বাগেরহাটে করোনা সন্দেহে পুলিশ সদস্য

2

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে পুলিশ বিভাগে কর্মরত এক পুলিশ সদস্যকে করোনায় আক্রান্ত সন্দেহে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ২২ বছর বয়সী এই পুলিশ সদস্যকে আইসোলেশনে নেয়া হয়েছে। এই পুলিশ সদস্য জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে আসলে পর্যবেক্ষণের জন্য তাকে আইসোলেশনে ভর্তি করা হয়। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট শহরের ওই পুলিশ সদস্যের শরীরের সাতদিন ধরে জ্বর, সর্দি ও কাশি থাকায় বৃহস্পতিবার সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাকে অতিরিক্ত সর্তকতার জন্য আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে করোনা আক্রান্ত কিনা তা জানা যাবে।

এদিকে এর আগে করোনা সন্দেহে বাগেরহাট সদর হাসপাতালে চারজন এবং শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন আইসোলেশনে ছিলেন। তাদের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি না থাকায় তারা সবাই নিজ নিজ বাড়িতে স্বাভাবিক জীবন যাপন করছেন বলে জানান তিনি।