খুলনায় বুধবার থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

7
Spread the love

স্টাফ রিপোর্টার:

করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কায় খুলনা থেকে রাজধানী ঢাকাসহ সকল দূরপাল্লার রুটে আগামী বুধবার (২৫ মার্চ) সকাল থেকে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছেআজ সোমবার খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক শ্রমিক সমিতির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়তবে খুলনার অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল করবে খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব জানান, করোনা ভাইরাস আতঙ্কে গত কয়েকদিন ধরে খুলনা থেকে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার বাসগুলোতে যাত্রী কমে গেছে।

তিনি জানান, প্রশাসনের সিদ্ধান্ত এবং পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৫ মার্চ থেকে খুলনা থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছাড়বে না।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবী বলেন, করোনা ভাইরাস আতঙ্কের কারণে খুলনা থেকে ঢাকা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এটা অব্যাহত থাকবে।তবে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে।