খুলনা মহানগর শ্রমিক লীগের সাবেক সম্পাদক মুক্তার রিমান্ড শুরু

2
Spread the love

স্টাফ রিপোর্টার

নগরীতে স্বর্নালঙ্কার ও নগদ টাকাসহ মহানগর মহিলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাদিয়া আক্তার মুক্তা (৩২) কে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গতকাল রবিবার তাকে খুলনা জেলা কারাগার থেকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।  গত ১২মার্চ আদালতে মুক্তার চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম ৪দিন মঞ্জুর করেন। সে খুলনা বিশ্ববিদ্যালয়ের পেছনের বাসিন্দা শেখ শুকুর আলীর স্ত্রী। গ্রেফতারকালে তার কাছ থেকে ১২ভরি ৩আনা স্বর্ন ও নগদ ২লাখ ৮২হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

সাদিয়া আক্তার মুক্তা ও তার স্বামী ঢাকায় ডাকাতির মামলায় জামিনে মুক্ত হয়ে খুলনায় এসে রেষ্টুরেন্ট ব্যবসা শুরু করেন। নগরীর সোনাডাঙ্গা থানাধিন মজিদ স্বরনীতে গুহা রেষ্টুরেন্ট চালু করে মুক্তা ও তার স্বামী শুকুর। কিছুদিন পরে মুক্তা ঢাকা থেকে মহিলা শ্রমিক লীগের মহানগরের সাধারণ সম্পাদকের পদ নিয়ে আসেন। খুলনা বিশ্বাবিদ্যালয়ের পেছনে ৪তলা আলীশান বাড়ি হাকিয়েছেন এ দম্পতি। তাছাড়া খুলনা শহরে কালো রংয়ের নিজস্ব একটি পাজোরে গাড়িতে চলা ফেরা করতেন তারা। তবে রাজনীতিতে তার কার্যক্রম দায়সারা গোছের হওয়ায় তাকে ওই পদ থেকে বাদ দেয়া হয়।   

যে মামলায় সাদিয়া আক্তার মুক্তা গ্রেফতার হয়েছে ওই মামলার সংপ্তি বিবরণী থেকে জানা গেছে, গত ২৪ জানুয়ারি বিকেলে খুলনা নগরীর বাবু খান রোডস্থ ব্যবাসয়ী কাজী মঞ্জুরুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এসময় তার বাড়ির গ্রীল কেটে ঘর থেকে ৫০ভরি স্বর্নসহ নগদ ২৯লাখ ২৫হাজার ৫৫০টাকা চুরি হয়। এঘটনায় তিনি বাদি হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করেন যার নং-৩৫।

খুলনা থানার অফিসার ইনচার্জ আসলাম বাহার বুলবুল জানান, আসামি মুক্তা ও তার স্বামী ইতোপুর্বে ঢাকায় ফাট বাড়িতে ভাড়া নেয়ার নামে প্রবেশ করে ডাকাতিকালে ধরা পড়েছিলো। তাদের বিরুদ্ধে খিলগাও থানায় মালা রয়েছে। খুলনায় ডাকাতির ঘটনায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে সাদিয়া আক্তার মুক্তাকে গ্রেফতার করা হয়। আদালত ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গতকাল রবিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এই গ্রুপের অন্যান্য সহযোগিদের বিষয়ে তথ্য নিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।