মালয়েশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ২৬২৬, নিহত ৩৭

3
Spread the love

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি:


মালয়েশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন। চলমান লকডাউনে আটকানো যাচ্ছে না আক্রান্তের সংখ্যা। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা। তবে উল্লেখযোগ্য ভাবে সুস্থ হয়ে উঠেছেন প্রায় পাঁচ শতাধিক। সোমবার নতুন করে ৯১ জন আক্রান্তসহ তিনজন নিহত হয়েছে। সোমবার মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ঘোষণা অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২৬ জন। এছাড়াও নিহত হয়েছেন ৩৭জন।

এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭৯ জন। করোনা ভাইরাস মোকাবেলায় চলতি মাসের ১৮ মার্চ থেকে মালয়েশিয়া সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে করোনা প্রতিরোধে। মুভমেন্ট কন্ট্রোলের মাধ্যমে চলাচল,ব্যাবসা বানিজ্যসহ বড় ধরনের জমায়েতর কিছু টা কড়াকড়ি আরোপ করে। কিন্তু পরিস্থিতি উল্লেখযোগ্য ভাবে সফল না হওয়ার কারণে জনসাধারণ সহ সব ব্যাবসা প্রতিষ্ঠানে কঠোর নির্দেশনা দিয়ে নতুন করে আরো লকডাউন ১৪ দিন বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন। বর্তমানে মালয়েশিয়ার সড়ক থেকে শুরু করে ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র গুলোতে দুপুর দুইটার ভিতরে বন্ধ করার নির্দেশনা জারি করা হয়েছে। ইতিমধ্যেই লকডাউনের সময় যাতে খাদ্যসহ কোনো ধরনের নাগরিক সমস্যা সৃষ্টি না হয় তার জন্য বড় ধরনের বাজেট ঘোষণা করা হয়।

সরকারি বাজেট এর পাশাপাশি বেসরকারি এবং সেদেশের ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর তহবিলে জমা করেছেন অর্থ। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে মেলেরিয়া ও এইচ আইভির ঔষধ প্রয়োগ করার কথা ভাবছেন বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এটি চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও। ইতিমধ্যেই সেদেশের নাগরিকদের খাদ্য সঙ্কট আছে কিনা সেটি দেখতে প্রধানমন্ত্রী বিভিন্ন শপিংমল ঘুরে দেখেছেন। তিনি জাতির উদ্দেশে বলেন, আমাদের প্রচুর খাদ্য মজুদ রয়েছে, তাই খাদ্য নিয়ে চিন্তিত হবার কোন কারণ নেই। আমরা অবশ্যই মুভমেন্ট কন্ট্রোল অডার যেন মেনে চলি।

আপনার ঘরে অবস্থান করে নিরাপদ থাকুন। এসময় তিনি অযথা ঘোরাঘুরি বা পরিবারের সবাই একসঙ্গে শপিং করতে না করার অনুরোধ করেন। এক পরিবার থেকে একজনকে কেনাকাটা করতে বলেন।