খুলনাঞ্চল রিপোর্ট::
টেকনাফে বিজিবি ও পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে চার মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা, দুইটি দেশীয় তৈরি অস্ত্র, তিন রাউন্ড কার্তুজ ও একটি ধারাল কিরিচ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে টেকনাফের হুীলা ছুরিখাল এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার গভীররাতে বিজিবি জানতে পারে হুীলা নাফনদী সংলগ্ন ছুরিখাল এলাকা দিয়ে মাদকের একটি চালান প্রবেশ করতে পারে। এ খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা টহল জোরদার করে। ভোররাতে মিয়ানমার থেকে একটি নৌকা বাংলাদেশ সীমান্তে আসছে দেখে বিজিবি সিগন্যাল দেয়। মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে নৌকা থেকে লাফ দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে বিজিবি গুলিবিদ্ধ অজ্ঞাত নামা তিন যুবককে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যায়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়সাল খান বলেন, বিজিবির সঙ্গে গোলাগুলিতে তিন মাদক কারবারি নিহত হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মুসা আকবর নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। ঘটনাস্থল তল্লাশি করে ৬ হাজার ইয়াবা, দেশীয় তৈরি ১টি অস্ত্র ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর মধ্যরাতে টেকনাফ হোয়াইক্যং তুলাতলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক হোয়াইক্যং তুলাতলি এলাকার আবুল বশরের পুত্র মুসা আকবর।