ঢাকা অফিস:
রাজধানীর কারওয়ান বাজারের এক কলার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে শনিবার (৪ এপ্রিল) রাত পৌনে এগারোটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে নিশ্চিত করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, কারওয়ান বাজারের জনতা টাওয়ারের পাশে এক কলার আড়তে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
রাজধানীর কারওয়ান বাজারের এক কলার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।