার পথে মুুছা  সরদারের বাড়ীর  সামনে পৌছালে  একই এলাকার প্রতিপক্ষ সামাদ সরদার,বিল্লাল সরদার,হেলাল সরদারসহ ওৎ পেতে থাকা ৪/৫ জন দা,লাঠি,সোটা নিয়ে পরিকল্পিত ভাবে  মা-ছেলের উপর হামলা চালানো হয়।এতে সুখজান বেগমের ডান হাতটি ভেঙ্গে যায় এবং ছেলে আলামিনের একটি চোখ গুরুতত্বর জখম হয়। পরে স্থনীয়রা আহত মা-ছেলেকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া ও পরে উন্নত  চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। তবে  এ ঘটনায় মামলা  গ্রহনের পর ৪দিন পেরিয়ে গেলেও কোন আাসাামি আজও আাটক হয়নি। ঘটনা প্রসংগে ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন এঘটনায়  মামলা  হয়েছে এবং আসামি গ্রেফতার চেষ্টা অব্যহত রয়েছে।

শরণখোলায় সরকারি ১৮ বস্তা চাল সহ ব্যবসায়ী আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ

বাগেরহাটের শরণখোলায় সরকারি বরাদ্ধ হওয়া ১০ টাকা কেজি ধরে হতদরিদ্রদের মাঝে বিক্রির জন্য রেশনিংয়ের ১৮ বস্তা চাল সহ এক ব্যবসায়ী আটক করা হয়েছে। এ ঘটনায় শরণখোলা থানায় দু’জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

শরণখোলা থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ এপ্রিল (শুক্রবার) রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন উপজেলার রায়েন্দা গ্রামের আঃ মজিদ মুন্সীর ছেলে ও তাফালবাড়ী বাজারের মুদি ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম লিটনের গুদাম ঘর থেকে রেশনিংয়ের সরকারি ১৮ বস্তা চাল উদ্ধার করে এবং তাৎক্ষণিক পুলিশ লিটনকে গ্রেফতার করে। এ ঘটনায় মুদি দোকানী মোঃ রফিকুল ইসলাম লিটন (৩৫) ও সাউথখালী ইউনিয়ন আওয়ামীলীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম তারেক (৩৬) কে আসামী করে শরণখোলা থানায় উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় একটি মামলা দায়ের করেন। আটককৃত লিটন বলেন, ওই দিন সন্ধ্যায় তাফালবাড়ী বাজারের বাসিন্দা মৃত আব্দুল হক হাওলাদারের ছেলে ও মেসার্স তারেক এন্টার প্রাইজের মালিক ডিলার মোঃ তরিকুল ইসলাম তারেক কিছু মালামাল রাখাবে বলে তার কাছ থেকে গুদামের চাবি নেয়। এখন দেখছি সরকারী চাল মজুদ করেছে। তারেক আমার বন্ধু বলে বিশ্বাস করে চাবি দিয়েছি। স্থানীয় সুত্র জানায়, তারেক চাল বিতরনের সময় কার্ড ধারীদের নিকট থেকে ৩০০ টাকার পাশাপাশি পরিবহনের নামে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ১০ টাকা আদায় করে আসছেন। এ ব্যাপারে তারেক জানান, তার উত্তোলিত সকল চাল বিতরণ করা হয়েছে। তবে ওই চাল কোথা থেকে আসল তা আমার জানা নাই। এ বিষয়ে ট্যাক অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই বলেন, রেশনিংয়ের চাল বিক্রিয়ের সময় ডিলার আমাকে অবগত করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, উপজেলার সাউথখালী ইউনয়নের ফেরার প্রাইজ ডিলার তরিকুল ইসলাম তারেক ১০টাকা কেজি দরে দুঃস্তদের মাঝে ওই চাল বিক্রী না করে পাচারের জন্য অন্যত্র সরিয়ে রেখেছে। যা আটক রফিকুল ইসলাম স্বীকার করেছে। ওই ডিলারের লাইসেন্স বাতিল সহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.কে আব্দুল্লাহ আল-সাঈদ জানান, এ ঘটনায় ২জনকে আসামী করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অন্য আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

শরণখোলায় ৩ ব্যবসায়ীর জরিমানা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন। গতকাল দুপুরে বাগেরহাটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিক সেনা সদস্যদের নিয়ে উপজেলার রায়েন্দা বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স ডালিম ষ্টোরের মালিক ডালিম ও রহমান ষ্টোরের মালিক আঃ রহমান কে ১ হাজার টাকা করে মূল্য তালিকা না থাকার জন্য জরিমানা করে। এছাড়া বেবী শপ’র মালিক তুফানকে বেবী সামগ্রী বিক্রির অনুমতি না থাকায় ২ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি জনগণকে করোনা ভাইরাস থেকে সচেতন করতে ৭ পাদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া বাংলাদেশ সেনাবাহিনীর লিফলেট বিতরণ করেন।

মণিরামপুরে ৫৫৫ বস্তা সরকারি চাল জব্দ, আটক ১

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে ট্রাকভর্তি সরকারি ৫৫৫ বস্তা চাল জব্দ করেছেন প্রশাসন। শনিবার (৪ এপ্রিল) বিকেলে পৌর এলাকার বিজয়রামপুরের ভাইভাই রাইচ মিলের গুদাম থেকে পুলিশের সহায়তায় এই চাল জব্দ করেন ইউএনও আহসান উল্লাহ শরিফী। সন্ধ্যায় রাইচ মিলের পরিচালক আব্দুল্লাহ আল মামুনকেসহ ট্রাকভর্তি চাল থানা হেফাজতে নেয় পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রক্রিয়া চলছে। চালগুলো শনিবার বিকেল তিনটার দিকে উপজেলা খাদ্য গুদাম থেকে ট্রাক ভরে পার করছিলেন মামুন। তখন চাতালের সামনে থেকে পুলিশ ট্রাকসহ চালগুলো জব্দ করে। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, থানার ওসি রফিকুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

মণিরামপুর থানার এসআই তপন কুমার সিংহ বলেন, দুপুরে সরকারি খাদ্য গুদাম থেকে ট্রাকে করে চাল পাচারের খবর পাই। পরে বিজয়রামপুরের ভাইভাই রাইচ মিলের সামনে এসে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৬-০০২৭) আটক করা হয়। রাইচ মিলের পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ৩০ টাকা দরে ৩৭ মেট্রিক টন কাবিখার (কাজের বিনিময়ে খাদ্য) চাল খাদ্য গুদাম থেকে আমরা তিন জনে কিনেছি। আমার সাথে মণিরামপুর রাইচমিল (চাতাল) মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম ও জগদিস নামে আরেক ব্যবসায়ি রয়েছেন। আজ (শনিবার) খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোন দিয়ে গুদাম থেকে চাল সরাতে বলেন। আমি ট্রাকে করে ৩০ কেজির ৫৫৫ বস্তা  (১৬ মেট্রিকটন) চাল তুলে আমার গোডাউনে আনছিলাম। তখন পুলিশ এসে চাল আটক করে।

মণিরামপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মুন্নার কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে পরে কথা বলছি।

মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, আমরা চালভর্তি ট্রাকসহ রাইচ মিলের পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে হেফাজতে নিয়েছি। এই ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, চালসহ চাতালের পরিচালককে পুলিশের জিম্মায় দেওয়া হচ্ছে। পুলিশ বাদী হয়ে মামলা করবেন। তাছাড়া আমরা এই বিষয়ে আলাদা একটি তদন্ত করব।

খুলনায় নৌকার মাঝিদের মাঝে জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ

তথ্য বিবরণী

খুলনায় করোনাভাইরাস সংক্রমণরোধে ঘরে থাকা কর্মহীন নৌকার মাঝিদের মধ্যে খুলনা জেলা প্রশাসন খাদ্যসামগ্রী বিতরণ করে। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন শনিবার দুপুরে খুলনার রূপসা নদীর বিভিন্ন ঘাটে নি¤œ আয়ের দুইশ জন নৌকা ও ট্রলারের মাঝিদের মাঝে  চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান ও মাস্কসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, যে সকল মানুষ জনপ্রতিনিধিদের মাধ্যমে এখনও সরকারি সহায়তা পায়নি এবং বিশেষভাবে নি¤œ মধ্যবিত্ত শ্রেণির মানুষ, যারা জনসম্মুখে দাঁড়িয়ে ত্রাণ নিতে সংকোচবোধ করেন তাদের এ ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। জনসমাগম পরিহার করে জেলা প্রশাসকের নেতৃত্বে খুলনায় তিনশ স্বেচ্ছাসেবী তরুণ ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কাজ করে যাচ্ছে। খাদ্যসামগ্রী বিতরণকালে পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

অসহায় মানুষের জন্য সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে

                                                     -সিটি মেয়র

তথ্য বিবরণী

করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় শনিবার সকালে খুলনার ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে দূরত্ব বজায় রেখে কর্মহীন নি¤œ আয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে চাল, ডাল, আলু, সাবান, লবনসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। ত্রাণ বিতরণকালে সিটি মেয়র বলেন, করোনাভাইরাস প্রতিরোধে যার যার অবস্থান থেকে সকলের সহযোগিতা করতে হবে। করোনাভাইরাস সংক্রমণরোধে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করা জরুরি। অসহায় মানুষের জন্য সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। দেশের কেউই না খেয়ে থাকবে না।  এসময় ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজমল আহমেদ তপন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না প্রমুখ উপস্থিত ছিলেন। সিটি মেয়র তিনশত নি¤œ আয়ের ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে সিটি মেয়র পর্যায়ক্রমে নগরীর ১০, ১৩, ১৫, ২৫, ১৭, ২৬ ও ১৬ নম্বর ওয়ার্ডের দুই হাজার একশ কর্মহীন নি¤œ আয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

হতদরিদ্রের মাঝে ইসলামী আন্দোলন কেসিসি ৬নং ওয়ার্ডে  খাদ্য সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর দৌলতপুর থানার ৬নং ওয়ার্ডের  উদ্দোগে শুক্রবার (৩ এপ্রিল)  চরমোনাই পীর সাহেব হুজুরের নির্দেশে অসহায়, গরীব ও দিনমজুরদের মধ্যে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৌলতপুর থানা সভাপতি মোঃ তরিকুল ইসলাম কাবির। উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং ওয়ার্ড সভাপতি  মোঃ মাসুদুর রহমান,, মোঃ আলফাত হোসেন লিটন,মাওলানা আনোয়ার হুসাইন,  মোঃ হাবিবুর রহমান বাবু, মোঃ নজরুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আবু সালেহ, মোঃ আরিফ খন্দকার, আমিরুল ইসলাম, মোঃ মুস্তাকিম বিল্লাহ, রবিউল ইসলাম,  মোঃ ইয়াছিন হোসেন, মোঃ আলাল ব্যাপারী ,হাসানুর শেখ,আসলাম শেখ, আব্দুল হক প্রমুখ,

প্রেসকাবে হ্যান্ড ওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

মোংলার দিগরাজ বাজারে জীবাণুনাশক স্প্রে, ঘরে পৌঁছে দেয়া হচ্ছে খাবার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জীবাণুনাশক স্প্রের পাশাপাশি দরিদ্রদের বাড়ীতে খাবার পৌঁছে দেয়া হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দরের শিল্প এলাকার দিগরাজে এ পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করেন বুডিরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র ও প্যানেল চেয়ারম্যান শেখর হালদার। প্যানেল মেয়র শেখর হালদার মাইকিং করে বলেন, দরিদ্রদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হচ্ছে। সুতরাং কেউকে ঘর থেকে বাহিরে না আসার আহবাণ জানান তিনি। এ সময় ওই ইউনিয়নের গ্রাম পুলিশ ও স্থানীয় স্কাউটের সদস্যরাও তাদেরকে সহযোগীতা করেন। এদিকে শনিবার দুপুরে মোংলা প্রেস কাবের সদস্যদের মাঝে হ্যান্ড ওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক নুর আলম শেখ ও মোংলা সরকারী কলেজের প্রভাষক নিগার সুলতানা সুমি।

খুলনা প্রেসকাবের সদস্যদের মাঝে পিপিই বিতরণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসকাবে সাংবাদিকদের জন্য পার্সোনাল প্রটেক্টিভ ইক্্ুযইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন যুবলীগ নেতা, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য এবং এন জে এন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলম মিয়া। আজ শনিবার সকাল ১০ টায় তিনি ৬০ টি পিপিই খুলনা প্রেসকাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজার কাছে হস্তান্তর করেন। আগামী সোমবার তিনি সাংবাদিকদের জন্য খুলনা প্রেসকাবে আরও ৯০ টি পিপিই প্রদানের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসকাবের নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সনি, মো. মুন্সী মাহবুব আলম সোহাগ, হাসান আহমেদ মোল্লা, মোঃ সাঈয়েদুজ্জামান স¤্রাট ও মোঃ জাহিদুল ইসলাম, কাব সদস্য শেখ মাহমুদ হাসান সোহেল, বাপ্পী খান, ইউজার সদস্য রকিবুল ইসলাম মতি প্রমুখ।

খুলনা অঞ্চলের দুস্থ মানুষের পাশে নৌবাহিনী

খবর বিজ্ঞপ্তি

করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বরগুনা নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার উপজেলাসমূহে এবং মংলা কন্টিনজেন্ট মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, একান্ত প্রয়োজনে বাড়ীর বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য নির্দেশনা প্রদান করে। এছাড়া বরগুনা নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলা প্রশাসণের ২০০ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা প্রদানসহ পাথরঘাটা শহর, বাসস্ট্যান্ড মোড় এলাকায় ১০% কোরিনযুক্ত জীবাণুনাশক পানি ছিটিয়ে রাস্তা জীবাণুমুক্ত করে। নৌ ঘাঁটি মংলা কর্তৃৃক দিগরাজ বাজার, মংলা ফেরিঘাট এবং আশেপাশের এলাকায় টহল পরিচালনা করে এবং জনসচেতনতামূলক ১০০টি লিফলেট বিতরণ করা হয়। রাস্তায় প্রতিদিনের মত বিচিং পাউডার/কোরিন মিশ্রিত পানি দ্বারা জীবাণুমুক্ত করা হয়। নৌ ঘাঁটি সোলাম কর্তৃক লবণচরা মোড়, রূপসা সেতু ও টোল পাজা এলাকায় কোরিন ও বিচিং পাউডার মিশ্রিত পানি ছিটিয়ে এলাকা এবং গমনাগমনকৃত ১২০টি যানবাহন জীবাণুমুক্ত করা হয়।

খুলনা নিউমার্কেট সংলগ্ন জোড়া গেইট এলাকায় রিক্সাচালক, ভ্যানচালক, দিনমজুর এবং কর্মহীন ২২৩ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এর মধ্যে ছিল চাল, ডাল, তৈল, আলু, লবণ ও সাবান। এই ত্রাণ উপকরণ দিয়ে প্রত্যেকটি পরিবার কমপক্ষে ০৭ (সাত) দিন জীবিকা নির্বাহ করতে পারবে।

রূপসায় হতদরিদ্র গৃহবন্দি মানুষের মাঝে জেলা বিএনপি’র খাদ্যসামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি

প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের গ্রামের হতদরিদ্র গৃহবন্দি মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি। গতকাল শনিবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু কলেজ মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আমীর এজাজ খান, মনিরুজ্জামান মন্টু, মোল্যা খায়রুল ইসলাম, আবু হোসেন বাবু, হাসানুর রশিদ মিরাজ, রবিউল হোসেন, শেখ আনসার আলি প্রমুখ।

বিকেল সাড়ে ৫টার দিকে সদর থানার ২৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করেন নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন আরিফুজ্জামান অপু, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, তৌহিদুল ইসলাম খোকন, মতিয়ার রহমান, সেলিম হোসেন, মেজবাউল আলম পিন্টু,  মো. ফারুক হোসেন, আব্দুল করিম, আলআমিন, ইয়াকুব জালাল, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম জুলহাস, সাইদুর রহমান, মাসুম, কাওছার আলি প্রমুখ।

ত্রাণসামগ্রী বিতরণকালে মঞ্জু বলেন, বিশ্বব্যাপি মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে আমাদেরকে মানবধর্মে উজ্জীবিত হয়ে সব ভেদাভেদ ভুলে এ মহাসংকট উত্তরণের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। এ সংকটে দল ব্যাক্তি নয়, সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানাতে হবে। এই সংকট থেকে উত্তরণ পেতে হলে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। এই দুর্যোগ শুধু আমাদের নয়, বিশ্বব্যাপি প্রকট আকার ধারণ করেছে। তিনি আবারও দলের জন্য থেকে যার যেটুকু সাহায্য দেয়া সম্ভব তা নিয়ে এগিয়ে আসার আহবান জানান।