কোয়ারেন্টাইন না মানায় ভারত ফেরত যুবকের ১০ হাজার টাকা জরিমানা

6
Spread the love


মণিরামপুর (যশোর) প্রতিনিধি :


যশোরের মণিরামপুরে কোয়ারেন্টাইন না মানায় ভারত ফেরত যুবকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪মার্চ) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম পলাশ দাস। তিনি উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত যতন দাসের ছেলে। গত ১ মার্চ তিনি তীর্থ ভ্রমণে ভারতে যান এবং ১৬ মার্চ ফিরে আসেন।স্থানীয়রা জানান, পলাশের ফেরার খবর পেয়ে পুলিশ এসে তাকে বাড়িতে আবদ্ধ থাকতে বলে। কিন্তু সে তা না মেনে বাইরে ঘোরাফেরা করত। মঙ্গলবার বিকেলে ম্যাজিস্ট্রেট এসেও পলাশকে বাড়িতে পাননি।ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হাদিউজ্জামান বলেন, ভারত থেকে ফেরার পর পলাশ কোয়ারেন্টাইন না মেনে ঘোরাঘুরি করছে এমন খবর পেয়ে মঙ্গলবার বিকেলে এসিল্যান্ড স্যার তার বাড়িতে যান। বাড়ি গিয়ে পলাশকে পাওয়া যায়নি। পরে সে বাড়িতে আসে। তখন তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পলাশের দাবি, এলাকায় তার ঘেরভেড়ি রয়েছে। ভারত থেকে ফেরার পর তিনি স্বাভাবিকভাবে ব্যবসা দেখভাল করছেন। কেউ তাকে কোয়ারেন্টাইন মানতে বলেন নি।