মোড়েলগঞ্জ প্রতিনিধি
মোড়েলগঞ্জে জমি নিয়ে বিরোধের ঝাল মেটাতে এক গৃহিনীর (২৪) ওপর বর্বর নির্যাতন চালিয়েছে দুর্বৃত্তরা। ভাঙ্গা কাচের টুকরা দিয়ে তার গোটা শরীর আচড়ে দিয়েছে। কামড়িয়ে করেছে ক্ষতবিক্ষত। বুধবার বিকেল ৬ টার দিকে খাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ৯৯৯ থেকে ফোন পেয়ে মোড়েলগঞ্জ থানা পুলিশ রক্তাক্ত জখমী গৃহিনীকে উদ্ধার করে রাত ৮টায় হাসপাতালে ভর্তি করেছে।

এ সম্পর্কে চিকিৎসাধীন গৃহবধূ বলেন, খাউলিয়া গ্রামে তার নানা নানির জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে প্রতিবেশী মোতালেব তালুকদারের সাথে। থানায় কয়েক দফায় শালিস বৈঠকও হয়েছে ।
ওই ঘটনার জের ধরে শত্রুপক্ষের লোকেরা তার ওপর হামলা করেছে। গৃহবধূ ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যর স্ত্রী। এ সম্পর্কে থানার ওসি (দতন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত অবস্থায় গৃহবধূ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।