অনুদান সংগ্রহ নয়; নিজে নিরাপদে থেকে আতংকিত মানুষকে সাহস যোগাতে হবে: খুলনা আ’লীগ নেতৃবৃন্দ

3
Spread the love

খবর বিজ্ঞপ্তি:

করোনা ভাইরাসের আতংকে দেশবাসী। এসময়ে আতংকিত মানুষের পাশে থেকে সাহস যোগানো আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্ব ও কর্তব্য। দেশের এই দু:সময়ে নিজেকে নিরাপদে রেখে মানুষের সেবা করতে হবে। তবে সাধারণ মানুষ যাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আচরনে কষ্ট না পায় সেদিকে বিশেষ নজর রাখতে হবে। একই সাথে করোনাভাইরাসকে পুঁজি করে কেউ কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে থেকে আওয়ামী লীগ নেতাকর্মী বা সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংগঠনের নামে কোন ধরনের অর্থনৈতিক অনুদান সংগ্রহ করবেন না। অনুদান সংগ্রহ নয় আতংকিত মানুষের পাশে থাকতে হবে। যদি কোন নেতাকর্মীদের নামে এ ধরনের অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মহানগরীর কোন এলাকায় যদি এ ধরনের অনাকাংখিত ঘটনা ঘটে তাহলে অবশ্যই মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানোর জন্য বিশেষ আহবান জানানো যাচ্ছে। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা সহ মহানগর পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আহবায়ক ও যুগ্ম আহবায়কবৃন্দ।