করোনা : গ্রামে সচেতনতার ফেরিওয়ালা ইউপি চেয়ারম্যান

4
Spread the love

শাহজাহান সিরাজ (কয়রা):

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রোমণরোধে জনসচেতনতা বাড়াতে মাইকহাতে প্রচারনা, লিফলেট বিতরণ, বিভিন্ন সড়ক, বাজার, মসজিদ, হেফজখানা এমনকি মোড়ে মোড়ে জীবানু নাশক পানি স্প্রে করছেন খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার জয়পুর নামক প্রত্যান্ত পল্লীতে তাকে মাইকিং করতে দেখা গেছে। এ কার্যক্রম এক সপ্তাহ ধরে চালাচ্ছেন তিনি। শুক্রবার (৩ এপ্রিল) জুম্মা নামাযের আগে শিমলার আইট অন্তাবুনিয়া জামে মসজিদ মেঘারআইট হাফিজিয়া মাদ্রসাসহ বিভিন্ন মসজিদে নিজ হাতে জীবানু জীবানু নাশক পানি স্প্রে করেন। জানা গেছে বিশ্বজুড়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) একটি আতঙ্কের নাম্ সারা বিশ্বে ৫০ হাজার ছাড়িয়ে গেলেও দেশে মৃতে্যুর সংখা ৫ জনএবং আক্রান্ত১০ লাখের বেশি হলেও বাংলাদেশে চিকিৎসক সহ ৫০ জন। সচেতনাতাই প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমনরোধের একমাত্র উপায় দাবী করে বিশ্বস্বাস্থ্য সংস্থা পরিচ্ছন্নতা, সতর্কতা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় দেশের শহরগুলো মেনে চললেও অনেকাংশে উদাসিন গ্রামীন জনপদ। অজ্ঞ, অশিক্ষিত,হতদরিদ্র খেটে খাওয়া মানুষ গুলো সচেতন না হলে করোনায় বড় ভয়াবহতার আশঙ্কা করছেন সৃশীল সমাজ। সারা বিশ্বে প্রচারনা চললেও করোনা ভাইরাস কি, কোয়ারেন্টাইন কি সেটাও জানেন না গ্রাম অঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ। করোন ভাইরাসের সংক্রমন ঠেকাতেজনসচেনতা বাড়াতে গত এক সপ্তাহ ধরে গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় হাতে মাইক, কখনও লিফলেট, কখনও জীবানু নাশক পানি, কখনও সন্ধ্যাার পর গ্রামের চায়ের দোকান বন্ধ করতে ছুটছেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু। শুধু মাইকিং নয় কযরা-পাইকগাছার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু পক্ষে হত দরিদ্র ও দুস্থ পরিবারের লোকজনের হাতে তুলে দিচ্ছেন মাক্স ও সাবান। বাড়ী বাড়ী পৌছে দিচ্ছেন ভিজিডি কার্ডের চাউল। প্রচার করছেন করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়। বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে না আসার আহবান জানাচ্ছেন তিনি।
ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ছাত্র অবস্থা থেকেই জনগনের সঙ্গে সম্পৃক্ত আছি। জনসাধরনের প্রতিটি দূর্যোগে পাশে থাকার চেষ্ঠা করছি। এখন জনগনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। জনসচেতনতা বাড়াতে পারলে আল্লাহর রহমতে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে। তাই এ প্রচেষ্টা। নিজে বাঁচতে প্রতিবেশিকে সচেতন করা অবশ্যক তাই সবাইকে সাধ্যমত জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন মাননয়ি সাংসদ আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু (এমপি)। তিনি নিজে এসে এবং ফোনে সবসময় কয়রার মানুষের খোঁজ খবর নিচ্ছেন।