খুলনাঞ্চল প্রতিনিধি
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কৌশল নির্ধারণের জন্য রোববার ভিডিও কনফারেন্সে বসছেন সার্ক নেতারা। রোববার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে এই বিশেষ কনফারেন্স। এতে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন।
শনিবার রাতে (১৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ তথ্য জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।
দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার জন্য শুক্রবার টুইটারে ভিডিও কনফারেন্সের জন্য সার্ক নেতাদের আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি টুইটারে লেখেন, করোনাভাইরাস ঠেকাতে আমি সার্ক দেশগুলোর নেতাদের একটি শক্তিশালী কৌশল গ্রহণের প্রস্তাব করছি। আমাদের জনগণকে সুস্থ রাখার স্বার্থে আমরা এ নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারি। সুস্থ পৃথিবীর জন্য সম্মিলিতভাবে আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে পারি। মোদির আহ্বানের প্রেক্ষিতে বাংলাদেশ এতে সম্মতি জানায়।