কয়রায় এমপি বাবুর পক্ষে জীবানু নাশক পানি স্প্রে

20
Spread the love


কয়রা প্রতিনিধি :


কয়রা উপজেলার বিভিন্ন সড়কে কয়রা পাইকগাছার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবুর পক্ষে ট্রাকে করে রাস্তাজুড়ে জীবানু নাশক পানি স্প্রে করা হচ্ছে। শনিবার সকাল ১১ টায় আমাদী ইউনিয়নের নাকশা মসজিদকুড় সড়কে জীবানু নাশক পানি স্প্রে করতে দেখা গেছে। এসময় পথচারি জুলফিক্কার বলেন, মসজিদকুড় নাকশা রাস্তাটি সংস্কারের জন্য খোয়া বিছানো হয় কিন্তু কাজ বন্ধ থাকায় রাস্তায় গাড়ি ঘোড়া চললে এত পরিমাণ ধুলাবালি উড়ে যে আমরা রাস্তায় বের হতে পারি না এমনকি বাড়ী ঘরে ধুলার প্রলেপ পড়ে গেছে। বিগত ২ দিন এমপি বাবুর দেয়া ব্লিচিং পাউডার দিয়ে কৃষকলীগ নেতা শাহিনুর ট্রাকে করে পানি স্প্রে করায় জীবানু মুক্ত হচ্ছে এছাড়া ধুলাবালি উড়ছে না সেজন্য আমরা রাস্তার বের হতে পারছি। স্থানীয় ডাক্তার মুনছুর আলী বলেন, রাস্তার ধুলাবালির কারনে বিগত ১ বছরে আমি যে কাশির ঔষধ বিক্রি করেছি, আর গত ১ মাসে সেই পরিমাণ ঔষধ বিক্রি হয়েছে। এজন্য এমপি সাহেবের এ জনসেবা উদ্যোগকে ধন্যবাদ জানাই এবং তার জন্য দোয়া করি সাথে সাথে কৃষকলীগ নেতা শাহিনুর রহমানকে ধন্যবাদ জানাই যে তিনি এমপি সাহেবের পক্ষে সম্পূর্ণ আমাদী ইউনিয়ননে বিভিন্ন সড়কে জীবানু নাশক পানি স্প্রে করছেন। কৃষকলীগ নেতা শাহিন বলেন, আমি এমপি সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন যাতে করে নাকশা মসজিদকুড়ের মানুষ ধুলাবালির হাত থেকে রক্ষা পেতে পারে সে জন্য প্রতিদিন একবার করে নাকশা মসজিদকুড় রোডে পানি দিচ্ছি এবং বিভিন্ন সড়কে জীবানু নাশক পানি স্প্রে করছি।