খুলনার জিরোপয়েন্ট এলাকা থেকে নিখোঁজ জুঁথীর ৫দিনেও সন্ধান মেলেনি

10
Spread the love

স্টাফ রিপোর্টার

নগরীর জিরোপয়েন্ট শিকদার মার্কেটের সামনে থেকে নিখোঁজ জুঁথীর ৫দিনেও সন্ধান মেলেনি। এঘটনায় নিখোঁজ জুঁথীর পিতা শোকাহত আশরাফ আলি হরিণটানা থানায় সাধারণ ডায়েরী করেছেন।

সাধারণ ডায়েরী সুত্রে জানা যায়, গত ১০মার্চ দুপুর আড়াইটার দিকে হরিণটানা থানাধিন জিরোপয়েন্ট শিকদার মার্কেটের সামনের বাসিন্দা আশরাফ আলির মেয়ে সুরাইয়া ইয়াসমিন জুঁথী (২০) পাশ্ববর্তী কাদেরের স্ত্রী’র নিকট জামা-কাপড় বানানোর জন্য বের হয়। কিন্তু সন্ধ্যার পরও বাসায় ফিরে না আসায় আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়ে তার কোন সন্ধান মেলেনি। এমনকি এলাকার বিভিন্ন স্থানে মাইকিংও করা হয়। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ ও এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করে নিখোঁজ মেয়ের সন্ধান না পেয়ে জুঁথীর পিতা আশরাফ আলি হরিণটানা থানায় সাধারণ ডায়েরী করেছেন যার নং- ৪৩৩। পাশাপাশি তিনি সকলের নিকট আকুল আহবান জানিয়েছেন তার নিখোঁজ মেয়ে সুরাইয়া ইয়াসমিন জুঁথীর সন্ধান পেলে মোবাইল ফোন ০১৯১৭-৩৭১১৯১ নম্বরে জানানোর জন্য।