জাতির পিতার জন্মশত বার্ষিকী পালনে বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে ১৭ মার্চ দিন ব্যাপি ব্যাপক কর্মসূচির মাধ্যমে পালন করে। সকাল সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৯টায় শিববাড়ি পাবলিক হল চত্তর হতে র্যালি খুলনা নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় প্রদর্শন করেন, সাড়ে ৯টায় পরিষদের মহানগর নেতৃবৃন্দ খুলনা বেতারে জাতির পিতার ভার্ষ্কয্যে মাল্যদান করেন। বাদ জোহর নগরীর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া পরিষদের খুলনা মহানগর অন্তর্গত থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ সকাল ৮ টায় স্ব স্ব এলাকা হতে র্যালি বের করে এবং মহানগরের র্যালিতে অংশ গ্রহণ করেন। বাদ মাগরিব মহানগর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব পরিষদের খুলনা মহানগর সভাপতি ও সোনাডাঙ্গা থানা আ.লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজ্।ু আরো বক্তব্য রাখেন পরিষদের খুলনা জেলা সভাপতি (স্বাস্থ্য) আলহাজ্ব এস এম গোলাম কিবরিয়া, মহানগর কার্যনির্বাহী সভাপতি মোঃ ইউসুফ আলী সাদা, সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, সহ-সভাপতি শরীফ এনামুল কবীর, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, সাবেক ছাত্রনেতা নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন সরদার, কবি স ম হাফিজুল ইসলাম, রেহেনা আফরোজ শোভা, ডা. হাফিজুর রহমান সোহেল,প্রভাঃ ইফফাত সানিয়া ন্যান্সি, আলহাজ্ব মোঃ শাজাহান খান, মোঃ পারভেজ আহমেদ পলাশ, কালাম মোল্লা, মোঃ আওলাদুল আমিন, মোঃ জহুরুল হক, কবি আসাদুজ্জামান মিথুন, শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ রেজাউল করিম, আলহাজ্ব হাফেজ শেখ আসলাম, ইঞ্জি. শান্তনু বৈরাগী, মোঃ সারাফাত উল্লাহ স্বপন, মহিদুল ইসলাম নান্নু, বিশ্বজিত কুমার মন্ডল, রায়হান চৌধুরী, আফজাল হোসেন আমজালা, মোজাহার গাজী, লিয়াকত হোসেন, আঃ সালাম সিকদার, আঃ জব্বার কমান্ডার প্রমুখ।
মহেশপুরে সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত
মহেশপুর ((ঝিনাইদহ) প্রতিনিধি
বাজার থেকে বাড়ী ফেরার সময় পাওয়ার টিলারের ধাক্কায় কোববার আলী (৬৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত কোববার আলী পান্তাপাড়া গ্রামের সুরুজ খান ছেলে। এলাকাবাসী ও থানা সুত্রে জানাগেছে, গতকাল বুধবার দুপুর ২টার দিকে পান্তাপাড়া গ্রামের কোববার আলী ঘুগরী বাজার থেকে বাড়ী ফেরার সময় পিছন দিক থেকে আসা মাটি বোঝাই একটি পাওয়ার টিলার ধাক্কা দেয়। পাওয়ার টিলারের ধাক্কায় কোববার আলী রাস্তার উপর পড়ে নিহত হয়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান,পাওয়ার টিলারের ধাক্কায় কোববার আলী নামের একজন নিহত হয়েছে বলে শুনেছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মহেশপুরে ফেনন্সিডিলসহ ব্যবসায়ী আটক
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ গতকাল বুধবার দুপুরে সীমান্ত এলাকা থেকে ৫০ বোতল ফেনন্সিডিলসহ উজ্জল হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে। থানা সুত্রে জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে থানার এস আই রাকিবুল ইসলাম সীমান্ত এলাকার বড়বাড়ী গ্রামের মাঠের মধ্যে থেকে ৫০ বোতল ফেনন্সিডিলসহ ব্যবসায়ী ঝিনাইদহ সদর উপজেলার শীতারামপুর গ্রামের আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে উজ্জল হোসেনকে আটক করে। থানার এস আই রাকিবুল ইসলাম জানান, উজ্জল হোসেন বড়বাড়ী গ্রাম থেকে ফেনন্সিডিল ক্রয় করে নিয়ে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় বুধবার দুপুরেই মহেশপুর থানায় মামলা হয়েছে।
মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার শ্রদ্ধা
খবর বিজ্ঞপ্তি
মুজিববর্ষ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন “স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা”র সদস্যরা। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টায় আংটিহারা এলাকায় সংগঠনের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুস সালাম খান, স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহ-সভাপতি মোঃ আহাদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন কবির, সদস্য মফিজুল ইসলাম, এনামুল কবির, আসাদুল ইসলাম, তাজমুল হোসেন, আশিক টুটুল, শামীম হাসান, মোঃ আবু রায়হান খান, সোহেল আমিন, গোলাম রব্বানী, সাঈদ গাজী, মাকসুদুল ইসলাম বাবু, মোস্তাফিজুর রহমান মানিক, শওকত খান, বদিউজ্জামান, শাহবুদ্দিন মন্টু, মোফাজ্জেল, নাঈম, মাহিবুর প্রমুখ।
মুজিববর্ষ উপলক্ষে বিশেষ স্থায়ী মেয়াদী ক্যাম্প অনুষ্ঠিত
মোড়েলগঞ্জ প্রতিনিধি
মোড়েলগঞ্জের দৈবজ্ঞহাটী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় ক্যাম্পে বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহ: পরিচালক(সিসি) ও ডিষ্ট্রিক্ট কনসালটেন্ট ডা: স্বপন কুমার চক্রবর্তী। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: দিলদার হোসেনের সার্বিক তত্বাবধানে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে ইউএনএফপিএ এর ফিল্ড অফিসার ডা: রেজাউর রহমান মিল্টন ও ফ্যামিলি প্যানিং ফ্যাসিলিটর আরন্যক বিশ্বাস উপস্থিত ছিলেন। এ ক্যাম্পে ৩০জন সেবা গ্রীহিতাকে ইমপ্লানন সেবা দেওয়া হয়। সেবা গ্রহীতাদেরকে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক সচেতনাতামূলক পরামর্শ প্রদান করা হয়।
অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মোড়েলগঞ্জ প্রতিনিধি
মোড়েলগঞ্জে কেএমএসএস কর্তৃক বাস্তবায়িত ইএইচডি প্রকল্পের উদ্যোগে, কনসার্ন ওয়াল্ড ওয়াইড-এর সহযোগিতায় এবং ইউকে এর আর্থিক সহতায় বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবার প্রকল্পের আওতায় বুধবার সকালে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদে বিভিন্ন শ্রেণীর স্টেকহোল্ডারদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: আলিম হাওলাদার। এছাড়াও সভায় বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ,স্কুল ও কলেজের শিক্ষক উপস্থিত ছিলেন। উক্ত অবহিতকরণ সভাটি পরিচালনা করেন (কেএমএসএস ইএইচডি প্রকল্পের রুরাল হেলথ ফ্যাসিলিটেটর) নাজমুন নাহার ও (কেএমএসএস ইএইচডি প্রকল্পের রুরাল হেলথ র্কোডিনেটর) হারুন অর রশিদ মজুমদার।
ফুলবাড়ীগেট বাজার মনিটরিং ও করোনা ভাইরাস সচেতনতা মুলক নির্দেশনা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
সহকারী পুলিশ কমিশনার বায়জিদ ইবনে আকবরের নেতৃত্বে ফুলবাড়ীগেট বাজার মনিটরিং ও করোনা ভাইরাস সচেতনতা মুলক নির্দেশনা গতকাল রাত সাড়ে ৭টায় ফুলবাড়ীগেট বাজারের চাউল পট্টি, মুদি দোকান, কাঁচা বাজারসহ বিভিন্ন স্থানে বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি না করা এবং গুজবে বেশী দামে কোন দ্রব্য বিক্রি না করার নির্দেশ প্রদান করেন। যদি কোন দোকানদার গুজব ছড়িয়ে বেশী দামে পণ্য বিক্রি করেন তাহলে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে। এছাড়া করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মুলক নির্দেশনা দেন। এসময় তার সাথে ছিলেন, খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী, এসআই বিধান চন্দ্র সানা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোল্যা মুজিবুর রহমান, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন প্রমুখ।
বাংলাদেশ মানবাধিকার কমিশন, খুলনা মহানগরের মহিলা শাখার নতুন কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা মহানগর মহিলা শাখার সাবিহা ইসলাম আঙ্গুরকে সভাপতি ও ফেরদৌসী রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী নতুন কমিটি কেন্দ্র হতে অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি যথাক্রমে নির্বাহী সভাপতি শিরিনা পারভীন, সহ-সভাপতি ফারহানা চৌধুর ও শামীমা খাতুন, সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস কচি ও উর্মিলা রায়, অর্থ সম্পাদক ওয়ালিমা আঞ্জুমান, সাংগঠনিক সম্পাদক রোকসানা পারভীন, সমাজকল্যাণ সম্পাদক মোসাঃ কাজল, দপ্তর সম্পাদক শেখ সোহানা জামান। বাংলাদেশ মানবাধিকার কমিশন, সেক্রেটারী জেনারেল, ড. সাইফুল ইসলাম দিলদার কর্তৃক স্বাক্ষরিত অত্র অনুমোদিত কমিটির তালিকা ইতোমধ্যে মাননীয় মেয়র, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা; জেলা ও দায়রা জজ, খুলনা; জেলা প্রশাসক, খুলনা; পুলিশ সুপার, খুলনা ও সভাপতি/সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন, খুলনা মহানগর শাখা বরাবর প্রেরণ করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন যশোরে গৃহবধূর আত্মহত্যা ও এক ব্যক্তির মৃত্যু
যশোর অফিস
যশোরে এক ব্যক্তি ও এক নারীর মৃত্যুর ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার মন্ডলগাতী গ্রামের আব্দুর সাত্তারের স্ত্রী ফাতেমা বেগম (৫৫) ও একই উপজেলার বাহাদুরপুর হাউজিং প্লটের বর্তমানে হাশিমপুর গ্রামের মৃত আজাহার বিশ্বাসের ছেলে আব্দুল জলিল বিশ্বাস (৫৭)। পুলিশ ও নিহতর পরিবারের লোকজন জানান, ফাতেমা বেগম বুধবার দুপুরে নিজ বাড়িতে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে। তিনি র্দীঘদিন ক্যান্সার রোগে ভূগছিল। ক্যান্সার রোগ থেকে মুক্তি পেতে তিনি গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। অপরদিকে,মঙ্গলবার বিকেলে আব্দুল জলিল বিশ্বাস বাহাদুপুর ও কিসমত নওয়াপাড়া মৌজার জমিতে চাষাবাদ দেখতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে মারা যায়। তার মৃত্যুর ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হলে পুলিশ মাঠের মধ্যে থেকে লাশ উদ্ধার করে।
যশোরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
যশোর অফিস
ইয়াবাসহ জীবন বিশ্বাস নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর শহরের বড় মাছ বাজার এলাকার নিহাল বিশ্বাসের ছেলে। সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেফতার করে। সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাত ১২ টায় গোপন সূত্রে খবর পায় শহরের বড় মাছ বাজার মেসার্স চাঁচড়া ফিস নামক দোকানের সামনে এক মাদক বিক্রেতা মাদক বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২ টায় উক্ত ফিস দোকানের সামনে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জীবন বিশ্বাস দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৫০পিস ইয়াবা উদ্ধার করে। এব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে যবিপ্রবির নানা উদ্যোগ
যশোর অফিস
প্রাণঘাতি কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে যশোর শহরের বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন, গুরুত্বপূর্ণ স্থানে প্রচারপত্র বিলি, বিশ^বিদ্যালয়ের বিভিন্ন ভবনের প্রবেশমুখে জীবাণুনাশক রাখাসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (যবিপ্রবি)।
বুধবার যশোর শহরের প্রায় ২০টি এলাকায় জনসচেতনতা বাড়াতে যবিপ্রবি কর্তৃক গঠিত ‘করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা, সতর্কতা ও প্রতিরোধ কমিটি’ বিলবোর্ড স্থাপন করেন। বিলবোর্ডে কোভিড-১৯ করোনা ভাইরাস কিভাবে ছড়ায়, এর লক্ষণসমূহ, কাদের ঝুঁকি বেশি, প্রতিরোধে কী কী করণীয়, আক্রান্ত হলে কি করণীয় এবং সরকার ঘোষিত হটলাইন নম্বরও সংযোজন করা হয়েছে।
পালবাড়ির ভাস্কর্যের মোড়ে বিলবোর্ড উদ্বোধন করে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, করোনা ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে। সুতরাং জনসচেতনতা এ রোগের প্রতিরোধের অন্যতম পন্থা। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ইতিমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। আমরাও করোনা ভাইরাসের বিষয়ে সচেতনতার অংশ হিসেবে ৩১ মার্চ পর্যন্ত বিশ^বিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ, জনসচেতনতায় বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন, প্রচারপত্র বিলিসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ ইকবাল কবীর জাহিদ, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. জাফিরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. মীর মোশাররফ হোসেন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. কিশোর মজুমদার, নার্সিং অ্যান্ড হেল্থ সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. তানভীর ইসলাম, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি ও সাধারণ সম্পাদক এ টি এম কামরুল হাসান, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল, যবিপ্রবির ছাত্রলীগ নেতা সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
দুপুর সাড়ে ১২টার দিকে অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে যশোর শহরের পালবাড়ি এলাকার বিভিন্ন দোকান, বাস ও ইজিবাইকে কোভিড-১৯ করোনা ভাইরাসের বিষয়ে জনসচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। পরে বিভাগটির শিক্ষার্থীদের কয়েকটি দল যশোর শহরের দড়াটানা, চিত্রা মোড়, যশোর-ঝিনাইদহ রোডের চুড়ামনকাটিসহ বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে প্রায় ১হাজার ৫শ’ লিফলেট বিতরণ করে। এ ছাড়া বিভাগটির উদ্যোগে যবিপ্রবির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রবেশপথ ও লিফটের সামনে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে প্রচারপত্র সাঁটানো হয়েছে। এর আগে করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে বিশ^বিদ্যালয়ের ফার্মেসী বিভাগের তত্ত্বাবধানে বিভিন্ন ভবনের প্রবেশপথে জীবাণুনাশক সরবরাহ করা হয়েছে এবং অব্যাহত আছে। অফিসে প্রবেশ এবং বের হওয়ার সময় সবাইকে জীবাণুনাশক ব্যবহারের জন্য বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কুইন্স হসপিটালে কেক কাটা ও দোয়া মাহফিল
যশোর অফিস
যশোর কুইন্স হসপিটালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল হয়। মঙ্গলবার প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ আশরাফুর রহমানের সভাপতিত্বে এ আয়োজনে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এএসএম হুমায়ুন কবির কবু ও পরিচালক মাহিনুল হক রিয়নসহ কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
যশোরে ডিশ বাবু’র গ্রেফতার করে দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন
যশোর অফিস
যশোরে মুক্তিযোদ্ধা ফিরোজ হায়দারের সন্তান আতাউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মীর মোশাররফ হোসেন ওরফে ডিশ বাবুর দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে। বুধবার প্রেসকাব যশোরের সামনে মুক্তিযোদ্ধা মঞ্চের আয়োজনে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে নেতৃবৃন্দ জানান, ডিশ বাবু মুক্তিযোদ্ধা ফিরোজ হায়দারের ছেলে আতাউর রহমানের তার ডিশ ব্যবসা দখল করে নেয়। তারপর পরিকল্পিতভাবে ২০১৫ সালে ১৯ এপ্রিল তাকে হত্যা করে। মামলার তদন্তকারী কর্মকর্তাকে ম্যানেজ করে বাবু চার্জশিট থেকে তার নাম বাদ দিয়ে দেয়। এরপর থেকে বাবু ব্যবসটি দখলে রাখতে বাবু যশোর সিটি ক্যাবলের এমডি পদটি ঢাল হিসেবে ব্যবহার করে। ঝিকরগাছার দু’টি ইউনিয়নে ১৫ টি গ্রামের ব্যবসাও দখল করে নেয়। আর মুক্তিযোদ্ধা ফিরোজ হায়দারকে উল্টো হেনস্ত করতে আদালতে চেক ডিজঅনার দেয়। মুক্তিযোদ্ধা ফিরোজ হায়দার প্রতিবাদ করলে বাবু তাকে ও তার দুই ছেলেকে হত্যার হুমকি দেয়। নিরাপত্তার জন্য ২০১৮ সালে ২৭ মার্চ ফিরোজ হায়দার বাবুর বিরুদ্ধে একটি জিডি করেন।
নেতৃবৃন্দ আরো জানান, শুধু আতাউর রহমানকে হত্যা নয় যশোর শহরের বড় বাজারের সকল নাটের গুরু ডিশ বাবু। দীর্ঘদিন ধরে বাবু বড় বাজারের ইজারাদার। বাবুর বাবা ছিলেন কামরে আলম। তারা মূলত ছিলেন পাকিস্তানী প্রেমিক। তিনি জেলা বিএনপির সদস্য। বাজারের ইজারাদারসহ প্রভাব-প্রতিপত্তি ধরে রাখতে যুবলীগ নেতা সেজেছেন। যশোর অঞ্চলের চোরাচালান সিন্ডিকেট, রং মহলসহ বিভিন্ন অবৈধ ব্যবসা বাবুই নিয়ন্ত্রণ করে। বাবু কোটি কোটি টাকার মালিক। শহরে তার কয়েকটি বাড়ি, মার্কেট, একাধিক স্থানে জমি ও দামি গাড়ি রয়েছে। প্রভাব বজায় রাখতে বাবুর নির্দেশে ২০২০ সালে ২৬ ফেব্রুয়ারি বড় বাজারের মাছের আড়ত কর্মচারি শেখ ইমরান হোসেন মুন্নাকে হত্যা করা হয়। তাই নেতৃবৃন্দ বাবুকে নেতৃবৃন্দ বাবুকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন আতাউর রহমানের বাবা মুক্তিযোদ্ধা ফিরোজ হায়দার, মুক্তিযোদ্ধা মঞ্চের কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক শাহজাদী জাহান মুক্তি, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাধারণ সম্পাদক খোকন মিয়া, যশোরের সভাপতি শেখ সোয়েব আহমেদ শুভ ও সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়া হয়।
যশোরে রাজারহাটে বঙ্গবন্ধুর শততম জন্মদিন পালন
যশোর অফিস
যশোর সদরের রাজারহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রামনগর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আলোকসজ্জা, আতষবাজি ফুটিয়ে জন্মদিনের কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় যুবলীগের আহবায়ক শরিফুল ইসলাম মিন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রধান বক্তা ছিলেন, সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু, আ’লীগ নেতা আলিমুজ্জামান মিলন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনির হোসেন টগর, সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক মঈন উদ্দীন মিঠু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক লুৎফুল কবির বিজু, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, জেলা যুব মহিলালীগ সভাপতি মঞ্জু নাহার সোনালী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক অশোক বোস, যুগ্ম আহবাক মাজহারুল ইসলাম, শহিদুজ্জামান শহিদ, সাঈদুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা রিফাতুজ্জামান রিফাত, ইউনিয়ন আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম ভূট্টো, আসাদুজ্জামান বিপ্লব, এম ্এইচ সোহাগ, সেলিম রেজা বাবলু, জুয়েল খান, মাসুদুর রহমান লিটন, যুবলীগের যুগ্ম আহবায়ক মাসুম গাজী, হুসাইন কবির, জহিরুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সংগঠনিক মিজানুর রহমান, ছাত্রলীগনেতা রিয়াদ হোসেন, বাপ্পী হোসেন প্রমুখ।
যশোরে ডাব ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
যশোর অফিস
যশোর শহরের বারান্দীপাড়া মাঠপাড়ার রহস্যজনক ভাবে ডাব ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত ডাব ব্যবসায়ী আনিসুর রহমান (৩০) কেশবপুর উপজেলার কুড়িখালী বেগমগঞ্জের মৃত মুজিবর রহমানের ছেলে। বর্তমানে বারান্দীপাড়া মাঠপাড়ার রোকনুজ্জামানের বাড়ির ভাড়া থাকেন।
নিহতের ভাই রবিউল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে আনিসুর রহমানের মরদেহ উদ্ধার করে। পুলিশ তার লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
স্থানীয়রা জানান, আনিসুর রহমান ঢাকায় ইটভাটায় কাজ করতো। তিনদিন আগে বাড়িতে এসে ডাব ব্যবসা করার জন্য একটি ভ্যান কিনেছে। সে বাড়ি না থাকায় দীর্ঘদিন ধরে তার স্ত্রীর কোন্দল চলছিল। এ নিয়ে ঝগড়া হলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয়রা আরো জানান, আনিসুর রহমানের মৃত্যু রহস্যজনক। তার স্ত্রীর পরাকিয়া ছিল। তাই নিয়ে তাদের মধ্যে কোন্দল চলছিল। এ ঘটনায় তাকে শ^াসরোধে হত্যা করা হতে পারে।
সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি ও প্রতারণা মামলা করে যশোরে যুবক নিরাপত্তাহীনতায়
যশোর অফিস
চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি ও প্রতারণা মামলা করায় নজরুল ইসলাম নামে এক যুবক চরম আতংক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছে। জীবনের নিরাপত্তা হীনতার কারনে কোতয়ালি মডেল থানায় সাধারণ ডাইরী করেছে।
যশোরের কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামের বর্তমানে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড বাবুর বাড়ির ভাড়াটিয়া মৃত কিনু মোড়লের ছেলে নজরুল ইসলাম মঙ্গলবার ১৭ মার্চ কোতয়ালি মডেল থানায় ৪ জনের বিরুদ্ধে সাধারণ ডাইরী করেছেন। এরা হচ্ছে,যশোরের চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের সন্তোষ দফদারের ছেলে রফিকুল ইসলাম, একই উপজেলার চাঁনপুর গ্রামের আতর আলীর মেয়ে রহিমা বেগম, দুলনপুর নিমতলা গ্রামের মন্টু মালিথার ছেলে মুকুল ও শুকুর আলী। দায়েরকৃত সাধারণ ডাইরীতে উল্লেখ করেন, উক্ত আসামীদেও সাথে তার বিরোধ থাকায় তাদের বিরুদ্ধে সম্প্রতি যশোরের আদালতে চাঁদাবাজি ও প্রতারণা মামলা দায়ের করেন। উক্ত আসামীরা আদালতের মামলার বিষয় জানতে পেরে ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা প্রতিনিয়ত নজরুল ইসলাম ও তার পরিবারের সদস্যকে মারপিট খুন জখমের হুমকী প্রদর্শন করে আসছিল। এ ঘটনার জের ধরে ১৫ মার্চ বিকেল ৫ টায় নজরুল ইসলামকে উক্ত আসামীরা যশোর জেনারেল হাসপাতালের সামনে ১ নং গেটের অদূরে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারপিট ও খুন জখমের হুমকী দেয়। অবস্থা বেগতিক দেখে নজরুল ইসলাম দ্রুত পালিয়ে যায়। আসামীরা যে কোন সময় নজরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের খুন জখম করতে পারে বিধায় সে চরম আতংকের মধ্যে দিনাতিপাত করছে। আসামীরা প্রতিনিয়ত নজরুল ইসলামকে আদালতে দায়ের করা চাঁদাবাজি ও প্রতারণা মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে বলে তিনি জানান।
যশোরে ভূয়া পুলিশসহ গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে দু’টি মামলা রুজু
যশোর অফিস
যশোরে ভূয়া পুলিশ দু’জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে বলে জানাগেছে। এরা হচ্ছে, যশোরের ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর বিহারীপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে সোহাগ ও যশোরের মণিরামুর উপজেলার তাহেরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে শাকিল হোসেন।
কোতয়াালি মডেল থানার এসআই অনুপম রায় বাদি হয়ে মামলা দায়ের করে বলেছেন, উক্ত আসামীদ্বয় একটি সুজুকী মোটর সাইকেল যোগে গত ১৬ মার্চ রাত সোয়া ১১ টায় চাঁচড়া চেকপোষ্ট দক্ষিণ পার্শ্বে মহাসড়কের উপর গ্রেফতার হয়। তারা দু’জন গ্রেফতার হওয়ার পর সোহাগ নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেয়। তার পরিচয় ও আচারণ সন্দেহ হলে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার এক পর্যায় সোহাগ ভূয়া পুলিশ তা ধরা পড়ে। পরে তার দখল হতে একটি ওয়ান স্যুটারগান,পুলিশের কনস্টেবল হিসেবে আইডি কার্ড,একটি হ্যান্ডকাপ খোলার চাবি উদ্ধার করে। এ সময় সোহাগের দখল হতে ৯০ পিস ইয়াবা ও শাকিল হোসেনের দখল হতে ২০পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় এনে অস্ত্র ও মাদক আইনে আলাদা দু’টি মামলা দায়ের করে।
দারিদ্র আর দায়িত্বশীলদের অসহযোগিতাকে জয় করা এশার গল্প
যশোর অফিস
প্রতিভা থাকলে দাবিয়ে রাখা যায় না চলামান বাস্তবতায় যেন এই চিরায়ত বাণীটি মৃয়মান হতে চলেছে। তবে দমে যাওয়া যাদের চরিত্রে নেই, তাদের আটকায় কে? তাই নানা বাঁধা আর দায়িত্বশীলদের অসহযোগিতাকে জয় করে যশোরের মেয়ে সুরাইয়া শিকদার এশা পৌঁছে গেছে তার কাঙ্খিত লক্ষ্যে। মেয়েকে এই সাফল্য এনে দিতে ছায়ার মতো তার পাশে ছিলেন বাবা খবির শিকদার।
হ্যা, আমরা বলছিলাম এশার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির সুযোগ পাওয়ার ‘যুদ্ধের’ গল্প। এই সুযোগ পেতে তাকে তিন তিনটি পরীক্ষায় অংশ নিতে হয়েছে। আর এর প্রস্তুতি নিতে বার বার পড়তে হয়েছে বাঁধার মুখে।
এশার বাবা খবির শিকাদার একটি বেসরকারি প্রতিষ্ঠানের সামান্য একজন কর্মচারী। থাকেন শহরের রেলরোডের ফুড গোডাউন এলাকায়। স্ত্রী ও দুই মেয়ে নিয়ে তার সংসার।
বাবা খবির শিকদার বলেন, এশার বড় বোন সুমাইয়া শিকদার ইলা ক্রিকেট, ফুটবল, জুডো খেলে। গত বছর মার্চে বিকেএসপির প্রতিভা অন্বেষণের জন্য সারাদেশ বাছাই পরীক্ষা হয়। সেই পরীক্ষায় আমি আমার বড় মেয়েকে নিয়ে যায়। সাথে ওর মা ও আমার ছোট মেয়ে এশাও ছিলো। এশা বাদাম খাওয়ার কথা বলে মায়ের কাছ থেকে টাকা নিয়ে ফরম সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়ে যায়। এদেখে আমি তার জন্যও একটি ফরম সংগ্রহ করি। সেই পরীক্ষায় ওরা দুই বোনই টিকে যায়।
খবির শিকদার বলে চলেন, বড় মেয়েটার পচ্ছন্দ জুডো আর ছোটটার জিমন্যাস্টিকস্। পরীক্ষায় উর্ত্তীণ হয়ে এশা মোবাইলে শরীর কসরত দেখে আর নিজে নিজে প্রাকটিস করে। পরে এশা ঢাকা বিকেএসপিতে এক মাসের প্রশিক্ষণের সুযোগ পায়। ওই প্রশিক্ষণ শেষে যশোরে এসে বাঁধে বিপত্তি। প্রাকটিসের জায়গা নেই। যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমন্যাসিয়াম আছে। কিন্তু সেখানে প্রাকটিসের পরিবেশ নেই। এজন্য আমি জেলা প্রশাসকের সাথে দেখা করেছি। কিন্তু কোন কাজ হয়নি। বাধ্য হয়ে বিভিন্ন পার্কে, রাস্তার পাশে, স্কুল মাঠে যেখানে জায়গা পেয়েছি সেখানে প্রাকটিস করিয়েছে। গত বছর জুলাই মাসে ফের এশাকে ঢাকায় ডাকা হয়। সেখানে দুই মাসের প্রশিক্ষণ পায়। এই প্রাকটিস আর প্রশিক্ষণের মধ্যেও সে যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া চালিয়ে যায়। এরই মধ্যে গত নভেম্বরে বিকেএসপিতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়। সেই পরীক্ষায় অংশ নিতে হয় খুলনা আঞ্চলিক শাখায়। এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেও নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এক্ষত্রে কোচ সানোয়ার আলম সানু তাকে বেশ সহযোগিতা করেছেন। তার মাও তাকে অনুপ্রাণিত করেছেন। গত ১৮ ও ১৯ নভেম্বরের সেই পরীক্ষায় আমরা সপরিবারে খুলনায় যাই। মেয়ে পরীক্ষা শেষেই আমাকে জানাই, একজন পাস করলে আমি করবো।
এশার মা ফিরোজা খাতুন সুমি বলেন, আমাদের নিম্নবিত্ত পরিবার। স্বভাবিকভাবে সংসার চালাতেই হিমসিম খেতে হয়। এর মধ্যে দুই মেয়ের লেখাপাড়া ও খেলার প্রাকটিসের সরঞ্জাম, পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া-খুবই ব্যয়বহুল। মেয়েদের বাবা এসব কথা ভাবে না। শুধু ছোটে আর ছোটে। ধার দেনা করে। এশার স্বপ্ন বিশ্ব অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নেয়া। সে মেয়ের ইচ্ছা পূরণ করবেই।
সানোয়ার আলম সানু বলেন, এশার প্রতিভা আছে। আমি তাকে প্রথম দেখেই তা বুঝেছি। এজন্য আমার সব জ্ঞান দিয়ে তাকে প্রাকটিস করিয়েছি। উপযুক্ত সহযোগিতা পেলে সে ভবিষ্যতে বিশ্বে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দিতে পারবে। এশার বড় বোন ইলাও বেশি প্রতিভাশীল খেলোয়ার। সে আগামীতে বাংলাদেশ গেমসে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে।
ফকিরহাটে ইয়াবা সহ মাদক কারবারি আটক
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ডের হাইওয়ে পুলিশ বক্সের পাশ থেকে ইয়াবা ট্যাবলেট সহ একাধিক মাদক মামলার আসামী মাদক কারবারি মহিবুল শেখ (৩২) কে আটক করেছেন র্যাব-৬। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের উপর ভিত্তি করে র্যাব-৬ এর একটি দল কাটাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে। আটককৃত মহিবুল পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামের ওমর আলী শেখ এর পুত্র। এ ব্যাপারে বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
রূপসায় নৈহাটি ইউনিয়নে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আলোচনা সভা
রূপসা প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে রূপসা উপজেলা নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা বিকাল ৪টায় রূপসাবাস স্টান্ড চত্বরে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন মি: বাংলাদেশ আজাদ আবুল কালাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগেরসহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, যুগ্ম-সাধারন সম্পাদক ইমদাদুল ইসলাম,দপ্তর সম্পাদক আকতার ফারুক, রিনা পারভিন।
ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুলের পরিচালনায় বক্তৃতা করেন স্বেচ্ছাসেবকলীগ নেতা রুহুল আমিন রবি, যুবমহিলঅ লীগ নেতা শারমিন সুলতানা রুনা,আওয়ামীলীগ নেতা আ.গফ্ফার শেখ, ফরিদ শেখ,ফ ম আইয়ুব আলী, ইফতেখায়রুল আলম,নাজির হোসেন, মামুন শেখ,কামাল শেখ, মনিরুল ইসলাম,হারুন শেখ, ওলিয়ার রহমান, আব্দুল জব্বার, তৌহিদুল ইসলাম,হুমায়ুন কবির রাজা, নুরনাহার, বাবু নিজাম,উজ্জ্বল, রিক্তা আকতার, ছাত্রলীগের লিমু, ইসতিয়াক,রহমান, সাকিব, ইমন, আজিজুল, রফিক,সুফিয়া খাতুন প্রমূখ। অপর দিকে সন্ধ্যায় উপজেলা শ্রমীকলীগ ও যুব শ্রমীকলীগের আয়োজনে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমীকলীগের সভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোন্তাফিজুর রহমান মোস্তাক। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, যুবশ্রমীকলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী, বোরহান হাওলাদার, রিপন হাওলাদার, রেজা মাহমুদ, ফজলু মাতবর, বাবুল হাওাদার, সুলতান মোল্লা, জাকির,শাওন প্রমূখ।
ডুমুরিয়ায় মৎস্য চাষীদের প্রশিক্ষণ ও পোনা অবমুক্ত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উন্নত পদ্ধতিতে মাছ চাষ ও উৎপাদনের লক্ষ্যে কাস্টার মৎস্য চাষীদের ৩দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা মৎস্য সম্প্রসারণ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন জেলা মৎস্য বিভাগের উপ-পরিচালক নারায়ণ চন্দ্র মন্ডল,জেলা মৎস্য কর্মকর্তা আবু ছাইদ,উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সঞ্জীব দাশ,উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রি,ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও শারমিনা পারভীন রুমা,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক,সহকারি কর্মকর্তা চিত্তরঞ্জন পাল প্রমুখ।প্রশিক্ষণে ২৫জন মৎস্য চাষী অংশ গ্রহন করেন।উদ্বোধন অনুষ্ঠানের পূর্বে অতিথিবৃন্দরা উপজেলা পরিষদের পুকুরে মুজিববর্ষ-২০২০ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা আবুবকর সিদ্দিকের ব্যক্তিগত উদ্দ্যোগে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন।
ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধার জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মান
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় এক মুক্তিযোদ্ধার রেকর্ডীয় জমির উপর দিয়ে জোর পূর্বক রাস্তা নির্মাণ করেছে স্থানীয় ইউপি সদস্য বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলার শোভনা এলাকায় ্ ঘটনা ঘটে।এ ঘটনায় গত ৩বছর ধরে উপজেলা নির্বাহী অফিসে অভিযোগ করেও প্রতিকার পায়নি ওই মুক্তিযোদ্ধা।আজও প্রতিকারের আশায় তার ধর্ণা অব্যাহত রয়েছে।উপজেলা নির্বাহী অফিসে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার শোভনা এলাকার মৃত নবিছ উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক মোড়লের রেকর্ডীয় জমির উপর দিয়ে জোর পূর্বক রাস্তা নির্মাণ করে স্থানীয় ইউপি মেম্বর শফিউল্লাহ সরদার।বাঁধা উপেক্ষা করে জোর পূর্বক রাস্তা নির্মাণের ঘটনায় ২০১৭ সালের ২২মে ওই মুক্তিযোদ্ধা প্রতিকারের আশায় উপজেলা নির্বাহী অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা শোভনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরেজমিন তদন্ত সাপেক্ষে অভিযোগটি সত্য আখ্যায়িত করে ২০১৮ সালের ১৬ জানুয়ারী মুক্তিযোদ্ধার অনুকুলে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।কিন্তু সেই থেকে আজও বিষয়টি সুরাহ হয়নি।তিনি জানান,বিষয়টি নিরসন না হওয়ায় চলতি বছরে ২৪ ফেব্রুয়ারী আবারও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দয়ের করা হয়েছে।এ ঘটনায় গতকাল বুধবার শুনানীর জন্য দিন ধার্য করা হলেও প্রভাবশালী ওই ইউপি সদস্য সময়ের আবেদন করে কাল ক্ষেপন করে।এতে দারুন ভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন বলে তিনি জানান।ঘটনা প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম জানান,শুনানী ও তদন্ত প্রতিবেদন বিশ্লেষন পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
ফকিরহাটের বেতাগায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষে ওর্য়াড সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষে ৮নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা বুধবার সন্ধ্যায় ষাটতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সদস্য শেখ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের শ্রেষ্ঠ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উদ্বোধক ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা সন্ধ্যা নারী দাশ। ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অলিপ কুমার দাশ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদা ও মহিলা নেত্রী কৃষ্ণা রানী দাশ। এসময় অর্ধশতাধিক উপকাভোগী তাদের চাহিদা দাবী করেন যা ইউপি সচিব এসএম দাউদ আলী খসড়া আকারে একটি রেজুলেশন করেন। এসময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি ইমাম মোয়াজ্জেম সহ সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন।
পাটকেলঘাটা রিপোর্টার্স কাবে শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী পালিত
পাটকেলঘাটা প্রতিনিধি
পাটকেলঘাটার সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন রিপোর্টার্স কাব পাটকেলঘাটায় সর্বকালের সর্ব শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় রিপোর্টার্স কাবে বাঙ্গালী রাখার রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা রিপোর্টার্স কাবের সভাপতি সৈয়দ মাসুদ রানা, সিনিঃ সহ-সভাপতি ডাঃ হেলাল উদ্দীন, সহ-সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারন সম্পাদক খান হামিদুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক সুমন চক্রবর্তি, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তি, অর্থ সম্পাদক শাহিনুর রহমান, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান রোকন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, এস এম মজনু, এস এম মফিদুল ইসলাম, বাবলুর রহমান, রহমত আলী মিঠুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। কেককাটা অনুষ্ঠান শেষে জাতির জনকের আতœার শান্তি কামনায় দোয়া করা হয়।
পাটকেলঘাটায় শ্রমিক সংগঠনের শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন
পাটকেলঘাটা প্রতিনিধি
পাটকেলঘাটায় সাতক্ষীরা মাহেন্দ্র থ্রি হুইলাম মালিক সমিতি ও জেলা ট্যাক্সি, অটো রিক্সা টেম্পু শ্রমিক সংগঠনের জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মাহেন্দ্র থ্রি হুইলার সমিতির অফিস কক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা মাহেন্দ্র থ্রি হুইলার সমিতির সভাপতি ইউনুছ আলী সরদার, সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ন সাধারন সম্পাদক রাজিব বিশ্বাস, কোষাধ্যক্ষ শহিদুল মোড়ল, জেলা ট্যাক্সি, অটো রিক্সা টেম্পু শ্রমিকের সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সুমন কাগুজি, আব্দুল ওহাব,শাহিন, সামাদ, বিল্লাল, ইব্রাহীম, আরিফুল,মনিরুজ্জামান। সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আতœার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
অভয়নগরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা দায়ের : ৩ আসামীকে জেল হাজতে প্রেরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন আহত মুরাদ হোসেনের পিতা মাহাবুল সরদার । তিনি বাদী হয়ে ১৫জনের নাম উল্লেখ করে এই মামলাটি করেছেন। মামলা নং ১৯। তারিখ ১৭/৩/২০২০। এ ঘটনায় মঙ্গলবার রাতে এক মহিলা সহ তিন জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বাকি আসামীরা পলাতক রয়েছেন। আটককৃতরা হলেন, ধোপাদী মোসলেম সরদারে ছেলে খলিল,একই গ্রামের লুৎফার মজুমদারের ছেলে ইলিয়াছ মজুমদার, রফিকুল মজুমদারে স্ত্রী জেসমির আক্তার। গত বুধবার বেলা ১০ টায় সময় তাদেরকে যশোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের মধ্যে ১। মোমিম মজুমদারের ছেলে রফিকুল মজুমদার(৪৫), ২)ইউসুফ মজুসদার(২৭), ৩) সাকিব মজুমদার(২০), উভয় পিতা রফিকুল মজুমদার, ৪। মোসলেম সরদারে ছেলে খলিল(৫৫), ৫। সোহরাব (৩৮), ৬।মেহেরব(১৮), উভয়ের পিতা খলিল, ৭। লুৎফার মজুমদারের ছেলে ্ইলিয়াস হোসেন(২৫), ৮। উমর আলী ফকিরের ছেলে আবু সুফিয়ান, ৯। লোকমান মোল্যার ছেলে বিল্লাল হোসেন(৩২), ১০। ইজা মোল্যার ছেলে আরজ মোল্যা(৩০), ১১।আয়ুব আলীর ছেলে নাইম সরদার(২৫), ১২। আব্দুল গনি মোল্যার ছেলে মিজানুর(২৮), ১৩। জাহির সরদারের ছেলে সোহেল(২২), ১৪। কাদের গাজীর ছেলে নাসির গাজী(৩২), ১৫। রফিকুল মজুমদারে স্ত্রী জেসমির আক্তার। উল্লেখ্য, ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলের শিক্ষার্থীরা ক্রিকেট খেলা করছিলো। এসময় খেলায় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বিষয়টি মিটানোর জন্য এক পক্ষের লোকজন মুরাদ হোসেনকে ডেকে আনে। তখন বিষয়টি শুনে মুরাদ হোসেন প্রতিপক্ষের একজন খেলোয়ারকে চড় মারে। এবং খেলা বন্ধ করে দিয়ে চলে যায়। পরে সে স্থানীয় নতুন বাজারে তরিকুল ইসলামের চায়ের দোকানে বসে দলীয় লোকজনের সাথে কথা বলছিল। এ সময়ে আসামীরা তাকে আটকে রেখে বুকে পিঠে ও পেটে উপর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত মুরাদকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা আংশকা জনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরির্দশক আতাউর রহমান জানান, ১৫ জনকে আসামী করে আহত মুরাদের পিতা মাহাবুল সরদার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ৩ জনকে আটক করে গতকাল বুধবার সকালে যশোর জেল হাজতে প্রেরণ করেছি। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ক্যান্সারে আক্রান্ত শিশু মাওয়ার চিকিৎসা সহায়তা দরকার
অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে জান্নাতুল মাওয়া বয়স ২ বছর ৭ মাস, ক্যান্সারে আক্রান্ত। নওয়াপাড়ার গরুহাটখোলার বাসিন্দা আ: হকের কন্যা মাওয়ার পরীক্ষা শেষে ডাক্তাররা নিশ্চিত হয়েছেন। যশোর সিএমএইস এর ডা: লে: ক: লুৎফর নাহার খান বলেছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হবে। এ জন্য প্রচুর অর্থ ব্যয় হবে। মাওয়ার পিতা আ: হক ও মা মিরা আক্তার অর্থাভাবে দিশেহারা। তাই তারা সমাজের বিত্তবানদের কাছে সাহায্য ও যেকোন ধরণের সহযোগিতা কামনা করেছেন। মাওয়ার মা মিরা আক্তার জানিয়েছেন,তার ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার চলতি হিসাব নং ১৯৪৬৯, মোবাইল নাম্বার ০১৯২৮২৩৭৪৮১। এ অসহায় পরিবারটির পাশে থাকার জন্য সকলের সহযোগিতা কাম্য।
ঝিনাইদহে করোনা প্রতিরোধে জেলা পুলিশের লিফলেট বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক নয়, সচেতন হন এ শ্লোগানে ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, কাপড়ের মার্কেট, আরাপপুরসহ বিভিন্ন জায়গায় এ লিফলেট বিতরণ করা হয়। সেসময় তারা পথচারী, দোকানী, চালক, শ্রমিক ও সাধারন মানুষের হাতে লিফলেট তুলে দেন।
এসময় পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, সদর সার্কেল আবুল বাশার, সদর থানার ওসি মিজানুর রহমানসহ পুলিশ বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণের পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
বাগেরহাটে মুক্তিযোদ্বা সংসদের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সদর উপজেলা মুক্তিযোদ্বা সংসদের আয়াজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টায় মুক্তিযোদ্বা ভবনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেণ নেতৃবৃন্দরা ও বিশেস মোনাজাত করা হয় এবং কেক কাটা হয়।উক্তঅনুস্ঠনে প্রধান অথিতি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগ সাধারন সস্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা শেখ কামরুজ্জামান টুকু,সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্বা সংসদ সদর উপজেলা কমান্ডার শেখ শওকত হোসেন .বিষেস অথিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম. বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান. বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কমর্ককর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন .সাংবাদিক মাসুম হাওলাদার সভাপতি মুক্তিযোদ্বা সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখা. সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন.বীরমুক্তিযোদ্বা হাকিম শেখ .বাগেরহাট সদরউপজেলার সকল মুক্তিযোদ্বারা এবং তাদের পরিবার উপস্থিত ছিলেন।
বাগেরহাট কেন্দ্রীয় বাসষ্টান্ডে বঙ্গবন্ধুর মুড়াল স্থাপন
বাগেরহাট প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাগেরহাট কেন্দ্রীয় বাসষ্টান্ডে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট কেন্দ্রীয় বাসষ্টান্ড কমপ্লেক্সের সামনে এই ম্যুরালের উদ্বোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। এসময় বাগেরেহাট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ও বাগেরহাটে কর্মরত পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে জিকে সেচ খালের দেড়শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে জিকে সেচ খালের দু’পাড়ে গড়ে ওঠা দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড।
বুধবার সকালে শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী বাজারে এ অভিযান শুরু হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত কাতলাগাড়ী বাজারের জিকের প্রধান সেচ খালের পাশে গড়ে ওঠা টিনসেড, কাঁচা-পাকা, আধাপাকা এবং পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
এর নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জিন্নাতুল ইসলাম। পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়। জিকে সেচ খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে এ অভিযান বলে জানান পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ।
ঝিনাইদহে করোনা প্রতিরোধে জরুরি সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে করোনা প্রতিরোধে করনীয় বিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসক ও স্বাস্থ্য বিভাগ। আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ প্রেসকাবের সভাপতি এম রায়হানসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও সকল উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানগণ।
এসময় জানানো হয়, জেলার ৬ উপজেলায় এ পর্যন্ত চীন, ইতালি, অস্ট্রেলিয়া, কুয়েত, সৌদি আরব, দুবাইসহ বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীসহ তাদের পরিবারের ২’শ ৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের বাড়ি থেকে বের না হতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এ নির্দেশ না মানলে জেল জরিমানা করা হবে। এছাড়াও করোনা প্রতিরোধে তৃণমুল পর্যন্ত সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারপত্র ছড়ানো হচ্ছে।
সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি
দাতা সংস্থা সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (সিডা) এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় এবং বেসরকারী অলাভজনক প্রতিষ্ঠান সহায় এর বাস্তবায়নে ”স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীর সাথে প্রকল্প কার্যক্রমের অগ্রগতি নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বৃধবার সাতক্ষীরা প্রেসকাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় ২০ জন সাংবাদিক অংশ নেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসকাবের সভাপতি জি.এম নূর ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসকাবের সাধারন সম্পাদক মোজাফ্ফর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে প্রেসকাবের সহ-সভাপতি কাজী শওকাত হোসেন ময়না,সাবেক সাধারন সম্পাদক মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল।
প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুল করিমের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে প্রকল্প, সংস্থা এবং প্রকল্পের সার্বিক কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।
প্রধান অতিথি প্রেসকাবের সভাপতি জি.এম নূর ইসলাম প্রকল্পের কর্ম এলাকা বৃদ্ধি করা, লিগ্যাল এইড এর মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের সেবার পথ কে আরও সুগম করা এবং পারিবারিক সহিংসতা বন্ধে প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান, দৈনিক দেশ সংযোগের মোঃ আমিরুল ইসলাম, দৈনিক প্রথমবেলা’র সাতক্ষীরা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম (শহিদ), দৈনিক গণমুক্তির শেখ হাবিবুর রহমান (হবি), দৈনিক খুলনাঞ্চলের খান নাজমুল হুসাইন প্রমুখ।
সভাটি আয়োজন ও পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন প্রোগ্রাম অফিসার মোঃ আমজেদ হোসেন, প্রকল্পসহায়ক মোঃ শোকর আলী, লুৎফুন নেছা ও মোঃ ইব্রাহিম হোসেন।
জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ঘায়েল করতে একের পর এক মামলা
আদালতের আদেশ অমান্য করে বিরোধপুর্ণ জমিতে ভবন নির্মাণ: থানা পুলিশ নিরব
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
নগরীর আড়ংঘাটা থানাধীন খানাবাড়ী এলাকার মোঃ শাহ আলম মিয়ার বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপুর্ণ জমিতে বহুতল ভবন নির্মাণ এবং প্রতিপক্ষকে ঘায়েল করতে অর্থ আর ক্ষমতার দাপটে একের পর এক মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়াগেছে। অভিযোগে জানাগেছে, আড়ংঘাটা থানাধিন যোগিপোল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খানাবাড়ী এলাকার মৃত নুরুল হক হাওলাদারের পরিবারের সাথে পাশ্ববর্তি মোঃ শাহ আলম মিয়ার সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধপুর্ণ জমিতে শাহ আলম মিয়া বহুতল ভবন নির্মাণকে কেন্দ্র করে প্রকাশ্য বিরোধ সৃস্টি হয়। ঘটনার সুত্র ধরে শাহ আলম মিয়া প্রতিপক্ষকে ঘায়েল করতে বিভিন্ন ধরনের মামলা দায়ের করে। ভুক্তভোগী আল আমিন একের পর এক মামলার বোঝা মাথায় নিয়ে ইউনিয়নের গ্রাম আদালত সহ সামাজিক ভাবে সমাধানে ব্যার্থ হয়ে শেষ পর্যন্ত তিনি আদালতের স্বরণাপন্ন হয়। আল আমিনের দায়ের করা অভিযোগটি খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমলে নিয়ে গত ৯/৩/২০ তাং ফৌজদারী কার্যবিধি ১৪৫ ধারায় নালিশী জমিতে পরবর্তী ধার্য্য ১১/৬/২০ তাং পর্যন্ত স্থিতিবস্থার আদেশ প্রদান করে আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। একই সাথে এসিল্যান্ড সার্ভেয়ার দিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি অবহিত করে আড়ংঘাটা থানার এস আই(নিঃ) মোঃ আরিফ হোসেন উভয় পক্ষকে নোটিশ জারি করেছে। নোটিশ জারীর পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আদালতের আদেশ অমান্য করে শাহ আলম মিয়া তার ভবন নির্মাণ কাজ নির্বিগ্নে চালিয়ে যাচ্ছে।
আল আমিন হাওলাদার বলেন, টাকা আর ক্ষমতার জোরে শাহ আলম মিয়া আমাদের দলিলকৃত ৩শতক জমির উপর আদালতের আদেশ অমান্য করে বহুতল ভবন নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন শাহ আলম মিয়া আমাদেরকে শায়েস্তা করতে আমার এবং আমার ছোট ভাইয়ের নামে সিসি ক্যামেরা ভাংচুর, বাউন্ডারী ভাংচুর এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর মামলা ছাড়াও আমাদের খোলা রান্না ঘরের কাঠের মধ্যে অস্ত্র ও বোমা রেখে ফাঁসিয়েছে। শাহ আলম মিয়া তার বাউন্ডারী আমার জমির উপর করেছে, তাছাড়া তিনি একতলা থেকে কেডিএ’র অনুমতি ছাড়াই তিন তালা ভবন নির্মাণ করেছে যার সানসেট আমার রান্না ঘরের মধ্যে পড়েছে, এছাড়া তিনি রাস্তা দখল করে নিয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত শাহ আলম মিয়ার বড় ছেলে শাহ জালাল বলেন, আদালতের কোন নিষেধাজ্ঞা আমরা পাইনি। আমি সেনাবাহিনীতে চাকুরী করি আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তাছাড়া আমরা আমাদের নিজস্ব জমিতেই ভবন নির্মাণ করছি যাহার প্রমাণ আদালতে দেওয়া হবে। আদালতের আদেশের পর আড়ংঘাটা থানার এস আই মোঃ আরিফ হোসেন উভয় পক্ষকে আদালতের আদেশ অবহিত করে নোটিশ প্রদান করেছেন। এ ব্যাপারে এস আই আরিফ হোসেন বলেন, বিজ্ঞ আদালতের আদেশ জারীর পরেও কাজ চালিয়ে যাওয়া আদালত আবমাননার সামিল। বিষয়টি আমার উর্ধতন কর্মকর্তা এবং আমি শাহ আলম মিয়াকে আদালত কর্তৃক সমাধান না হওয়া পর্যন্ত শান্তিপুর্ণ অবস্থা বজায় রাখতে বলার পরও যদি সে কাজ চালিয়ে যায় তা হলে বিজ্ঞ আদালত কাজ বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করলে ব্যবস্থা নেওয়া হবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ৩৩নং ওয়ার্ড আ’লীগ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসুচী পালন
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে নগরীর ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ফুলবাড়ীগেট বঙ্গবন্ধু চত্ত্বরে আলোচনা সভা, দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার, কেক কাটা, আলোক সজ্জা করণ ও বাহারী রং এর আতশবাজির সমারহসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উৎযাপন করা হয়। সকাল ৭টায় বঙ্গবন্ধু চত্ত্বরে জাতীয়. দলীয় ও জন্মশতবার্ষিকীর পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। ৩৩নং ওয়ার্ড সভাপতি ইউসুফ আলী খলিফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তৃতা করেন, মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মাওঃ সিহাব উদ্দিন, মাওঃ হারুন অর রশিদ, হাফেজ মোঃ ইব্রাহীম, আবু হেনা বাবলু, মহানগর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুমা খন্দকার মুন্নি, নুর মোহাম্মাদ মুন্সি,গোলাম রসুল, শেখ জাকির হোসেন, মোড়ল মুজিবর রহমান, শাহ মোঃ আব্দুল্লাহ, খায়রুল ইসলাম, তোফাজ্জেল হোসেন, মাসুম খন্দকার, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, সাইফুল ইসলাম বাবু, আল মামুন, অম্বিকা রানি মন্ডল, রতনা বেগম, সাবেক মেম্বর শহিদুল ইসলাম,রবিউল ইসলাম, আনছার আলী, হারুন, ইমরান আলী রনি, রেজাউল মোল্যা, কামরুল খা, রফিক হাওলাদার, লিখন, সুমন প্রমুখ নেতৃবৃন্দ।
অপরদিকে খানাবাড়ী যুব সংঘ কাব ঃ খানাবাড়ী যুব সংঘ কাব ও লাইব্রেরীর উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার, কেক কাটা ও বাহারী রং এর আতশবাজির ফুটানোসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উৎযাপন করেন। সকাল ৭টায় বঙ্গবন্ধু চত্ত্বরে জাতীয়. দলীয় ও জন্মশতবার্ষিকীর পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। কাবের সভাপতি আবু হেনা বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৈয়েবুর রহমান লিটনের পরিচালনায় অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম ঢালী, সাবেক মেম্বর শহিদুল ইসলাম, মানিক, সোহান, রাজু, মঞ্জু, রাকিব, পার্থ, আব্দুল্লাহসহ কাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন্।
কুয়েট বঙ্গবন্ধু কর্মচারী পরিষদঃ খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ^বিদ্যালয়(কুয়েট) বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, জন্মবার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসুচি পালন করেন। বিশ^বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণারে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠনের সভাপতিত্ব করেন সংগঠনে সভাপতি সোনালী বিনতে শরীফ। ৩য় শ্রেনী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. ইমরুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন, মিন্টু কুমার দত্ত, মো. রফিকুল ইসলাম, সুবির দত্ত, ৪র্থ শ্রেনী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, মো. শফিউদ্দিন শফি, আউব আলী, সোহাগ খান, চন্দ শেখর হালদার, শেখ আমিনুল ইসলাম , আবু জাফর, ইয়াসিন, হাফিজুর রহমান, মীর রফিকুল ইসলাম, সাহেদ আহম্মেদ, শামিম রেজা, রাজু আহম্মেদ, স্বগত মল্লিক, টুলু পারভীন, নকিব আহম্দে, সাইফুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বিশ^বিদ্যালয়ের গৃহীত সকল কর্মসুচিতে পরিষদের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে পল্লী বিদ্যুৎ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কর্মসুচী পালন
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শিরোমণি পল্লী বিদ্যুৎ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে গতমঙ্গলবার দিনব্যাপী কার্যালয়ে কুরআন খতম, আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। পল্লী বিদ্যুৎ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি বিল্লাল সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীর পরিচালনায় বক্তৃতা করেন জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, শেখ শাহিন রহমান, খন্দকার মুক্ত আহম্মেদ,মনিরুল ইসলাম প্রিন্স, হারুন গাজী, রুহুল সরদার, আলী আহম্মেদ, মাসুদ রানা প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ ইকতিয়ার হোসেন।
চিতলমারী কোরনা থেকে মুক্তি মিলবে থানকুনি পাতায় গুজবে নির্ঘুম মানুষ
চিতলমারী প্রতিনিধি:
চিতলমারীতে তুলসির পাতা কোরনাভাইরাস থেকে মুক্তি মিলবে এমন গুজব কাটতে না কাটতে মঙ্গলবার রাতেই তিনটি থানকুনি পাতা চিবিয়ে খেলে কোরনাভাইরাস থেকে মুক্তি বিলবে কোনএক পীরকে স্বপ্নে দেখিয়েছে এমন গুজব ছড়িয়েছে একটি মহল। তিনটি থানকুনি পতা খেলে কোরনায় আক্রন্ত হবেননা এগুজবে মঙ্গলবার দিবাগত গভীর রাতে থানকুনির পাতা খাওয়ার হিড়িক পড়ে নির্ঘুম রাত কাটিয়েছে উপজেলা বাসি।
উপজেলার অনেক মসজিদে গভীর রাতে থানকুনি পাতা খাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। কোন পীরের দরবার থেকে এমনগুজব তার কোন সত্যতা পাওয়া জাইনি। উপজেলার শতাধিক মানুষ জানিয়েছেন মঙ্গলবার গভীর রাতে এলাকার মসজিদের মাইকে তিনটি থানকুনি পাতা খাওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এই ঘোষনার পরথেকে আমরা তিনটি করে থানকুনি পাতা খেয়েছি।
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান এমন কোন কথা চিকিৎসা বিজ্ঞানে নেই। থানকুনি পাতা কেলে কোরনাভাইরাস হবেনা এরকোন ভিত্তি নেই তবে এটি একটি ওষুধি গাছ।
দেবহাটায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ১ আসামী আটক
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় পুলিশের অভিযানে ৩ মাসের ১ সাজাপ্রাপ্ত আসামী আটক হয়েছে। আটককৃত আসামীকে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং-১৭/০৩/২০২০ তারিখ এএসআই (নিঃ) সুজিত বিশ্বাস সঙ্গীয় ফোর্স এর সহায়তায় পারিঃ জারি-১৬/২০১ এর ০৩ (তিন) মাসের সাজাপ্রাপ্ত আসামী শেখ রমজান আলী, পিতা-শেখ আব্দুর গফুর, সাং-হাদিপুর, উপজেলা/থানা- দেবহাটা, সাতক্ষীরাকে গ্রেফতার করেন। আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
দেবহাটা উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহবায়ক কমিটির গঠিত
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহবায়ক হিসেবে ফরহাদ হোসেন ও যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে রাশেদুল ইসলাম (রাশেদ) মনোনীত করেছেন। সম্প্রতি সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহবায়ক মাহবুবর রহমান মাহী ও সদস্য সচিব জহিরুল ইসলাম তানিন এই কমিটির অনুমোদন দিয়েছেন। উপজেলা কমিটিতে অন্যান্য সদস্যরাদের মধ্যে যুগ্ম আহবায়করা হলেন, বাসুদেব মন্ডল, হারুন মোড়ল, মোস্তাফিজুর রহমান ইকবাল হোসেন ও ইমরান হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে যথাক্রমে আবু সাঈদ গাজী, মমিন গাজী, মজনু মোড়ল ও সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক হিসেবে যথাক্রমে ইকবাল হোসেন, বাদশা মিয়া ও মাসুদ রানা, প্রচার সম্পাদক বাপ্পী কুমার ঘোষ, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক আবুল খায়ের, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা পারভিন, আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন ছাড়াও ১১ জনকে সদস্য করে উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
দেবহাটায় ওসির উদ্যোগে করোনা সতর্কতায় থানায় প্রবেশে হাত ধোয়ার ব্যবস্থা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার উদ্যোগে করোনা সতর্কতায় থানায় প্রবেশে হাত ধোয়ার ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় থানায় প্রবেশ মুখে ট্যাপ ও হ্যান্ড ওয়াশের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। এসময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, দেবহাটা প্রেসকাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, এসআই আসিফ মাহমুদ, দেবহাটা প্রেসকাবের কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিমসহ থানার অফিসারবৃন্দরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় দেবহাটা থানা কম্পাউন্ডে সকলের করোনা ভাইরাস সম্পর্কে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য হাত ধোয়ার এই ব্যবস্থা করা হয়েছে বলে ওসি বিপ্লব কুমার সাহা জানান। ওসি সবাইকে বর্তমান বৈশ্বিক সমস্যা করোনায় আতঙ্কিত না হয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহনের মাধ্যমে নিরাপদ থাকার আহ্বান জানান এবং থানায় কর্মরত সকলকে কমপক্ষে ২০ সেকেন্ড হ্যান্ডওয়াশ দিয়ে দুই হাত ধৌত করে থানায় প্রবেশ করার নির্দেশ প্রদান করেন।
শরণখোলায় ভ্যান গাড়ীর উপর সন্তান প্রসব
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
হাসপাতালের ডেলিভারি কক্ষ তালাবদ্ধ থাকায় সেবিকারা হাসপাতাল চত্বরের সামনে ভ্যানের ওপর ওই মা’র সন্তান প্রসব করান। পরে হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত রোগী রয়েছে এমন সংবাদ শুনে বাড়িতে চলে যান নবজাতকের মা ও তার স্বজনরা। এ ঘটনায় চতুর্থ শ্রেণির কর্মচারী শাহজাহানকে দায়িত্ব অবহেলার কারণে শোকজ করা হয়েছে।
প্রতক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে প্রসব বেদনা নিয়ে ভ্যানযোগে শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মো. শাজাহানের স্ত্রী এমিলি বেগমকে (২৫) হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তখন গাইনি ওয়ার্ড তালাবদ্ধ ছিল। যার ফলে হাসপাতালের শয্যায় নেয়া যায়নি এমিলিকে। ফলে হাসপাতাল ভবনের দোতালার ঢাল সিঁড়িতে ভ্যানের ওপর কর্তব্যরত নার্সরা ওই মা‘র সন্তান প্রসব করান। তিনি একটি পুত্র শিশু জন্ম দেন। এরপর করোনা রোগী এ হাসপাতালে ভর্তি আছে শুনে তাৎক্ষণিক ওই মাকে নিয়ে তার স্বজনেরা হাসপাতাল ত্যাগ করেন। ৪র্থ শ্রেনী কর্মচারী শাহজাহান জানান, করোনা ভাইরাসের রোগী থাকায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিনের নির্দেশে তালা লাগানো হয়েছে এবং তিনি কোন দায়িত্ব অবহেলা করেননি।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বলেন, শুনেছি একজন প্রসূতি মা হাসপাতালে এসেছিলেন। তখন ওই ওয়ার্ডের দায়িত্বে থাকা চতুর্থ শ্রেণীর কর্মচারী শাহজাহান তালা খুলে না দেওয়ায় ভ্যানের ওপর ওই মা’র সন্তান প্রসব করেন। সে দায়িত্বে অবহেলা করেছেন। তাকে শোকজ করা হচ্ছে এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ঝাউডাঙ্গায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের “মুজিব বর্ষ” উদযাপন
ঝাউডাঙ্গা প্রতিনিধি
বাংলাদেশ এ্যাসোসিয়েসন অব ব্যাংকস (বিএবি) এর কর্মসূচি বাস্তবায়নে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ শাখায় “মুজিব বর্ষ” উদযাপন করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ ঝাউডাঙ্গা শাখার অফিসের সামনে ব্যাংকের নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ (বিএবি) থেকে সরবরাহকৃত মুজিব বর্ষের গেঞ্জি ও লোগো সম্বলিত প্ল্যাকার্ড নাড়িয়ে ১০মিনিট অবস্থান করেন। প্ল্যাকার্ড প্রদর্শন শেষে অফিস হল রুমে কেক কাটার আয়োজন করা হয়।
উক্ত মুজিব বর্ষ উদযাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান, সাংবাদিক মেহেদী নেওয়াজ সোহাগ ও নাগিব মাহফুজ এবং বিশিষ্ট ব্যবসায়ী আশিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ শাখার ব্যবস্হাপক হাবিবুল্লাহ নূর, দ্বিতীয় কর্মকর্তা সাহেদুজ্জামান, পিও আল-ফারুক, এসইও জাফর ইকবল, এসইও এম. এম. মেহেদী মাসুদ, অফিসার এস.এম.মিনহাজুল ইসলাম, ফিল্ড অফিসার নাসির উদ্দিন, এস এফ এস মনিরুজ্জামান, এমসিজি মোশারাফ হোসেন, এমসিজি আলফাজ বাবু, আর্ম গার্ড আব্দুস সবুর, গার্ড আবু রায়হান, গার্ড শাহিনুর রহমান, গার্ড সেলিম হোসেন, এটিএ গার্ড মহিউদ্দিন, এটিএ গার্ড আবু সাঈদ, এটিএ গার্ড নূর হোসেন, টিবয় সলিমুল্লাহ, কিনার আব্দুল হাই মামুনসহ অনেকে।
করোনা সচেতনতায় খুলনায় সিপিবি’র প্রচারপত্র বিলি
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ, আক্রান্ত হওয়া থেকে রক্ষার উপায় এবং করণীয় সম্পর্কে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিÑসিপিবি খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ মঙ্গল ও বুধবার বয়রা বাজার, রূপসা ঘাট, ধর্মসভা, ডাক বাংলা, পিকচার প্যালেস, ময়লাপোতা, পশ্চিম বানিয়াখামার, সোনাডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করেন। এতে অংশগ্রহণ করেনÑকেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, জেলা সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন, সিপিবি নেতা শেখ আব্দুল হান্নান, নিতাই পাল, কিংশুক রায়, রঙ্গলাল মৃধা, রুহুল আমিন, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী প্রমুখ। এ সময়ে নেতৃবৃন্দ বলেন, করোনা প্রতিরোধে যা করতে হবে বার বার হাত ধোয়া, অপরিস্কার হাতে নাক-মুখ-চোখ স্পর্শ না করা, ভ্রমণে শতর্ক থাকা, খাবার থেকে সাবধানতা অবলম্বন করা, পরিচ্ছন্নতা ও আদপ কায়দা মেনে চলা, সম্ভবমত জনসমাগম এড়িয়ে চলা। এছাড়াও মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার নগরীর ইসলামপুর রোড, ইকবালনগর, আমতলা মোড়, পশ্চিম বানিয়াখামারসহ বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করেন।
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ২
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহীর মৃত্যু। আহত ২। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করেছে। ঘটনাটি ঘটেছে, পাইকগাছার জিরো পয়েন্ট নামকস্থানে। জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-চ-৫৬৪৭ নং দ্রুতগামী বাসটি বুধবার সন্ধ্যা ৭টায় জিরো পয়েন্ট নামক স্থানে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাসকে ধাক্কা দেয় পরবর্তীতে সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। নিহত হাসান শেখ (৩০) পাইকগাছা উপজেলার আলমতলা গ্রামের মৃত সাত্তার শেখের ছেলে। এ সময় আশাশুনির শ্রীউলা গ্রামের মৃত শহীদ গাজীর ছেলে রেজাউল করিম (৪৫) এবং পাইকগাছার গদাইপুরে চেঁচুয়া গ্রামের মৃত সরৎ গাজীর ছেলে মিঠু গাজী (৪০) আহত হয়। আহতরা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ওসি এমদাদুল হক শেখ জানান, গাড়ীটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং চালক পলাতক রয়েছে।
সাতক্ষীরায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বিদেশ ফেরত ৩৭ জন হোম কোয়ারেন্টাইনে
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
মঙ্গলবার বেলা ১২ টা থেকে বুধবার বেলা ১২ টা পর্যন্ত সাতক্ষীরায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে মোট ৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত নতুন ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এসমস্ত লোকের সর্দি, কাশি ও জ্বর থাকায় তাদের কোয়ারেন্টাইনে নেওয়া হয়। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১০ জন, আশাশুনি উপজেলায় ৬ জন, কালিগঞ্জ উপজেলায় ৮ জন, দেবহাটা উপজেলায় ২ জন ও শ্যামনগর উপজেলায় ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা.হুসাইন সাফায়াত জানান, সাতক্ষীরায় ইতিমধ্যে বিদেশ ফেরত মোট ৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর সংখ্যা আরও বাড়তে পারে। এরা সবাই ভারত, ইটালী, মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। তবে ভারত থেকে দেশে ফিরেছেন এমন লোকের সংখ্যা বেশী। এসব ব্যক্তিদের বিশেষ নজরদারীতে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, এ সব ব্যক্তিরা যেন ঘরের বাইরে ঘোরাফেরা না করে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের উপর স্থানীয় স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশকে নজরদারিতে রাখতে বলা হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তাকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। তবে, সাতক্ষীরায় এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন কোন রোগী পাওয়া যায়নি।
সাতক্ষীরায় ভারতীয় রুপার গহনাসহ মোটর সাইকেল জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার চান্দুড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে ২৯ কেজি ২৫০ গ্রাম ভারতীয় রুপার গহনাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার সকালে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্তের কাঁদপুর নামক স্থান থেকে উক্ত রুপার গহনাসহ মোটর সাইকেলটি জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। জব্দকৃত রুপার গহনাসহ মোটর সাইকেলের মূল্য ১৯ লাখ ৮৮ হাজার ৭৮২ টাকা।
বিজিবি জানায়, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে রুপার একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দুড়িয়া বিওপির কমান্ডার হাবিলদার মাহবুব আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরচালানী মোটর সাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে মোটর সাইকেলে বাধানো একটি ব্যাগ থেকে ২৯ কেজি ২৫০ গ্রাম ওজনের ভারতীয় রুপার গহনাসহ মোটর সাইকেলটি জব্দ করা হয়।
সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার এক প্রেস ব্রিফিং করে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত রুপার গহনা গুলো সাতক্ষীরা ট্রেজারীতে জমা রাখা হয়েছে।
কয়রায় বিভিন্ন উপকারভোগীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের
চেক বিতরণ করলেন সংসদ সদস্য বাবু
কয়রা প্রতিনিধি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু নিজের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে আনা কয়রা উপজেলার ২৩ জন উপকারভোগীর মাঝে ৯ লক্ষ ৭০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এ সকল অনুদানের চেক বিতরন করেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। প্রধান অতিথির বক্তব্যে এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, “বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কোন ভাবেই দেশের উন্নয়নের অব্যাহত গতি রোধ করা যাবেনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে নানামুখি কর্মপরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। এ জন্যই আওয়ামী লীগ আন্তরিকভাবে দেশের উন্নয়ন চায়। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারবে না। প্রধানমন্ত্রী দক্ষিনাঞ্চলীয় মানুষের কথা সব সময় মনে রাখে তাই এ অঞ্চলের অসহায় মানুষের জন্য সব সময় সহযোগিতা অব্যাহত রেখেছে। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ চন্দ্র সানা, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্যাহ আল মামুন লাভলু, আলহাজ্ব মোঃ আমির আলী গাইন, মোহাঃ হুমায়ুন কবির, জিএম কবি শামছুর রহমান,আলহাজ্ব সরদার নুরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
৬৩ ওয়ার্ডে পর্যবেক্ষণ কমিটি গঠন: চিতলমারীতে ৩৬০ জনকে হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ
চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারী উপজেলায় সদ্য বিদেশ থেকে আসা ৩৬০ জন প্রবাসীকে হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় উপজেলা হলরুমে এক জরুরী বৈঠক শেষে এ পরামর্শ দেওয়া হয়। বৈঠকে করোনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলার ৬৩ ওয়ার্ডে পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আমল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাহী অফি সুত্রে যানাজায় সম্প্রতি এ উপজেলার বিভিন্ন গ্রামে ভারত, সৌদি আরব, মালয়েশিয়া, আমেরিকা, জর্ডান, সিঙ্গাপুর, ওমান, ইরাকসহ বিভিন্ন দেশ হতে ৪২৭ জন নিজ বাড়ি ফিরে এসেছেন। তাদের মধ্যে ৬৭ জনের ১৪ দিন পার হয়ে গেছে। তাই সতর্ক থাকতে বাকি ৩৬০ জনকে নিজ বাড়িতে হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এ উপজেলায় কোন করোনা রোগীর সন্ধান পাওয়া যায়নি। করোনা প্রতিরোধের জন্য প্রতিটি ওয়ার্ডে পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান, হাসপাতালে করোনা রোগীদের জন্য বিশেষ পাঁচটি আইসুলেসন বেড ,চিতলমারী সরকারী এসএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ১০০টি সাধারণ শয্যা ও পানি বিদ্যুৎসহ ২০টি বেডপ্রস্তুত করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ উপজেলায় কোন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায় নাই বলেও তিনি উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল। আ”লীগ সভাপতি মো: বাবুল হোসেন খান,সাধারন সম্পাদক পীযুষ কান্তি রায়সহ জনপ্রতিনিধি, সরকারী, বেসরকারী কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফুলতলায় ট্রেনের ধাক্কায় ব্র্যাক ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু
ফুলতলা (খুলনা) প্রতিনিধি
ট্রেনের ধাক্কায় শেখ শামসুল হক (৫১) নামে ব্র্যাকের এক শাখা ব্যবস্থাপকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনা ঘটে বুধবার সকাল সোয়া ১০টায় খুলনার ফুলতলার বেজেরডাঙ্গা রেলষ্টেশন আউটারে। তিনি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার শিয়ালকাঠি গ্রামের ইউসুফ শেখের পুত্র ও ব্র্যাকের বেজেরডাঙ্গা শাখা ব্যবস্থাপক হিসেবে ১ বছর কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টায় নিজ অফিস থেকে মটরসাইকেল যোগে ঢাকুরিয়া গ্রামের একটি কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলেন। বেজেরডাঙ্গা রেলষ্টেশন আউটার পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী আপ রকেট ট্রেন তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যূ ঘটে। এ সময় তার ব্যবহৃত মটরসাইকেলটি দুমড়ে মুচকে আগুন ধরে যায়। খবর পেয়ে দুপুরে জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে জিআরপি থানায় মামলা হয়েছে। ব্র্যাক অফিস সূত্র জানায়, নিহত শামসুল হকের স্ত্রী শিরিনা বেগমও ব্র্যাক নড়াইলের বাঁশগ্রাম শাখা অফিসে হিসাবরক্ষক পদে কর্মরত। তার ১ কন্যা ও ১ পুত্র রয়েছে। এদিকে সহকর্মীর মর্মান্তিক মৃত্যুতে ব্র্যাকের আশপাশের শাখায় কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসেন এবং সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শী মোঃ সেকেন্দার আলী বলেন, লাশের সাথে ছিটকে পড়া হেলমেটের মধ্যে তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়। মটরসাইকেল চালানোর সময়ে হেলমেটের মধ্যে রাখা মোবাইলে তিনি কথা বলছিলেন। যে কারণে ট্রেনের উপস্থিতি তিনি বুঝতে পারেননি। ফলে তিনি এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন।
খুলনা জেলা পুলিশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে খুলনা জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ্ বিপিএম জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে খুলনা বেতার ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃত্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরবর্তীতে জেলা পুলিশের উদ্যোগে শিরোমনিস্থ জেলা পুলিশ লাইন্সে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ্ বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন, বিপিএম (বার) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স), খুলনা রেঞ্জ এবং একে এম নাহিদুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স এন্ড ক্রাইম), খুলনা রেঞ্জ। প্রধান অতিথি খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন, বিপিএম (বার) উপস্থিত অতিথি ও পুলিশ সদস্যদের নিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এছাড়া জেলা পুলিশের উদ্যোগে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র কোরআন খতমের ব্যবস্থা করা হয় ।
তোপের মুখে খানজাহান আলী হকার্স মার্কেটের ব্যবসায়ী
স্টাফ রিপোর্টার
তোপের মুখে পড়েছে খানজাহান আলী হকার্স মার্কেটের আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মোস্তফা পাটোয়ারী। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ওই মার্কেটের ১ম গলির ভাই ভাই পারফিউমারী নামের ব্যবসা প্রতিষ্ঠানের ২য় তলায় গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গুদামে ক্যামিকেল জাতীয় দাহ্য পদার্থ ছিল। গরমে দাহ্য পদার্থের ড্রামে বিস্পোরণ ঘটে। ফলে আগুনের সূত্রপাত হয়। ওই গুদামে কোন বিদ্যুৎ সংযোগ ছিল না। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে ক্ষতিগ্রস্ত গুদামটি হচ্ছে মার্কেটের ২য় তলায়। আর ভাই ভাই পারফিউমারী নামের প্রতিষ্ঠানটি রয়েছে নীচ তলায়। সকলে যখন আগুন নেভানোর কাজে ব্যস্ত তখন দোকানের স্বত্ত্বাধিকারী মো. মোস্তফা পাটোয়ারী দোকান খুলে বসে রয়েছে। তার মনে কোন অনুশোচনা নেই। এই ঘটনা নিয়ে গতকাল বুধবার দুপুর ১২টায় খাজা খানজাহান আলী হকার্স মার্কেটস্থ খুলনা জেলা অ্যাসোসিয়েশন’র নেতৃবৃন্দ সংগঠনের কার্যালয় এক জরুরী বৈঠকে বসেন। এ সময় ব্যবসায়ী ও সংগঠনের নেতৃবৃন্দের তোপের মুখে পড়েন আগুনে ক্ষতিগ্রস্ত মো. মোস্তফা পাটোয়ারী। ব্যবসায়ীরা জানিয়েছেন আগুন মার্কেটের মধ্যে ছড়িয়ে পড়লে তারা স্বর্বশান্ত হয়ে যেতেন। বৈঠকে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. গোলাম মোস্তফা দুলাল, মো. ফারুক আহমেদ ও মোল্লা ফারিদ আহমেদসহ নেতৃবৃন্দ। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মো. মোস্তফা পাটোয়ারী বলেন, তার কি পারিমাণ টাকার ক্ষতি হয়েছে তা তিনি বলতে পারেনি। তবে তার গুদামে কোন ক্যামিকেল বা দাহ্য পদার্থ ছিল না।
শেষ প্রচারণায় নৌকার পক্ষে লাখো জনতার গনজোয়ার
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাট-৪, মোড়েলগঞ্জ-শরণখোলায় ২১ মার্চ উপ নির্বাচনকে কেন্দ্র করে বুধবার প্রচারণার শেষ দিনে শরণখোলা ও মোড়েলগঞ্জের বিভিন্ন স্থানে পৃথক পৃথক পথসভা জনসভায় রুপান্তরিত হয়। নৌকার পক্ষে লাখো জনতার গনজোয়ার। বুধবার রাত ৮টায় বিশারীঘাটা বিবি আফসার আলী স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মাহমুদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড. আমিরুল আলম মিলন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান, ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের পরিচালক সঞ্জিব রায়, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা ওবায়দুল ইসলাম টিটু, ইউপি মেম্বর মিলন হোসেন, জাহাঙ্গীর হোসেন। সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হুমায়ুন কবির মোল্লা প্রমুখ।
এর পূর্বে আওয়ামী লীগ প্রার্থী বিকেল ৪টায় শরণখোলায় পাইলট স্কুল মাঠে এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। এছাড়াও পৌর আওয়ামী লীগ আয়োজনে পৌর আওয়ামীলীগের সভাপতি মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদারের সভাপতিত্বে নব্বইরশী বাসষ্ট্রান্ডে এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন এ্যাড. মিলন। এ সব সভাগুলোতে বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ নৌকা সজ্জিত সহকারে মিছিলে মিছিলে মাঠ পরিপূর্ন হয়ে যায়। আমিরুল আলম মিলন বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে খানজাহান আলী থানা বিএনপির লিফলেট বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে গতকাল বুধবার বেলা ১১ টায় করোনো ভাইরাস প্রতিরোধ করণীয় তথ্য সম্বলিত লিফলেট বিতরন ফুলবাড়ীগেট এলাকায় অনুষ্ঠিত হয়। লিফলেট বিতরন ফুলবাড়ীগেট দলীয় কার্য়ালয় থেকে শুরু হয়ে ফুলবাড়ীগেট বাজার, টিবি হাসপাতাল রোড, মিরেরডাঙ্গা, সেনপাড়া থেকে ঘুরে জনতা মার্কেটের সামনে এসে শেষ হয়। লিফলেট বিতরনের সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মন্জু , সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, সাধারন সম্পাদক শেখ আমজাদ হোসেন, নগর বিএনপির সহ সভাপতি শেখ ইকবাল হোসেন,যুগ্ন সম্পাদক অধক্ষ তরিকুল ইসলাম , অধ্যাপক ওহিদুজ্জামান, আবু সাইদ হাওলাদার আব্বাস, আলমগির হোসেন, এনামুল হাসান ডায়মন্ড, রফিকুল ইসলাম শুকুর, মোল্লা সোহাগ হোসেন, মিনা মুরাদ হোসেন, ইমদাদুল হক, শহিদুল ইসলাম, হেলাল শরিফ, আ ঃরব মুন্সি , আজম মুন্সি,শরিফুল, শেখ আনোয়ার হোসেন শেখ সেলিম, জিয়াউর রহমান, মোঃ সাজু, মারুফ হাওলাদার, আল আমিন হাওলাদার, মাসুম বিল্লাহ প্রমুখ ।