অনির্দিষ্টকালের জন্য বাফুফের নির্বাচন স্থগিত
ক্রীড়া প্রতিবেদক
করোনো ভাইরাসের থাবায় স্থবির দেশের ক্রীড়াঙ্গন। আগামী ২০ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন হওয়ার কথা ছিল। এজন্য ৩ এপ্রিল তফসিল ঘোষণার দিন ধার্য্য ছিল। কিন্তু এ দুটোর কোন কিছুই নির্ধারিত সময়ে হতে দিচ্ছে না মরণ ব্যাধি করোনাভাইরাসের কারণে। শেষ পর্যন্ত ২০ এপ্রিলের নির্বাচন স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশেন (বাফুফে)। গতকাল শুক্রবার বাফুফের নির্বাহী কমিটি নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের পাশাপাশি আরও একটি সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এই নির্বাচনের কাউন্সিলরদের নাম পাঠানোর সর্বশেষ দিন ছিল ৩০ মার্চ। সেটি বাড়িয়ে ৭ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
করোনাভাইরাসে বিশ্ব অচল হয়ে পড়েছে। সব খেলাধুলা বন্ধ হয়ে গেছে। ফিফা ও এএফসি তাদের সব কর্মসূচি বাতিল করেছে। এমনকি এএফসি জানিয়ে দিয়েছে বাফুফে নির্বাচনে তাদের পর্যবেক দল পাঠানো সম্ভব নয়। এমন পরিস্থিতির মধ্যেও বাফুফে আগেই নির্বাচন স্থগিত করতে পারতো। কিন্তু সভাপতি কাজী সালাউদ্দিনসহ ৪/৫ জন কর্মকর্তা চাইছিলেন সঠিক সময়ে নির্বাচন। অধিকাংশেরই আপত্তি রয়েছে। যাক শেষ পর্যন্ত নির্বাচন স্থগিত করা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য।
এবারের বাফুফে নির্বাচক সভাপতি পদে লড়বেন বাফুফের বর্তমাস সহ-সভাপতি বাদল রায়। নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘সালাউদ্দিন ভাইও ঘোষণা দিয়েছেন একই পদে প্রার্থী হওয়ার। অথচ টেলিফোনে আমি তাকে নির্বাচন পেছানোর অনুরোধ রাখি। অবাক লাগে যেখানে জীবন-মরণ সমস্যা সেখানে অনুরোধ করতে হবে কেন? উনার তো উচিত ছিল আগেই নির্বাচন স্থগিত করা। এই কঠিন সময়ে ফেডারেশনের করণীয় কি আছে সেটাই তো গুরুত্ব পাওয়ার কথা।’
এদিকে নাম প্রকাশ না করার শর্তে বাফুফের আরেক সহ-সভাপতি জানিয়েছেন, ‘আসলেও এমন পরিস্থতিতে নির্বাচন করা সম্ভব নয়। তবে ফিফার অনুমতি প্রয়োজন। সেই কারণে শুক্রবার সভা ডাকা হয়েছে। সভাতে না আসলেও চলবে। সবার কাছে ফরম পৌঁছানো হয়েছে। অধিকাংশরা রাজি না থাকলে ফিফার কাছে পাঠাব। আমি নিশ্চিত ফিফাও বলবে নির্বাচন পেছাতে। তবে কবে হবে বলা মুশকিল। অন্তত ৩/৪ মাসে কোনোভাবেই সম্ভব নয়।’
মাত্র ১৫ মিলিয়ন ডলারে নেইমারকে ফেরাচ্ছে বার্সা
ক্রীড়া প্রতিবেদক
গত মৌসুমে নেইমারকে ফেরাতে ১৫০ মিলিয়ন পাউন্ড খরচ করতে চেয়ছিল বার্সেলোনা। কিন্তু একের পর এক বৈঠক সত্বেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে হাতছাড়া করেনি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
তবে এবার কি নেইমারকে ধরে রাখতে পারবে ফরাসি জায়ান্টরা? বলতে গেলে আগামী আসন্ন গ্রীষ্মকালীন দল-বদলের মৌসুমে ‘ঘরের ছেলেকে ঘরে ফেরাতে’ একেবারে বেপরোয়া হয়ে ওঠেছে বার্সা প্রেসিডেন্ট জোসেপ বার্তোমেউ। আর সেেেত্র মাত্র ১৫ মিলিয়ন ডলার খরচ করলেই চলবে কাতালানদের। ‘চু চড়কগাছ’ই হওয়ার কথা। ২০১৭ সালে ক্যাম্প ন্যু ছেড়ে রেকর্ড ট্রান্সফার ফি ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পার্ক দে প্রিন্সেসে ঠিকানা গাড়েন নেইমার। তারপর কি সুখি হতে পেরেছেন ব্রাজিলিয়ান সুপার স্টার? গত মৌসুমে তো তার পিএসজি ছাড়া নিয়ে কত জলই ঘোলা হলো। কিন্তু কিছুতেই কিছু হলো না।
তবে এবার যেন ‘আশার আলো’ দেখতে পাচ্ছেন নেইমার-বার্সা উভয়ে। ইএসপিএন ও স্প্যানিশ ক্রীড়া মাধ্যম স্পোর্ট জানাচ্ছে, ফিফার নিয়মের বিশেষ সুবিদায় মাত্র ১৫ মিলিয়ন পাউন্ডে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি করতে পারবে কাতালানরা। ফিফার আর্টিকেল-১৭ বিধি অনুযায়ী, কোনোও খেলোয়াড় যদি তার ২৭ বছর বয়সের আগে কোনো দলের সঙ্গে চুক্তি করে থাকে তবে তার চুক্তির বাই-আউটের অনুমতি দেওয়া হয়। সেেেত্র গত ফেব্রুয়ারিতে ২৮ বছরে পা রেখেছেন নেইমার। তিনি যদি এখন দল-বদল করতে চান তবে ফিফাই সে দায়িত্ব নেবে। অর্থাৎ নেইমারকে জোর করে রেখে দেওয়ার মতা থাকবে না পিএসজির।
স্পোর্ট আরও জানাচ্ছে, নেইমার যদি দল-বদলে সম্মত হোন তবে পিএসজির রিলিজ কজ আর থাকবে না। নেমে আসবে মাত্র ১৫ মিলিয়ন পাউন্ডে। আর ফিফার নিয়মের সাহায্যে না
করোনায় তিগ্রস্তদের মাঝে খাদ্য বিতরণ বাফুফের
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস যাতে আর বিস্তার ঘটাতে না পারে সে জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার অন্যতম ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি। মানুষ যাতে পরস্পরের সংস্পর্শে এসে করোনা ছড়াতে না পারে তার জন্য অনেক জায়গা লকডাউন ঘোষণা করা হয়েছে।
এসব সিদ্ধান্তের পর বদলে গেছে রাজধানী ঢাকার চেহারা। নিম্নআয়ের মানুষ ও দিনমজুররা এখন দৈনিক খাওয়া যোগাড় করতে পারছে না। এ অবস্থায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা নিজেদের মতো করে তিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ খাবার বিতরণ করবে দুপুরে। গতকাল শুক্রবার থেকে এই খাদ্য বিতরণ কার্যক্রম শুরু করেছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত
ক্রীড়া প্রতিবেদক
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সব ম্যাচ স্থগিত ঘোষণা করেছে আইসিসি। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের কারণেই এমন সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার।
কুয়েত, দণি আফ্রিকা, স্পেন, বেলজিয়াম, মালয়েশিয়া এবং ফিনল্যান্ডে এই ম্যাচগুলো মাঠে গড়ানোর কথা ছিল। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, জুলাই মাসের আগে ম্যাচগুলো হচ্ছে না। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে তার আগে এ বছরই অস্ট্রেলিয়ায় আছে আরেকটি আসর। করোনাভাইরাসের কারণে এ বছরের টুর্নামেন্ট নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
এবার অসহায়দের পাশে বাংলাদেশের দুই ফুটবলার
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের হাত থেকে রা পেতে সবাইকে বাসায় থাকতে বলা হয়েছে। এতে করে নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। দিনমজুরদের জীবনযাপন এখন দুরূহ হয়ে পড়েছে। এই অবস্থায় সমাজের নানা প্রান্ত থেকে তাদেরকে সাহায্য করার জন্য অনেকেই হাত বাড়িয়ে দিয়েছে। সেই তালিকায় এবার যোগ দিলেন বাংলাদেশের দুই ফরোয়ার্ড আরিফুর রহমান ও বিপলু রহমান।
কুমিল্লা সদরে বিবিরবাজারে থাকেন জাতীয় দলের ফরোয়ার্ড আরিফুর। নিজ গ্রাম ছাড়াও শহরে এসে দরিদ্র মানুষদের সাহায্য করতে দেখা গেছে তাকে। প্রায় ৫০জন মানুষকে চাল, ডাল, আলু, তেল ভর্তি একটি করে প্যাকেট দিয়েছেন তিনি। তার সঙ্গে ছিলেন স্থানীয় ফুটবলাররাও।
আরিফুরের আগে জাতীয় দলের আরেক ফরোয়ার্ড বিপলু আহমেদ নিজ শহর সিলেটে দরিদ্র মানুষের সেবায় এগিয়ে এসেছেন। চাল, ডাল, আলু, তেলসহ নানান কিছু নিয়ে একটি করে প্যাকেট অসহায়দের হাতে তুলে দিয়েছেন।
চলমান বিপর্যয় কাটাতে সদস্যদের সহায়তা চায় আইসিসি
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে তালা ঝুলছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সদর দরজায়। ফলে নির্ধারিত বোর্ড মিটিং হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি প্রথমবারের মতো আইসিসির বোর্ড মিটিংয়ে অংশ নেন।
এবারের বোর্ড মিটিংয়ে গত বছরের আর্থিক হিসাব তুলে ধরা হয়। এছাড়াও ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব থেকে কি পরিমাণ অর্থ আয় হয় সে হিসাব তুলে ধরা হয়। বিশ্বজুড়ে চলমান করোনা বিপর্যয় শেষে নিজেদের ব্যবসা সঠিক ভাবে চালিয়ে নিতে সদস্যদের সঙ্গে এক হয়ে কাজ করার কথা জানান আইসিসির প্রধান নির্বাহী মানু শাহনে।
চুক্তি হারিয়ে ক্রিকেটই ছেড়ে দিলেন ইংলিশ স্পিনার
ক্রীড়া প্রতিবেদক
ইংল্যান্ডের কাউন্টি কাব মিডলসেক্সকে ২০১৬ সালের চ্যাম্পিয়নশিপ জেতাতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ৩৪ বছর বয়সী অফস্পিনার অলি রেইনার। কিন্তু চার বছরের ব্যবধানে তাকে আর নিজেদের বিবেচনায় রাখছে না মিডলসেক্স।
কাবের প থেকে নতুন করে কোনো চুক্তির প্রস্তাব দেয়া হয়নি বিধায় ক্রিকেট ক্যারিয়ার থেকেই অবসর নিয়ে নিলেন রেইনার। জানিয়ে দিয়েছেন আর কখনও নামবেন না ক্রিকেট মাঠে। নিজ দল মিডলসেক্সের সঙ্গে বোঝাপড়ার অভাবেই মাত্র ৩৪ বছর বয়সে এমন সিদ্ধান্ত নিলেন প্রায় সাড়ে ছয় ফুট লম্বা এ অফস্পিনার।
ভারতের স্টেডিয়াম এখন লকডাউন অমান্যকারীদের কারাগার
ক্রীড়া প্রতিবেদক
করোনা মোকাবিলায় যতদূর সম্ভব এগিয়ে আসছে বিশ্ব ক্রীড়াঙ্গন। কেউ কেউ আর্থিক অনুদান দিয়ে চেষ্টা করছেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে, কেউ আবার বিনামূল্যে দিচ্ছেন খাবার। একইসঙ্গে সবার উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তাও দিচ্ছেন তারকা খেলোয়াড়রা।
এর বাইরে ক্রীড়া সংগঠকরা চেষ্টায় আছেন স্টেডিয়ামগুলোকে যথাযথ কাজে ব্যবহার করতে। ভারতে কলকাতার ইডেন গার্ডেনস এবং হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামকে মেডিকেল সেন্টার হিসেবে পরিণত করার প্রস্তাব দেয়া হয়েছে। স্পেনে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুকেও ছেড়ে দেয়া হয়েছে করোনা যুদ্ধে ব্যবহার করার ল্েয। এগুলো গেল করোনার বিপে লড়ার জন্য ক্রীড়াঙ্গনের কিছু অবদানের উদাহরণ। শুধু এতেই সীমাবদ্ধ নয় ক্রীড়াঙ্গনের অবদান। করোনা যুদ্ধে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের জন্য কারাগার হিসেবেও ব্যবহৃত হচ্ছে ভারতের একটি স্টেডিয়াম।
পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের আওতাধীন চন্ডিগড় সেক্টর-১৬ স্টেডিয়ামটিকে অস্থায়ী কারাগার হিসেবে ব্যবহার করার আদেশ দেয়া হয়েছে দ্য ইউনিয়ন টেরিটরি এডমিনিস্ট্রেশন থেকে। এ আদেশ অনুযায়ী সেক্টর-১৯ স্টেডিয়াম এবং মানিমাজরা স্পোর্টস কমপ্লেক্সকে ব্যবহার করা হচ্ছে কারাগার হিসেবে।
বার্নাব্যুর পর ব্রাজিলের মারাকানাও ব্যবহার হবে করোনা যুদ্ধে
ক্রীড়া প্রতিবেদক
প্রাণঘাতী করোনাভাইরাসের সামনে অসহায় সারাবিশ্ব। কারও কাছেই নেই প্রতিষেধক। যথাযথ প্রতিরোধ-প্রতিকার ব্যবস্থা নেয়ার পরেও ইউরোপিয়ান দেশগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা।
এমতাবস্থায় যে যার মতো চেষ্টা করছেন নিজ নিজ জায়গা থেকে করোনার বিরুদ্ধে লড়াই করতে। বসে নেই বিশ্ব ক্রীড়াঙ্গনও। এরই মধ্যে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুকে ছেড়ে দেয়া হয়েছে দাতব্য কাজে। একই পথে হেঁটেছে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামও।
ভালোবাসায় হাত বাড়ালেন আম্পায়ার দার
ক্রীড়া প্রতিবেদক
তবে এই করোনার কালে আলিম দার যে কাজটি করছেন সেটি ভালোবাসার। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লাহোরে এখন চলছে লকডাউন। আর আম্পায়ারিংয়ের বাইরে রেস্তোরাঁ ব্যবসায়ী দার ঠিক করেছেন চলমান লকডাউনের সময় বেকার হয়ে পড়া মানুষদের তিনি বিনামূল্যে খাবারের ব্যবস্থা করবেন।
লাহোরের পিয়া রোডে দার একটি রেস্তোরাঁ চালান, নাম ‘দারস ডিলাইটো’। এই রেস্তোরাঁ থেকেই কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য খাবার দেওয়া হবে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি, ‘ এই লকডাউনের সময় মানুষের চাকরি চলে গেছে। আমার মালিকানায় লাহোরের পিয়া রোডে একটি রেস্তোরাঁ চলে যেটির নাম দারস ডিলাইটো। যাদের এখন চাকরি নেই, তারা এখানে আসুন এবং বিনামূল্যে খাবার খান।’
৫০ লাখ রুপি দান করলেন শচীন
ক্রীড়া প্রতিবেদক
পুরো বিশ্বকেই করোনা ভাইরাস তার ভয়াবহ রূপ দেখাতে শুরু করেছে। করোনার এই ভয়াবহ ছোবল থেকে রা পায়নি ভারতও। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। করোনার সংক্রমণ রোধে পুরো ভারতই ২১ দিনের জন্য লকডাউন করা হয়েছে। দেশের এই কঠিন সময়ে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এই তালিকায় যোগ হলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারও।
গতকাল শুক্রবার করোনার প্রাদুর্ভাব ঠেকানোর লড়াইয়ে সামিল হয়ে ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ লাখ ১৯ হাজার টাকা) দান করেছেন শচীন। ভারতের প্রথমসারির ক্রীড়া তারকাদের মধ্যে তার দান এখন পর্যন্ত সর্বোচ্চ বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’। এর আগে অনেক ক্রীড়া তারকা নিজেদের বেতনের সমপরিমাণ অর্থ দান করেছেন, আবার অনেকেই মেডিকেল সরঞ্জাম কিনে দিয়েছেন।
কোয়ারেন্টিন ভেঙে বিপাকে নেইমার
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেই কিছুদিন আগে নিজ দেশ ব্রাজিলে ফিরেছেন নেইমার জুনিয়র। দেশ ফিরে হোম কোয়ারেন্টিনে থাকার কথা ছিল তার। কিন্তু শৃঙ্খলা বিষয়টার প্রতিই হয়তো অনীহা নেইমারের। নয়তো করোনা সংক্রমণ নিয়ে ভয় থাকা সত্ত্বেও কেউ কোয়ারেন্টিন ভাঙে? তার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে এরইমধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে ব্রাজিলে।
ইউরোপীয় ফুটবল বন্ধ ঘোষণার পর পিএসজি ফরোয়ার্ড কাবের অনুমতি নিয়েই দেশে ফিরেছেন। কিন্তু তার এখন ফ্রান্সে ফিরে যাওয়াই কঠিন মনে হচ্ছে। কারণ ব্রাজিলে এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষের দেশে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা ৪৭। পুরো ব্রাজিল এখন একপ্রকার বন্দী অবস্থায় আছে। এদিকে নেইমারের পথ ধরে ইউরোপ থেকে ব্রাজিলে ফিরেছেন আরেক পিএসজি তারকা থিয়াগো সিলভাও। তবে অনেকেই আবার ভিন্ন পথও অনুসরণ করেছেন। যেমন ফার্নান্দিনহো। এখনও স্পেনেই অবস্থান করছেন সেভিয়া তারকা।
করোনায় প্রাণ হারালেন সোমালিয়ান ফুটবল কিংবদন্তি ফারাহ
ক্রীড়া প্রতিবেদক
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে প্রাণ হারালেন সোমালিয়ার ফুটবল কিংবদন্তি আবদুল কাদির মোহামেদ ফারাহ। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে লন্ডন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ৫৯ বছর বয়সে চিরবিদায় নেন তিনি।
বৃহস্পতিবার পৃথক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) এবং সোমালি ফুটবল ফেডারেশন (এসএফএফ)।
এক সপ্তাহ আগে ফারাহ’র দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর তাকে ভর্তি করা হয় নর্থওয়েস্ট লন্ডন হাসপাতালে। আফ্রিকান ফুটবল তারকাদের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
করোনা রোধে ১ মিলিয়ন ইউরো দান জোকোভিচের
ক্রীড়া প্রতিবেদক
নিজ দেশ সার্বিয়ার জনগণকে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নামতে কৃত্রিম শ্বসন যন্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে ১ মিলিয়ন ইউরো (১.১ মিলিয়ন মার্কিন ডলার) দান দিয়েছেন টেনিসের নাম্বার ওয়ান তারকা নোভাক জোকোভিচ। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯ কোটি ৩৪ ল ৫৪ হাজার টাকা।
গতকাল শুক্রবার এই বিপুল অঙ্কের অর্থ দানের পর স্পেনের মারবেল্লার দণি স্প্যানিশ সিটি থেকে এক ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। জোকোভিচ বলেন, ‘আমাদের এই দান জীবন বাঁচানোর জন্য কৃত্রিম শ্বসন যন্ত্র এবং অন্যান্য সেনিটারি উপকরণ কেনার জন্য। করোনার কারণে ফুটবল-ক্রিকেটের মতো জনপ্রিয় ক্রীড়ার পাশাপাশি ০৭ জুন পযর্ন্ত স্থগিত হয়ে গেছে পুরুষদের টেনিসের এটিপি এবং নারীদের ডব্লিউটিএ ট্যুরস। স্থগিত হয়েছে ফ্রেঞ্চ ওপেনও। উইম্বলডনও স্থগিত হওয়ার সম্ভাবনা আছে। যার কারণে কোর্টের বাইরে থাকা ৩২ বছর বয়সী তারকা আপাতত পরিবার নিয়ে স্পেনে আছেন।
প্রায় ৩ বছর পর কোমা থেকে ফিরলেন ডাচ ফুটবলার
ক্রীড়া প্রতিবেদক
২০১৭ সালের জুলাইয়ে ওয়ার্ডার ব্রেমেনের বিপে মৌসুম-পূর্ব প্রস্তুতি ম্যাচে খেলার সময় কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন নুরি। লুটিয়ে পড়েন মাঠেই। চিকিৎসকরা সতর্ক করে দিয়ে জানান, মস্তিষ্কের স্থায়ী তি হওয়ায় তরুণ ডাচ খেলোয়াড় কখনও পুরোপুরি সেরে উঠবেন না।
মাঠ থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছিল নুরিকে। মস্তিষ্কের তির জন্য হয়ে পড়েন বোধশক্তিহীন। অবস্থার উন্নতি হয়েছে। এখন চোখের ভ্রু দিয়ে াণিকটা সাড়া দিতে পারছেন। সেই ঘটনার পর পরিবারের সদস্যদেরই চিনতে পারছিলেন না নুরি। নুরি এখন ফুটবলও দেখতে পারছেন বলে জানান তার বাবা। আয়াক্সের সাবেক সতীর্থ ফ্রেংকি ডি ইয়ং জানান, তার দলবদল করে বার্সেলোনায় আসায়ও ভূমিকা ছিল আপি নামে পরিচিত নুরির।
পিএসজির ১ লাখ ইউরো অনুদান
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছে এবার পিএসজি। সঙ্কট মোকাবেলায় ফ্রান্সের একটি চ্যারিটি প্রতিষ্ঠানকে এক লাখ ইউরো অনুদান দিয়েছে ফরাসি কাবটি ।
এই অর্থ দিয়ে তিগ্রস্থ শিশু, বৃদ্ধ ও গৃহহীনদের সাহায্য করা হবে। পাশাপাশি মাঠে কর্মরত ডাক্তারদের সহায়তা এবং স্বেচ্ছাসেবীদের প্রশিণের জন্যও ব্যয় করা হবে। বিশেষ ফুটবল জার্সিও ছেড়েছে পিএসজি। সেখান থেকে প্যারিসের হাসপাতালগুলোর জন্য ২ লাখ ইউরো পাওয়ার আশা করছে লিগ ওয়ানের কাবটি। সমস্ত অর্থ খরচ করা হবে স্বাস্থ্যসেবার কাজে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে ফ্রান্সে এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার তিনশর বেশি মানুষ।
গান নিয়ে করোনা যুদ্ধে ডিজে ব্রাভো
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস যুদ্ধে নেমেছেন দেশ বিদেশের তারকা ক্রিকেটাররা। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতার জন্য ছাড়ছেন ভিডিও বার্তা। কেউ লিখছেন। পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার। অনুরোধ করছেন ঘরে থাকার। আর্থিক সাহায্য ও খাদ্য সামগ্রীও দুস্থ মানুষের হাতে পৌঁছে দিচ্ছেন অনেকে।
অন্যদের মতো করোনা সঙ্কটে সবাইকে সচেতন করতে এগিয়ে এসেছেন ডোয়াইন জন ব্রাভোও। ক্যারিবিয়ান এই তারকা অলরাউন্ডারও মহতী এ কাজের জন্য আশ্রয় নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের। তিনিও আপলোড করেছেন একটি ভিডিও বার্তা। তবে তার ভিডিওটা একটু ভিন্ন ফরম্যাটে নির্মিত। ক্রিকেট তার ধ্যান-জ্ঞান। পেশা হিসেবে ভদ্রলোকের এই খেলাকেই বেছে নিয়েছেন জন ব্রাভো। তবে গানও তার রক্তে মিশে আছে। গাইতেও জানেন বেশ। ‘চ্যাম্পিয়ন’ গান গেয়ে বিখ্যাত গায়কদের পাশে নিজের নাম লেখানো ব্রাভো করোনা যুদ্ধে কাজে লাগালেন নিজের সেই বিশেষ গুণটি।