হুসাইন ইমাম সবুজ, গোপালগঞ্জ থেকে
আর মাত্র একদিন পর ১৭ই মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্টপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে টুঙ্গিপাড়ায় পৌছে জাতির পিতার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এরপর সেখানে দোয়া ও মোনাজাত করে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করবেন তারা । বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এরই মধ্যে তার সমাধীতে আলোক সজ্জাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, আর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে নেওয়া বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
১৭ই মার্চ জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্টপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ। ওইদিন সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্টপতি আব্দুল হামিদ। এরপর সেখানে ফাতেহাপাঠ দোয়া ও মোনাজাত করে জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করবেন তারা। এরই মধ্যে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধীসহ আশে পাশের সব জায়গা গুলোতে আলোক সজ্জায় সাজানো হয়েছে। এ ব্যাপারে গোপালগঞ্জ পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুর রহমান খান জানান,
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পোষাকে ও সাদা পোষাকে গোটা জেলা জুড়ে থাকবে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনসৃংখলা বাহীনির সদস্যরা।
জাতির পিতার জন্মশত বার্ষিকীতে তার আদরের দুলালী গোপালগঞ্জের মানুষের বুবু শেখ হাসিনা গোপালগঞ্জে আসবেন তাকে বরন করতে অপেক্ষায় রয়েছে গোপালগঞ্জের আপাময় জনতা পাশাপাশি বঙ্গবন্ধু কন্যার নিরাপত্তা দিতে মাঠে কাজ করবে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরইমধ্যে টুঙ্গিপাড়াকে বর্নিল সাজে সাজানো হয়েছে, তোরনে তোরনে ছেয়ে গেছে গোটা টুঙ্গিপাড়া। এছাড়া জাতির পিতার জন্মশত বার্ষিকী আনন্দ ঘন ভাবে পালন করতে তার সমাধীসহ আশেপাশের জায়গাগুলোতেও বর্নিল সাজসহ আলোক সজ্জায় পরিনত করা হয়েছে ।