ঢাকা অফিস
করোনা সতর্কতা হিসেবে ২১-৩১ মার্চ পর্যন্ত জাতীয় প্রেস কাব বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২০ মার্চ) সকালে প্রেস কাবের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস কাবের সভাপতি সাইফুল আলম। এ বিষয়ে জাতীয় প্রেস কাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে বাংলাদেশের অবস্থা সেরকম না। তবুও আমাদেরকে সতর্ক হতে হবে। কারণ প্রেস কাবে সারাদিন অনেক মানুষের সমাগম হয়। আমাদের নিজেদের অনেক কর্মচারী রয়েছে তারা কখন, কীভাবে, কোথায় থাকে বলা যায় না। এছাড়াও সদস্যরা আসছেন প্রেস কাবে। সবকিছু মিলিয়ে নানা ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে প্রেস কাবে। সার্বিক দিক বিবেচনা করে, সবার নিরাপত্তার জন্য আমরা মনে করেছি কিছুদিন আলাদা থাকা উচিত। সেজন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রেস কাবের কর্যক্রম বন্ধ থাকবে। আমি বলবো সবাই ঘরে থাকুক,ভালো থাকুক, নিরাপদে থাকুক।’