স্টাফ রিপোর্টার :
নগরীর দৌলতপুর থানাধিন মহেশ্বরপাশা সেনপাড়ার এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় গ্রেফতার মো. আজিম মোল্লা (২৬) কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সোমবার মেট্রোপলিটন মো. শাহীদুল ইসলাম এ আদেশ প্রদান করেছেন। আজিম মোল্লা মহেশ্বরপাশা শিকারীর মোড়ের মো. আলমগীর মোল্লার ছেলে। মামলার অপর দু’আসামি পলাতক রয়েছেন। পলাতক দু’আসামি হলেন নগরীর টুটপাড়াস্থ মাস্টার পাড়ার ভোলা মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. মজনুর ছেলে মো. নাসিম (২৬) ও ২নং নেভী গেটের নারায়ণ চক্রবর্তীর ছেলে মিঠুন চক্রবর্তী (৩৫)।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই এস এম মনিরুজ্জামান মিলন জানান, গত ২৯ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে আসামিরা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় ছাত্রীর পিতা জিডি করে। পরে উন্নত প্রযুক্তির মাধ্যমে জানা যায় অপহরণকারীরা নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার রামগড় এলাকায় রয়েছে। ২২মার্চ সকাল সাড়ে৭টার দিকে রামগড় পুলিশ ফাঁড়ির সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারীরা পালিয়ে যায়। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মামলার ১নং আসামি আজিম মোল্লাকে গেস্খফতার করা হয়। পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, নগরীর দৌলতপুর থানাধিন মহেশ্বরপাশা সেনপাড়ার মাদ্রাসাছাত্রীকে উত্যক্ত করে আসছিল আজিম মোল্লা। আজিমের স্ত্রী-সন্তান রয়েছে। গত ২৯ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে অজিমসহ অন্যান্যরা ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় ছাত্রীর পিতা বাদী ৩জনের নাম উল্লেখ করে আরো ২/৩জনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন যার নং- ১১।