খুলনায় জাল কাগজপত্র জমা দিয়ে জমি রেজিস্ট্রির মামলার দু’আসামি রিমান্ডে

3
Spread the love

স্টাফ রিপোর্টার

নগরীর সদর সাব-রেজিস্ট্রার এজলাসে জাল জালিয়াতির মাধ্যমে খতিয়ান ও দাখিলা তৈরী করে দলিল রেকর্ড করার সময় গ্রেফতার ৪জনের মধ্যে দুজনের দু’দিনের রিমা- মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম রিমা-ের আদেশ প্রদান করেছেন।

রিমা-কৃত দু’আসামি হলেন নগরীর বয়রা ১০৯, পালপাড়া রোডের মৃত. নুর মোহাম্মাদের দু’ছেলে খান সারাফাত হোসেন জাকির (৬০) ও  খান ফরহাদ হোসেন মুনমুন (৩৮)। মামলার অপর দু’আসামি হলেন খান আব্দুর রশিদের ছেলে ওলিয়ার রহমান (৩৪) ও ফুলতলা থানার উত্তর ডিহি পয়গ্রাম কসবা গ্রামের শেখ আলি ব্যাপারির ছেলে শেখ মনিরুল ইসলাম (৩৯)। গত ৫মার্চ মামলার মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই টিপু সুলতান আসামি সারাফাত হোসেন, ফরহাদ হোসেন ও ওলিয়ার রহমানকে আদালতে হাজির করে ১০দিনের রিমা-ের আবেদন করেন। গতকাল আদালত সারাফাত হোসেন ও তার  ভাই ফরহাদ হোসেনের দু’দিনের রিমা- মঞ্জুর করে।   

মামলার বিবরণে জানা যায়, নগরীর খালিশপুর থানাধীন বয়রার মুজগুন্নীতে খুলনা উন্নয়ন কর্তৃপরে (কেডিএ) প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলমের মা মনোয়ারা খানমের নামে আর এস খতিয়ান ২১৭৭ ও আরএস ৪৫২২ দাগ নম্বরে ১৭.২৫ শতক জমি রয়েছে। ওই জমির পর্চা ও দাখিলাসহ আনুষাঙ্গিক কাগজপত্র নিয়ে একটি প দাতা ও প্রহীতা হিসেবে পাওয়ার অব এ্যাটর্নি (আমমোক্তার নামা) করতে আসেন। এ সময় কাগজপত্র দেখে সাব রেজিস্ট্রারের সন্দেহ হওয়ায় অনলাইনে সার্চ দিয়ে ত্রুটিপূর্ণ দেখতে পান। তিনি বিষয়টি পুলিশকে অবগত করলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ৪জনকে আটক করে। এঘটনায় 

সদর সাব-রেজিস্ট্রার মো. আনোয়ার হোসেন বাদী হয়ে ৪জনের বিরুদ্ধে খুলনা থানায় মামলা দায়ের করেন যার নং-৮।