মাঠে ময়দানের খবর

5
Spread the love

করোনার কারণে দুটি বিশ্বকাপ স্থগিত করে দিল ফিফা
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাস এশিয়া থেকে ছড়িয়েছে ইউরোপে। সেখান থেকে করোনার বিস্তার এখন মার্কিন যুক্তরাষ্ট্রে। শুক্রবার একদিনেই সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে ১ লাখের বেশি মানুষ। মৃত্যু বরণ করেছে ৮ হাজারের ওপর।
বিশেষজ্ঞদের শঙ্কা, করোনার পরবর্তী গন্তব্য হতে পারে ভারত। ইউরোপ-আমেরিকার চেয়েও নাকি ভয়াবহ হয়ে উঠবে ভারতে। এমন পরিস্থিতিতে দেশটিতে আসন্ন অনুর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজন করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন ছিল আরও আগে থেকে। অবশেষে সেই বিশ্বকাপ আসর স্থগিত ঘোষণা করে দিয়েছে ফুটবলের আন্তর্জাতিক সংগঠন ফিফা।
শুধু ভারতে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপই নয়, পানামা-কোস্টারিকায় অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপও স্থগিত ঘোষণা দিয়েছে ফিফা। আগামী আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। নারীদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী নভেম্বরে। শনিবার ফিফা জানায়, করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে চলতে থাকা উদ্বেগজনক পরিস্থিতির জেরে এই প্রতিযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। টুর্নামেন্টটি শুরু হওার কথা ছিল ২ নভেম্বর থেকে। যা চলার কথা ছিল ২১ নভেম্বর পর্যন্ত। কলকাতা, গুয়াহাটি, ভুবনেশ্বর, আহমেদাবাদ ও নবি মুম্বই- এই পাঁচ ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা নারী বিশ্বকাপের ম্যাচগুলো। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল ১৬টি। আয়োজক হিসেবে অংশগ্রহণকারী দেশ ছিল ভারতও। এর আগে নারীদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারত কখনও খেলেনি। এবারই প্রথম অংশ নেওয়ার কথা ছিল দেশটির। কিন্তু করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত ফিফা কনফেডারেশন্সের ওয়ার্কিং গ্রুপ এই সিদ্ধান্ত নিয়েছে। করোনার প্রভাব খতিয়ে দেখার জন্যই এই গ্রুপ তৈরি করা হয়েছে। তারাই ফিফা কাউন্সিলকে নারীদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের পাশাপাশি নারীদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও স্থগিত রাখার প্রস্তাব দেয়। আগস্ট-সেপ্টেম্বরে নারীদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল পানামা-কোস্টা রিকায়। তবে ফিফার প থেকে এই দুই প্রতিযোগিতার পরিবর্তিত তারিখ ঘোষণা করা হয়নি।

বেলারুশ, বুরুন্ডি, নিকারাগুয়ার পর তাজিকিস্তান
ক্রীড়া প্রতিবেদক
চীন থেকে ইউরোপ, ইউরোপ থেকে আমেরিকা, বাকি এশিয়া, আফ্রিকা গোটা পৃথিবী। প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় মনুষ্য সভ্যতাই স্তব্ধ হয়ে পড়েছে। জীবনই যেখানে অচল, সেখানে খেলাধুলার জায়গা কতটুকু? পৃথিবীর কোথাও খেলাধুলা নেই, সব স্থাপনায় তালা, সামনে নির্ধারিত সব ক্রীড়া প্রতিযোগিতাই স্থগিত হয়ে গেছে। খেলোয়াড়েরাও আর সবার মতো করোনাভাইরাসের সঙ্গে প্রতিরোধ যুদ্ধ করছেন ঘরে অন্তরীণ থেকে।
না, কথায় একটু ভুল থেকে গেলো। পুরো পৃথিবীর খেলাধুলাই বন্ধ নয়। সারা বিশ্ব যখন করোনা আতঙ্কে নিশ্বাস ফেলছে, ফুটবল খেলা চলছে চারটি দেশে। বেলারুশ, নিকারাগুয়া আর বুরুন্ডিতে আগে থেকেই ফুটবল চলছিল। আজ এই তিন দেশের সঙ্গে যোগ দিলো মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান। ফুটবলের সুবাদে ৯০ লাখ মানুষের দেশটির সঙ্গে বাংলাদেশের মৈত্রীর বন্ধন খুব দৃঢ়। রাজধানীর দুশানবের যে স্টেডিয়ামে আজ লিগ চ্যাম্পিয়ন ইশতিকল ও রানার্সআপ খুজান্দ মৌসুম সূচনাকারী সুপার কাপ ম্যাচে মুখোমুখি হয়েছে, সেই সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে গিয়ে বাংলাদেশ দলও হরহামেশাই ফুটবল খেলে। গতকাল সুপার কাপ ম্যাচ দিয়ে নতুন ২০২০ মৌসুম শুরু, আজ রবিবার ১০ দলের তাজিক লিগের উদ্বোধন হবে এখানেই। প্রথম দিনেই তিনটি ম্যাচ। করোনাভাইরাসের বিরুদ্ধে সতর্ক থাকতে লিগের সব ম্যাচই হবে দর্শকশূন্য বদ্ধ স্টেডিয়ামে। সারা বিশ্বেই করোনার সংক্রমণ ছড়িয়েছে। পাশের দেশ উজবেকিস্তানেই ২০৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাজিকিস্তানে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি।

এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো দেশের সব খেলা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে ঘরোয়া খেলাধুলা ৩১মার্চ এবং আন্তর্জাতিক খেলাধুলা ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
গত ১৬ মার্চ দেশের সব ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর এ নির্দেশনা দিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই নির্দেশনা এখন হয়ে গেলো অনির্দিষ্টকালের জন্য। গতকাল শনিবার তিনি বলেছেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের সব খেলাধুলা স্থগিত থাকবে।’
করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব খেলাধুলা স্থগিতের পূনরায় নির্দেশ দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এ সময়ে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সচেতন থাকতে হবে। জনাসমাগম এড়িয়ে চলতে দেশের জনগণকে সচেতন করতে হবে। যে কোনো পর্যায়ের খেলাধুলাতে জনসমাগম ঘটে। তাই পরিস্হিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের সকল প্রকার খেলাধুলা বন্ধ থাকবে।’
এছাড়াও ক্রীড়া প্রতিমন্ত্রী করোনা মোকাবেলায় ইতিমধ্যে দেশের সকল স্টেডিয়াম বিশেষ করে ইনডোর স্টেডিয়াম ও জিমনেশিয়ামগুলো স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন প্রয়োজনে অস্থায়ী হাসপাতাল বা আইসোলেশন সেন্টার করতে পারবে বলে সিদ্ধান্ত দিয়েছেন। ঢাকা মহানগরীসহ দেশে মোট ৮০টি বিভাগীয় এবং জেলা স্টেডিয়াম ও উপজেলা পর্যায়ে ১২৫টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম রয়েছে। এছাড়াও দেশে ২২টি জিমনেশিয়াম, ৭টি ইনডোর স্টেডিয়াম এবং ৫টি মহিলা ক্রীড়া কমপ্লেক্স রয়েছে।

১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ সাদমান-মৃত্যুঞ্জয়ের
ক্রীড়া প্রতিবেদক
স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন সাদমান ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী। ইনজুরি কাটিয়ে ওঠার লড়াইয়ে পাশ মার্ক পেয়েছেন তো বটেই, সঙ্গে দিয়েছেন আরেকটি সুসংবাদ।
হোম কোয়ারেন্টাইনে থাকা দুই ক্রিকেটার ফিরেছেন স্বাভাবিক জীবনে। হাতের অস্ত্রোপচার করাতে জাতীয় দলের টেস্ট ওপেনার সাদমান গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। যুব দলের পেসার মৃত্যুঞ্জয়ের কাঁধে অস্ত্রোপচার করানো হয়েছে সেখানেই। তাদের সঙ্গে ছিলেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী। দেশে ফিরে তিনজনই ছিলেন ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে। করোনাভাইরাসের সতর্কতায় পরিবার থেকে তিনজই ছিলেন বিচ্ছিন্ন। হোম কোয়ারেন্টাইন শেষে এখন দুই ক্রিকেটার গৃহবন্দি। অপোয় আছেন নীল আকাশ দেখার। খোঁজে মুক্ত বাতাসের। তাঁরা জানেন, চার দেয়ালের ভেতরের অক্সিজেন আর মুক্ত বাতাসের অক্সিজেনে কতোটা তফাৎ। হোম কোয়ারেন্টাইনে নিজেকে নিয়ে বাড়তি সতর্ক ছিলেন দুজনই। যে সময় এখন কাটাবেন সেটা আরও কঠিন।

১৪দিন আলাদা থেকে সাকিব ফিরলেন পরিবারে
ক্রীড়া প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের উইসকনসিনের এক হোটেলে ১৪দিন আইসোলেশনে থাকার পর শুক্রবার পরিবারের কাছে এসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পরিবারের কাছে ফিরে গেলেও সামনের কয়েক সপ্তাহ গৃহবন্দি হয়ে থাকতে হবে তাকে।
উইসকনসিনের ওই হোটেল থেকে খুব বেশি দূরে নয় সাকিবের বাড়ি। মাত্র কয়েক মিনিটের দূরত্ব গত ১৪দিনে বেরোতে পারেননি সাকিব। যেতে পারেননি স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনার কাছে। স্ত্রী-সন্তান ও পরিজন এত কাছ থাকলেও তাদের সঙ্গে থাকার সুযোগ হয়নি ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকা এই অলরাউন্ডারের।
অলিম্পিকে ফুটবলারদের বয়সসীমা বাড়াল ফিফা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে বাধ্য হয়েই ‘টোকিও অলিম্পিক ২০২০’ এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও অলিম্পিকের নাম বদলে ২০২০ থেকে ২০২১ হচ্ছে না। কিন্তু যারা খেলোয়াড় আছেন, তাদের বয়স তো আর বসে থাকবে না!
তাই অলিম্পিকের নিয়মের সঙ্গে সঙ্গতি রেখে শুক্রবার বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে, ১৯৯৭ সালের ১ জানুয়ারি কিংবা তার পরে যেসব খেলোয়াড়ের জন্ম, তারা অংশ নিতে পারবেন।
সেেেত্র অলিম্পিক ফুটবলে অনূর্ধ্ব-২৩ ফুটবল দলে আগামী বছর খেলতে পারবেন ২৪ বছর ছুঁইছুঁই খেলোয়াড়রাও। টোকিওতে ২০২১ সালের ২৩ জুলাই অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের আগেই শুরু হয়ে যাবে ছেলেদের ফুটবল বিভাগের খেলা। অলিম্পিকে বয়সসীমা বাড়ানোর বিষয়ে ফিফার প্যানেলের কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন। আগামী অলিম্পিকে ১৬টি ফুটবল দল খেলবে। এখানে অনূর্ধ্ব-২৩ খেলার কথা থাকলেও ২৩ বছরের বেশি তিনজন খেলোয়াড় অনুমতি পান। এখন পাবেন ২৪ বছরের বেশি তিনজন।

৫লাখ পাউন্ড নিয়ে এগিয়ে এলেন মরগ্যান-রুটরা
ক্রীড়া প্রতিবেদক
ইংলিশ ক্রিকেটারদের বেতন কমানো নিয়ে আলোচনা করে আসছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ।
ক্রিকেটাররা নিজেদের বেতন কমাতে শুরুতে রাজী ছিল না। বোর্ডের প্রস্তাব নিয়ে গড়িমসি করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা সাড়া দিয়েছেন। এউয়ন মরগ্যান, জোট রুট, জস বাটলাররা ৫ লাখ পাউন্ড অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ অনুদান শুধু বোর্ডের জন্য নয়, নির্দিষ্ট অংশ কোনো দাতব্য প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। করোনাভাইরাস মহামারীর কারণে ইংল্যান্ডের ২০২০ ক্রিকেট মৌসুম আগামী ২৮মে পর্যন্ত স্থগিত রয়েছে।

টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা দুই ওপেনার বাছলেন টম মুডি
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাসের তা-বে এখন ঘরবন্দি সবাই। খেলার জগতের মানুষদের মাঠের বদলে এখন বেশি সময় কাটছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার এবং বর্তমানে সুপরিচিত কোচ এবং ধারাভাষ্যকার টম মুডিও ব্যতিক্রম নন। টুইটারে ভক্ত-সমর্থকদের সঙ্গে মত বিনিময় করে সময় কাটাচ্ছেন তিনি।
৫৪বছর বয়সী বিশ্বের অন্যতম সফল এই কোচের কাছে একজন জানতে চেয়েছিলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে তার চোখে সেরা দুই ওপেনার কারা? টুইটার পেজে এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে টম মুডি বলেন, ‘কঠিন প্রশ্ন, তবে আমি ডেভিড ওয়ার্নার আর রোহিত শর্মাকে নিয়ে খুশি থাকব।’ মুডি আইপিএলেও কোচ হিসেবে বেশ সফল। শিরোপাজয়ী কোচ এখনও দায়িত্ব পালন করছেন সানরাইজার্স হায়দরাবাদে। এছাড়া বেশ কয়েকটি দলের কোচিং করিয়েছেন।
অস্ট্রেলিয়ান এই সাবেকের চোখে, বর্তমান সময়ে সবচেয়ে ভালো ক্রিকেট মস্তিষ্কের অধিকারি খেলোয়াড়টি হলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তার সবচেয়ে পছন্দ অধিনায়ক বিরাট কোহলিকে। আর রবীন্দ্র জাদেজাকে ভারতীয় দলের সেরা ব্যাটসম্যান মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার।

পুরোনো ঘর রিয়াল মাদ্রিদেই ফিরছেন রোনালদো
ক্রীড়া প্রতিবেদক
রিয়াল মাদ্রিদকে নিজের বাড়িঘর বানিয়ে ফেলেছিলেন। লা লিগার এই কাবে দীর্ঘ ৯ বছর কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলটির কিংবদন্তি ফুটবলার তিনি। ২০১৮ সালে সে মায়া কাটিয়ে চলে যান ইতালিতে, জুভেন্টাসের সঙ্গে করেন চুক্তি।
তুরিনে রোনালদোর সময়টা খারাপ কাটছে না। গত দুই বছরে এখানেও দাপট দেখিয়েই খেলেছেন ৩৫বছর বয়সী পর্তুগিজ যুবরাজ। ৭৫ ম্যাচে গোল করেছেন ৫৩টি। কাবের সঙ্গে চুক্তি আছে ২০২১-২২ মৌসুম পর্যন্ত। কিন্তু হঠাৎ করোনার আক্রমণে সব কিছু এলোমেলো হয়ে গেছে। যে রোনালদোর সঙ্গে আরও বাড়তি দুই বছর চুক্তি করে রাখার কথা ভাবছিল জুভেন্টাস, সেই রোনালদোকেই এখন ছেড়ে দেয়ার চিন্তা করতে হচ্ছে। চলতি মৌসুম বাতিল হয়ে গেলে জুভেন্টাস যে আর্থিক তিতে পড়বে, তাতে আগামী মৌসুমে রোনালদোকে ধরে রাখা কঠিন হবে। সাবেক রিয়াল তারকাও যে সেটি বুঝতে পারছেন না, এমন নয়। স্প্যানিশ গণমাধ্যমের খবর, আগামী ট্রান্সফার উইন্ডোতে রিয়ালে ফেরার ব্যাপারে নাকি আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

জার্মানির সবচেয়ে বড় স্টেডিয়াম এখন করোনা চিকিৎসা কেন্দ্র
ক্রীড়া প্রতিবেদক
মহামারী করোনাভাইরাসের কারণে খেলাধুলা বন্ধ। শূন্য পড়ে রয়েছে বিশ্বের সব স্টেডিয়াম। সারাবছর ক্রীড়াবিদ-দর্শকদের উপস্থিতিতে মেতে থাকে মাঠগুলো। সেগুলো এখন সবই খাঁখাঁ মরুভূমি।
তবে এই বিশাল বিশাল স্টেডিয়ামগুলো পুরোপুরি ফাঁকা রাখার কোন চিন্তা নেই কর্তৃপরে। এরই মধ্যে ইংল্যান্ড ও ভারতে খেলার মাঠেই করা হয়েছে করোনা হাসপাতাল কিংবা চিকিৎসা কেন্দ্র। এবার সে তালিকায় যোগ দিলো জার্মানিও। দেশটির সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম ‘দ্য ওয়েস্টফালেন’ গতকাল শনিবার থেকে রূপ নিলো করোনা চিকিৎসা কেন্দ্রে। জার্মানিতে এরই মধ্যে প্রায় নব্বই হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, মারা গিয়েছে ১২শরও বেশি। তবে ইতোমধ্যে আক্রান্ত ব্যক্তিদের সিগনাল ইদুনা পার্কে আনার দরকার নেই বলে জানানো হয়েছে।

খেলা বন্ধ করবে না বেলারুশ ফুটবল ফেডারেশন
ক্রীড়া প্রতিবেদক
বেলারুশিয়ান প্র্রিমিয়ার লিগ, যেটি দেশটির শীর্ষ ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা বন্ধ করার কোনও কারণই দেখছেন না ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সার্জেই জারদেৎস্কি। বিশ্বজুড়ে করোনাভাইরাস মরামারি আকার ধারণ করলেও বেলারুশে ফুটবলে চালিয়ে নেওয়ার মতো অবস্থা আছে বলে মত এই ফুটবল কর্তার।
বিশ্বের প্রায় সব দেশের ফুটবল লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। সবার সুরার কথা চিন্তা করে বৈশ্বিক প্রতিযোগিতাগুলোও স্থগিত কিংবা বাতিল করা হয়েছে। বেলারুশ এই জায়গায় যেন ‘অন্য পৃথিবী’। করোনার প্রভাব ইউরোপের এই দেশটিতেও কিন্তু পড়েছে। শুক্রবার পর্যন্ত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বেলারুশে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৩৫১ জন, আর মারা গেছে ৪ জন। আগের দিনই বেলারুশ সরকার সব সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে ক্রীড়াঙ্গনের দেশি-বিদেশি সব ইভেন্ট ৬ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে। এই আদেশ জারির পরও জারদেৎস্কি ইএসপিএনকে জানিয়েছেন, ঘরোয়া ফুটবল লিগ ঠিকই চালু থাকবে।

কারফিউ ভেঙে গ্রেফতার এক বিশ্ব রেকর্ডধারী
ক্রীড়া প্রতিবেদক
পুলিশ কর্মকর্তার চেয়েও আসলে অনেক বড় পরিচয় এই কিপস্যাংয়ের। তিনি লন্ডন ২০১২ অলিম্পিকের পুরুষ ম্যারাথনে ব্রোঞ্জ জিতেছিলেন। জিতেছেন লন্ডন, নিউইয়র্ক ও বার্লিন ম্যারাথনে। আর এই বার্লিন ম্যারাথন জয়ের পথেই বিশ্ব রেকর্ড গড়েছিলেন ২০১৩ সালে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কেনিয়ার আইটেন শহরে কারফিউ ভেঙে কিপস্যাং আরও কয়েকজনের সঙ্গে মিলে একটি বন্ধ পানশালায় বসে মদ্যপান করছিলেন গোপনে। সেখান থেকেই আরও ১৯ জনের সঙ্গে গ্রেফতার হন এই ম্যারাথনার।
কিপস্যাং অবশ্য একজন ‘ডোপ পাপী’। এ বছরের গোড়ার দিকে মুত্র নমুনা বিকৃত করার দায়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে এক বছরের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ আছেন।

এক মিলিয়ন ইউরো দান করলেন জাভি
ক্রীড়া প্রতিবেদক
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে একের পর এক সামিল হচ্ছেন ক্রীড়া ব্যক্তিত্বরা। এবার বিশাল অঙ্কের টাকা দান করে একই কাতারে সামিল হলেন জাভি হার্নান্দেজ।
সাবেক বার্সেলানা মিডফিল্ডার ও তার স্ত্রী নুরিয়া কুনিয়েরা এক মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ১৭ লাখ টাকা) দান করেছেন হসপিটাল দে কিনিক বার্সেলোনায়। গতকাল শনিবার এমনটাই ঘোষণা দেয় বার্সেলোনায় অবস্থিত হাসপাতালটি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই দান দেওয়ার জন্য কাতারের কাব আল-সাদের কোচ জাভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা। এর আগে বার্সেলোনা হাসপাতালে এক মিলিয়ন ইউরো করে দান করেছেন লিওনেল মেসি ও পেপ গার্দিওলা।

করোনায় আক্রান্ত বার্সার ভাইস প্রেসিডেন্ট
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লা লিগা চ্যাম্পিয়নস বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট জর্দি কার্দোনার। গতকাল শনিবার মধ্যাহ্নে খবরটি নিশ্চিত করেছে মুন্দো দেপার্তিভো।
বার্সার তৃতীয় ব্যক্তি হিসেবে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন কার্দোনার। ৫৭ বছর বয়সী ভাইস প্রেসিডেন্টের আগে গত সপ্তাহে এই রোগে আক্রান্ত হন কাবের মেডিকেল সাভির্সের প্রধান র‌্যামন ক্যানাল এবং হ্যান্ডবল দলের চিকিৎসক হোসেপ অ্যান্তনি গুতিরেজ। দুজনেরই করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় ২৬ মার্চ। এছাড়াও বার্সেলোনার দণি আমেরিকান স্কাউট আন্দ্রে কুরিও আক্রান্ত হয়েছেন করোনায়। তবে কাবটির কোনো খেলোয়াড়ের এখনও এই রোগের লণ দেখা দেয়নি।

২০২৩ পর্যন্ত বায়ার্নের স্থায়ী কোচ ফিক
ক্রীড়া প্রতিবেদক
অন্তর্বতীকালীন কোচ হিসেবে বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিয়েছিলন হানসি ফিক। এবার ৫৫বছর বয়সী জার্মানকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। ফিক অ্যালিয়েঞ্জ অ্যারেনায় থাকবেন ২০২৩ পর্যন্ত।
প্রধান কোচ নিকো কোভাচের সহকারী হিসেবে ২০১৯ সালে বায়ার্নে যোগ দিয়েছিলেন ফিক। কিন্তু কোভাচ বেশিদিন টিকতে পারেননি অ্যালিয়েঞ্জ অ্যারেনায়। ৩ নভেম্বর ক্রোয়েশিয়ান কোচকে বরখাস্ত করে বাভারিয়ানরা। তার স্থলে ফিককে অন্তর্বতীকালীন কোচ করে বায়ার্ন। গত মৌসুমে মাত্র দুই ম্যাচের জন্য ডাগআউটে দাঁড়িয়েছিলেন তিনি। তবে ২০১৯-২০ মৌসুমে জার্মান জায়ান্টদের হৃদয় জিতে নেন ফিক। তার অধীনে ২১ ম্যাচের ১৮টিতে জিতেছে বায়ার্ন।

বেতন কম নিতে ফুটবলারদের বলবে ইংলিশ লিগের কাবগুলো
ক্রীড়া প্রতিবেদক
প্রাণঘাতী করোনা ভাইরাসে পুরো বিশ্বই থমকে গেছে। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিলও। মহামারি কোভিড-১৯ অর্থনৈতিক দিক থেকেও বিশ্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। ভালো নেই ক্রীড়া আসরগুলোও। এই যেমন বড় ধরনের তির দিকে যাচ্ছে কাব ফুটবলে বিশ্বের সবচেয়ে জমজমাট আসর ইংলিশ প্রিমিয়ার লিগ। তাইতো উপায় না দেখে ফুটবলারদের কাছে হাত পাততে যাচ্ছে প্রিমিয়ার লিগের কাবগুলো।
এমন দুঃসময়ে ফুটবলারদের ৩০শতাংশ বেতন কম নিতে আলোচনা করবে কাবগুলো। লিগ কর্তৃপ কাবগুলোর সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে জানায়, সব কাব এ ব্যাপারে একমত পোষণ করেছে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থাকে ২০ মিলিয়ন পাউন্ড অনুদান দেবে প্রিমিয়ার লিগ। একই সঙ্গে ইংলিশ ফুটবল লিগ ও ন্যাশনাল লিগের কাবগুলোকে ১২৫ মিলিয়ন পাউন্ড অগ্রিম দেবে সংস্থাটি।