খুলনায় দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

32
Spread the love

স্টাফ রিপোর্টার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে অসহায় দুঃস্থদের ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা।

বুধবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের উপ পরিচালক মোঃ আকরাম হোসেন উপস্থিত থেকে নিজ হাতে খুলনা সদর দপ্তরে এতিম ও দুস্থদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলার উপ সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল, খুলনা সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সাঈদুজ্জামান সহ সদর দপ্তরের কর্মকর্তাগনরা।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে “স্মরণীয়’ দিন অভিহিত করে উপ পরিচালক মোঃ আকরাম হোসেন বলেন, আমাদের সৌভাগ্য যে আমরা জাতির পিতা স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে পেরেছি। হয়তো আমরা একদিন থাকব না কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করবে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা দেশমাতৃকার সেবা করবে।