মোরেলগঞ্জের পল্লীতে জমাজমির বিরোধে গৃহিনীর ওপর এ কেমন বর্বরতা!

9
Spread the love

মোড়েলগঞ্জ প্রতিনিধি

মোড়েলগঞ্জে জমি নিয়ে বিরোধের ঝাল মেটাতে এক গৃহিনীর (২৪) ওপর বর্বর নির্যাতন চালিয়েছে দুর্বৃত্তরা। ভাঙ্গা কাচের টুকরা দিয়ে তার গোটা শরীর আচড়ে দিয়েছে। কামড়িয়ে করেছে ক্ষতবিক্ষত। বুধবার বিকেল ৬ টার দিকে খাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ৯৯৯ থেকে ফোন পেয়ে মোড়েলগঞ্জ থানা পুলিশ রক্তাক্ত জখমী গৃহিনীকে উদ্ধার করে রাত ৮টায় হাসপাতালে ভর্তি করেছে।

এ সম্পর্কে চিকিৎসাধীন গৃহবধূ বলেন, খাউলিয়া গ্রামে তার নানা নানির জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে প্রতিবেশী মোতালেব তালুকদারের সাথে। থানায় কয়েক দফায় শালিস বৈঠকও হয়েছে ।

ওই ঘটনার জের ধরে শত্রুপক্ষের লোকেরা তার ওপর হামলা করেছে। গৃহবধূ ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যর স্ত্রী। এ সম্পর্কে থানার ওসি (দতন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত অবস্থায় গৃহবধূ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।